ফার্সি ভাষায় কেতঅব کتاب মানে বই (১২২তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরেও আমরা প্রাচীন ঐতিহ্যবহুল ইরানী প্রদেশ ইস্ফাহানের আরো কিছু ঐতিহাসিক নিদর্শনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

আজ দুটি মিউজিয়ামে নিয়ে যাবো আপনাদের। কারণ মুহাম্মাদ এবং তার বন্ধুদের আজ মিউজিয়ামে যাবার কথা। কয়েক হাজার বছরের প্রাচীন ইস্ফাহান শহরে অনেকগুলো যাদুঘর রয়েছে। এগুলোর মধ্য থেকে কয়েকটির নাম উল্লেখ করা যায়। যেমন, শিক্ষা সংগ্রহশালা, আর্মেনিয়ান সংগ্রহশালা, প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালা, চেহেল সুতুন সংগ্রহশালা এবং অলঙ্কার বিষয়ক সংগ্রহশালা ইত্যাদি। অবশ্য ইস্ফাহান শহর ছাড়াও এই প্রদেশের অন্যান্য শহরেও বিভিন্ন যাদুঘর এবং মূল্যবান সংগ্রহশালা রয়েছে। নঈন শহরে রয়েছে কাভির সংগ্রহশালা,কাশান শহরে রয়েছে কাশান জাতীয় সংগ্রহশালা। এখানে রয়েছে প্রাগৈতিহাসিক কাল এবং ইতিহাসের বিভিন্ন সময় পর্বের বিচিত্র নিদর্শন। যাই হোক মুহাম্মাদ এবং তার বন্ধুরা এখন ইস্ফাহানের আর্মেনিয়ান যাদুঘরে রয়েছে। আগে বরং নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক তারপর আমরা যাবো মিউজিয়ামে মুহাম্মাদ ও তার বন্ধুদের সঙ্গ দিতে।
من خوشحالم - ما آمدیم - موزه - گنجینه - دانشجو - ادبیات فارسی - حتما" - دیدن - کتاب - خطی - شما لذت مي بريد - جالب - تابلو - تاریخ طبیعی - ما مي رويم - من مطمئنم - شما خوشتان می آید - آن نگهداری می شود - چه چیزهایی - انواع - حیوان - حیوانات - تاکسیدرمی شده - شما می بینید - شما می توانید ببینید - چه جالب - عجیب - هنر - تاریخ - صنعت - بومی - منطقه - مناطق - جهان - ما آشنا می شویم - کدام - ما می بینیم - ما می توانیم ببینیم - آثار هنري - هنرهای تزيینی - اشیاء - دوره - اسلامی - شما مشاهده می کنید - شما می توانید مشاهده کنید - آثار ما قبل تاريخ - کاشان - آن نگهداري مي شود - ما نمی رویم-
আমি খুশি / আমরা এসেছি / যাদুঘর / সংগ্রহশালা / বিশ্ববিদ্যালয় ছাত্র / ফার্সি সাহিত্য / অবশ্যই / দেখা / বই / হাতে লেখা / তুমি উপভোগ করবে / সুন্দর / ছবির ক্যানভাস বা সাইনবোর্ড / প্রাকৃতিক ইতিহাস / আমরা যাবো / আমি নিশ্চিত / তোমার ভালো লাগবে / সংরক্ষণ করা হয় / কী জিনিস / বিচিত্র / প্রাণী / প্রাণীকুল / ট্যাক্সিডারমি করা ( মৃত পশুপাখির চামড়ার ভেতর খড় প্রভৃতি ভরে জীবন্তের মতো দেখানোর প্রক্রিয়াকে ট্যাক্সিডারমি বলা হয় ) / তুমি দেখবে / তুমি দেখতে পারবে / কী চমৎকার / আশ্চর্য / শিল্প / ইতিহাস/ শিল্প / স্থানীয় / অঞ্চল / অঞ্চলসমূহ / বিশ্ব / আমরা পরিচিত হবো / কোন / আমরা দেখবো / আমরা দেখতে পারবো / শিল্প নিদর্শন / অলঙ্করণ শিল্প / বস্তুসমূহ / কালপর্ব বা যুগ / ইসলামী / তুমি দেখবে / তুমি দেখতে পারবে / প্রাগৈতিহাসিক নিদর্শনাবলী / ইরানের একটি শহরের নাম / তা রক্ষণাবেক্ষণ করা হয় / আমরা যাবো না।

নতুন শব্দগুলোর অর্থ শুনলেন জানলেন। এবারে যাওয়া যাক আর্মেনিয়ান মিউজিয়ামে। দেখা যাক সেখানে মুহাম্মাদ এবং তাদের গাইডের মাঝে কী কথাবার্তা হয়। সুন্দর এই যাদুঘরটিতে ছাপানো এবং হাতে লেখা বহু বইয়ের সংগ্রহ আছে। আরো আছে মনোরম চিত্রকর্মের বহু ক্যানভাস,ইতিহাসের বিভিন্ন কালপর্বের বিচিত্র টাইলসের কালেকশান। তো চলুন তাদের কথোপকথনটি যথারীতি একবার বাংলায় অনুবাদ করে শুনি।
محمد - خوشحالم که به این موزه بسیار زیبا آمدیم . راهنما - شما که دانشجوی ادبیات فارسی هستید ، حتما" از دیدن این کتابهای خطی لذت می برید . محمد - بله . هم این کتابهای خطی بسیار جالبند و هم تابلوها بسیار زیبا هستند . راهنما - بعد از این موزه ، به گنجینه تاریخ طبیعی می رویم . مطمئنم که از آنجا نیز خوشتان می آید . محمد - در آنجا چه چیزهایی نگهداری می شود ؟ راهنما - درآن موزه می توانید انواع حیوانات تاکسیدرمی شده را ببینید . محمد - چه جالب . اصفهان شهر عجیبی است . شهر هنر ، تاریخ و صنعت . موزه تاریخ طبیعی هم دارد . راهنما - بله . در این موزه ، با انواع حیوانات بومی ایران و حیوانات مناطق دیگر جهان آشنا می شویم . محمد - در کدام موزه می توانیم آثار هنری شهر اصفهان را ببینیم ؟ راهنما - در موزه هنرهای تزیینی ، اشیاء دوره اسلامی را می توانید مشاهده کنید .محمد - آثار ماقبل تاريخ در كدام موزه است ؟ راهنما - شهر کاشان موزه ای دارد که آثار ماقبل تاریخ در آن نگهداری می شود . ولی ما به شهر کاشان نمی رویم .
মুহাম্মাদ : অসম্ভব সুন্দর এই যাদুঘরটিতে এসে আমি খুব আনন্দিত।
গাইড : তুমি তো ফার্সি সাহিত্যের ছাত্র, অবশ্যই হাতে লেখা এই বইগুলো দেখে তোমার ভালো লাগবে।মুহাম্মাদ : হ্যাঁ। হাতে লেখা বইগুলিও বেশ সুন্দর, ক্যানভাসগুলিও।গাইড : এই যাদুঘরের পর প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালায় যাবো।আমি নিশ্চিত যে সেটাও তোমার ভালো লাগবে।মুহাম্মাদ : সেখানে কী কী জিনিসের সংগ্রহ আছে?গাইড : ঐ যাদুঘরে ট্যাক্সিডারমি করা বহু প্রাণীর সংগ্রহ দেখতে পাবে।মুহাম্মাদ : বেশ তো। ইস্ফাহান একটা অদ্ভুত শহর। শিল্পের শহর,ইতিহাসের শহর,শিল্পকলার শহর। প্রাকৃতিক ইতিহাসের যাদুঘরও আছে।গাইড : হ্যাঁ।এই যাদুঘরে আমরা ইরানের স্থানীয় বহু প্রাণী এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রাণীদের সাথেও পরিচিত হবো।মুহাম্মাদ : কোন্ যাদুঘরে আমরা ইস্ফাহান শহরের শিল্প-নিদর্শন দেখতে পারবো?গাইড : অলঙ্করণ শিল্প যাদুঘরে ইসলামী শাসনামলের বিচিত্র জিনিস দেখতে পাবে।মুহাম্মাদ : প্রাগৈতিহাসিক কালের নিদর্শন কোন্ যাদুঘরে আছে?গাইড : কাশান শহরে একটি যাদুঘর আছে যাতে প্রাগৈতিহাসিক কালের নিদর্শনাবলী সংরক্ষণ করা হয়। কিন্তু আমরা কাশান শহরে যাবো না।
দু'ঘণ্টার মধ্যে এই যাদুঘর দেখে শেষ করার কথা ছিল তাদের। কিন্তু কেউই যাদুঘরটি ছেড়ে যেতে চাচ্ছিল না। এখানকার প্রতিটি সংগ্রহই আকর্ষণীয়। তারপরও তাদেরকে যেতে হয়। কেননা দেখার বাকি রয়ে গেছে আরো অনেক কিছু। এবারে প্রাকৃতিক ইতিহাস যাদুঘরে যায় তারা। প্রাগৈতিহাসিক কালের বহু নিদর্শন আছে এখানে। সেসব নিয়ে আজ আর নয়,আগামী আসরে ইনশাআল্লাহ কথা হবে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন