ডিসেম্বর ২৪, ২০১৮ ১৯:৩০ Asia/Dhaka

পাঠক! গত আসরে আমরা বলেছিলাম যে আজকের আসরে আপনাদেরকে ইস্ফাহানের আরেকটি সুন্দর ও দর্শনীয় শহরে নিয়ে যাবো। শহরটি হলো নাতানয। এটি বেশ পুরোণো একটি শহর। কাশান এবং ইস্ফাহানের মধ্যবর্তী এই সুন্দর শহরটি কারাকাস পর্বতের পাদদেশে অবস্থিত। এই শহরের আবহাওয়া বেশ মনোরম স্নিগ্ধ-শীতল।

এখানে বহু বাগ-বাগিচা যেমন আছে তেমনি আছে প্রচুর কৃষিক্ষেত্র। যার ফলে পুরো পরিবেশটাই সবুজে-শ্যামলে ভরে আছে। এ কারণেই এই শহরটি "বগ শাহর" বা বাগানের শহর নামেও পরিচিত। নাতানয সুদূর অতীত থেকেই কৃষিকাজ আর বাগ-বাগিচায় উৎপাদিত উন্নতমানের পণ্যের জন্যে বিখ্যাত ছিল। এই শহরের চমৎকার নাশপাতি নাতানযের তোহফা নামে পরিচিত। এছাড়া বিশ্ববাসী এখন জানে যে সম্প্রতি নাতানয শহরের পাশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কারখানাও প্রতিষ্ঠিত হয়েছে। এরফলে নাতানয শহরের খ্যাতি আরো অনেক বৃদ্ধি পেয়েছে। নাতানযে মসজিদ বা সমাধিসহ পুরোণো অনেক স্থাপত্য নিদর্শন লক্ষ্য করা যায়। বিশেষ করে এখানে রয়েছে মহানবী (সা) এর খান্দানের এক মহান ব্যক্তিত্ব ইমাম মূসা কাযেম (আ) এর দুই সন্তানের মাযার। একজন হলেন ইমামযাদা মুহাম্মাদ এবং অপরজন হলেন ইমামযাদা অগ' আলী আব্বাস। এই দুই মহান ব্যক্তিত্বের মাযার এবং মাসজিদে জামে'তে যিয়ারতকারীদের ভিড় লেগে থাকে সারাটি বছর জুড়ে। যার ফলে শহরটি বেশ পরিচিত সবার কাছে। তো আমরা শহরের গল্প শোনার আগে বরং আসরের নতুন শব্দগুলো অর্থসহ একবার জেনে নিই।

نطنز - جاي زيبا - دامنه - کوه - شمال - اصفهان - کاشان - آن قرار دارد - چقدر - سرسبز - قديمي - شهر - قدمت - دوره - قبل از - اسلام - آن مي رسد - شهرت - به خاطر - آب و هوا - خنک - مطبوع - محصول - محصولات - کشاورزي - آن شهرت دارد - صنعتي - اطراف - کارخانه - غني سازي - اورانيوم - آن وجود دارد - باغ - باغها - سبز - خرم - ميوه - آن توليد مي شود - به طور کلي - استان - سيب - هلو - انگور - پسته - بادام - گردو - گلابي - معروف - متنوع - علاوه بر - گندم - جو - سيب زميني - پياز - انواع - دانه هاي روغني -

ইরানের একটি শহরের নাম / সুন্দর জায়গা / পাদদেশ / পর্বত / উত্তর / ইরানের একটি প্রদেশের নাম / ইরানের একটি প্রদেশের নাম / অবস্থিত / কতো / সবুজ-শ্যামল / পুরোণো / শহর / প্রাচীনত্ব / কাল বা মেয়াদ / আগে / ইসলাম / পৌঁছে / খ্যাতি / কারণে / আবহাওয়া / ঠাণ্ডা / গ্রহণযোগ্য / ফসল / ফসলাদি / কৃষিকাজ / তার খ্যাতি আছে / শিল্পগত / আশপাশ / কারখানা / সমৃদ্ধকরণ / ইউরেনিয়াম / তা আছে / বাগান / বাগিচাগুলো / সবুজ / মনোরম / ফল / তা উৎপাদিত হয় / সার্বিকভাবে / প্রদেশ / আপেল / হুলু হচ্ছে খুবানি জাতীয় এক ধরনের ফল / আঙ্গুর / পেস্তাবাদাম / চ্যাপ্টা ধরনের সুস্বাদু বাদাম / আখরোট / নাশপাতি / বিখ্যাত / বিচিত্র / সত্ত্বেও / গম / যব / আলু / পেঁয়াজ / বহু প্রকার / তৈলাক্ত বীজ।

পাঠক ! অর্থসহ ফার্সি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হলেন এতোক্ষণ। এবারে চলুন যথারীতি মুহাম্মাদ এবং তার গাইডের কথোপকথনের পালায়। শুরুতেই একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি। মনোযোগের সাথে শুনুন।

محمد - نطنز چه جاي زيبايي است ! در دامنه کوه قرار دارد .راهنما - بله . ما الان در شمال شهر اصفهان هستيم . نطنز بين کاشان و اصفهان قرار دارد .محمد - اينجا چقدر سرسبز است . آيا نطنز هم يک شهر قديمي است ؟راهنما - بله . قدمت اين شهر به دوره قبل از اسلام مي رسد .محمد - شهرت اين شهر به خاطر چيست ؟راهنما - اين شهر به خاطر آب و هواي خنک و مطبوع و محصولات کشاورزي شهرت دارد. محمد - آيا نطنز هم مثل اصفهان يک شهر صنعتي است ؟راهنما - نه . اما در اطراف اين شهر ، کارخانه غني سازي اورانيوم وجود دارد .محمد - در اين باغهاي سبز و خرم چه ميوه هايي توليد مي شود ؟راهنما - در نطنز و به طور کلي استان اصفهان ، سيب ، هلو ، انگور ، پسته ، بادام و گردو توليد مي شود . اما ميوه معروف نطنز گلابي است .محمد - پس اين شهر ميوه هاي متنوعي دارد .راهنما - بله . علاوه بر ميوه ها ، گندم ، جو ، سيب زميني ، پياز و انواع دانه هاي روغني نيز در اين شهر توليد مي شود .

মুহাম্মাদ : নাতানয কী সুন্দর জায়গা! পাহাড়ের পাদদেশে অবস্থিত।গাইড : হ্যাঁ! আমরা এখন ইস্ফাহান শহরের উত্তরে আছি। নাতানয কাশান এবং ইস্ফাহানের মাঝখানে অবস্থিত।মুহাম্মাদ : এখানটা কী সবুজ-সতেজ! আচ্ছা নাতানযও কি প্রাচীন শহর?গাইড : হ্যাঁ! এই শহরটির প্রাচীনত্ব ইসলাম-পূর্বকাল পর্যন্ত পৌঁছে।মুহাম্মাদ : এই শহরের এ্যাতো খ্যাতি কী কারণে?গাইড : এই শহরের খ্যাতি পছন্দনীয় শীতল আবহাওয়া এবং কৃষিজ পণ্যের জন্যে। মুহাম্মাদ : আচ্ছা,নাতানযও কি ইস্ফাহানের মতোই এক শিল্পনগরী?গাইড : না। তবে এই শহরের পাশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারখানা অবস্থিত।মুহাম্মাদ : এখানকার সবুজ-সতেজ বাগানগুলোতে কী কী ফল উৎপন্ন হয়?গাইড : নাতানয এবং সমগ্র ইস্ফাহানে আপেল,হুলু,আঙ্গুর , পেস্তা , বাদাম এবং আখরোট উৎপন্ন হয়। তবে নাতানযের বিখ্যাত ফল হলো নাশপাতি।

মুহাম্মাদ : তার মানে এই শহরে বিচিত্র ফল আছে।গাইড : হ্যাঁ! ফল ছাড়াও গম,যব,আলু,পিঁয়াজ এবং আরো অনেক তৈল বীজ জাতীয় শস্য এই শহরে উৎপন্ন হয়।

মুহাম্মাদ এবং তার সফরসঙ্গীরা নাতানযের আশেপাশের চমৎকার সব বাগ-বাগিচা আর প্রান্তর ঘুরে ফিরে দেখে। বহু কৃষককে তারা দেখতে পায়, শস্যাদি বস্তাবন্দী করে ইরানের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে। গাইড বললো যে ইস্ফাহান প্রদেশের কৃষিপণ্য বা বাগ-বাগিচার ফসলের একটা অংশ ইরানে ব্যবহৃত হয় আর অপর অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানী করা হয়। তিনি ভ্রমণকারীদের উদ্দেশ্যে বলেন যে,তুলা এবং খুরমা-খেজুরও ইস্ফাহানে উৎপাদিত আরেকটি কৃষিপণ্য। খুরমাটা অবশ্য ইস্ফাহানের উষ্ণ এলাকায় উৎপাদিত হয়। তারা নাতানযের সুন্দর সুন্দর বাগান পরিদর্শন করা ছাড়াও এই শহরের প্রাচীন ও দর্শনীয় স্থানগুলো দেখে। নাতানযের জামে মসজি এবং সাসানীয় আমলের একটি অগ্নিমণ্ডপও তারা দেখে। দুপুরের খাবারটা তারা এখানকার একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে খায়। বুঝতেই পারছেন নাতানয শহরটি ভ্রমণ পিয়াসীদের জন্যে খুবই আকর্ষণীয়। সময় সুযোগ হলে বেড়াতে যাবেন নিশ্চয়ই। খোদা নেগাহদর।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন