11
ইরানে দুনিয়া-কাঁপানো ইসলামী বিপ্লবের গৌরবময় ৪০ বছর (পর্ব-১)
ইরানের ইসলামী বিপ্লব মানব ইতিহাসের এক নজিরবিহীন বিপ্লব। বহু বিশ্লেষকের মতে এ বিপ্লব বিগত এক হাজার বছরের সেরা আদর্শিক বিপ্লব। এ মহাবিপ্লব খ্যাতনামা বহু চিন্তাবিদ, রাষ্ট্র-বিজ্ঞানী, সমাজ-বিশেষজ্ঞ ও বিশ্বের বহু ঝানু রাজনীতিবিদকে করেছিল স্তম্ভিত, হতবাক এবং কিংকর্তব্যবিমূঢ়।