1
নারী: মানব ফুল-২৩ (নারী সম্পর্কে ইসলাম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি)
পাশ্চাত্যের বৈশ্বিক দৃষ্টিকোণে স্বাধীনতা মানে রসনা-বিলাস, জৈবিক লালসা, অর্থ, পদ ও ক্ষমতার দাসত্ব হতে মুক্তি নয় বরং এসবের দাসত্ব করা তথা অনৈতিকতা, চারিত্রিক অপবিত্রতা ও অসৎ আনন্দ বা কলুষতার মত ধ্বংসাত্মক খেয়ালিপনার মধ্যে ডুবে যাওয়া।