নভেম্বর ১৮, ২০২১ ১৬:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস-প্রথম আলো
  • মওলানা ভাসানীর সমাধিস্থলে গণ অধিকারের নেতাদের ওপর হামলা নিন্দনীয়’ বললেন কাদের-এনটিভিবিডি
  • জোর করে প্রকৃত জনপ্রতিনিধি হওয়া যায় না : রাষ্ট্রপতি-দৈনিক কালেরকণ্ঠ

  • ভোটে জিতে কেন আপনি সংসদে গেলেন না: ফখরুলকে কাদের-যুগান্তর
  • খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির গণঅনশন-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • শিল্পে দেরি করাচ্ছে, কারা এত বড় নেতা দেখি? হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ধমক মমতার-আনন্দবাজার পত্রিকা
  • শ্রীনগরে পুলিশি এনকাউন্টারে ‘নিরীহ’দের মৃত্যু! বিক্ষোভের মুখে পড়ে তদন্তের নির্দেশ প্রশাসনের-সংবাদ প্রতিদিন
  • প্রশাসন অনুমতি দিল না, গুরুদ্বারে জুম্মার নামাজ পড়ার ডাক শিখদের–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন
 ১. সংসদকে টিকার দাম জানাতে চান না স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম এটি। কী বলবেন আপনি?
২. 'আমেরিকার সৃষ্ট সংকট এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে'। আফগান পরিস্থিতিতে একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস-প্রথম আলো

রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপস্থাপিত একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। ২০১৭ সালে সংকট শুরুর পর এই প্রথম রোহিঙ্গাবিষয়ক কোনো প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হলো।

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হওয়ার তথ্য জানিয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রস্তাব গ্রহণের বক্তৃতায় বলেন, ‘জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়াটা এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

এবারের প্রস্তাবে ১০৭টি দেশ সহপৃষ্ঠপোষকতা প্রদান করেছে, যা ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। ইইউ, ওআইসি ছাড়াও প্রস্তাবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের উল্লেখযোগ্যসংখ্যক দেশ প্রস্তাবে সমর্থন জুগিয়েছে; সহপৃষ্ঠপোষকতা করেছে।

প্রস্তাবে প্রাথমিকভাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি গত ১ ফেব্রুয়ারি দেশটিতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটের মতো বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে।

রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করা, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ সংস্থার সব মানবাধিকার ব্যবস্থাপনাকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে এবারের প্রস্তাবে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। চলমান বিচার ও দায়বদ্ধতা নিরূপণের প্রক্রিয়ার ওপর প্রস্তাবটিতে সজাগ দৃষ্টি বজায় রাখার কথা বলা হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়, মানবিক সহায়তা প্রদান, করোনার জাতীয় টিকা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা-মানবিকতা প্রদর্শন করেছে, প্রস্তাবটিতে এর ভূয়সী প্রশংসা করা হয়।

প্রস্তাবটিতে কক্সবাজারের অত্যন্ত জনাকীর্ণ আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর, সেখানে অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে প্রচেষ্টা-বিনিয়োগ করেছে, তার স্বীকৃতিও দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানানো হয়েছে। প্রস্তাবে মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানানো হয়েছে। মিয়ানমারকে সম্পৃক্ত করে একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথা প্রস্তাবে বলা হয়েছে।

রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি নবায়ন ও তার কার্যকর বাস্তবায়নের কথা প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা 

রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ কারণে বাংলাদেশে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে। প্রত্যাবাসনের কোনো অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গাদের হতাশা ক্রমে তীব্র হচ্ছে, যা এ অঞ্চলে নানা ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।

রাবাব ফাতিমা আরও বলেন, ‘এবারের প্রস্তাবটি নিজভূমি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া নিশ্চিত করতে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রেরণা হিসেবে কাজ করবে, যা দীর্ঘস্থায়ী এই সমস্যার টেকসই সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। একটি শক্তিশালী ম্যান্ডেট নিয়ে এবারের প্রস্তাব গৃহীত হলো, যা রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে। যে জন্য তারা পথ চেয়ে বসে আছে।’

মওলানা ভাসানীর সমাধিস্থলে গণ অধিকারের নেতাদের ওপর হামলা নিন্দনীয়’-এনটিভিবিডি

টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিস্থলে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

গতকাল বুধবার টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে তাঁর কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে ওবায়দুল কাদের  বলেন, এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।

এ ছাড়া আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে, তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে—কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য।

এ ছাড়া ‘সরকার গণতন্ত্রকে বিলীন করে ফেলছে’—বিএনপিনেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তাঁদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?’

‘গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না করছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের নামে যারা নির্বাচনবিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে—তারাই আবার গণতন্ত্রের কথা বলে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবের কাছে জানতে চেয়ে প্রশ্ন করেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না?  জনমতকে অসম্মান কে দেখাল—সরকার না আপনারা?’

‘বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়’—এমন দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়।’ তিনি বলেন, ‘সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসরেরা জড়িত।’

‘বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা ও সন্ত্রাসের মদদ দেয়, আওয়ামী লীগ নয়’ বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

‘বিএনপির রাজনীতি অস্থিরতাপূর্ণ’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।’

জোর করে প্রকৃত জনপ্রতিনিধি হওয়া যায় না : রাষ্ট্রপতি-দৈনিক কালেরকণ্ঠ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাত দিনের সফরে কিশোরগঞ্জ রয়েছেন। এ কয়দিন তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে ইউপি নির্বাচনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, ইউপি নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা, মারামারি ও খুনোখুনি হচ্ছে। সব জায়গায় জোর খাটানোর প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু জোর করে চেয়ারম্যান ও মেম্বার হয়ে প্রকৃত জনপ্রতিনিধি হওয়া যায় না। তাই জোর করে মানুষের সেবা করার মানসিকতা ছাড়তে হবে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই হবেন জনপ্রতিনিধি।

রাষ্ট্রপতি বলেন, ক্ষমতা হলো মানুষের কল্যাণের জন্য। ভালো কাজের জন্য ক্ষমতা। ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে এই ক্ষমতার চর্চা করতে হবে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের। রাষ্ট্রপতি কিশোরগঞ্জ শহরের যানজট, পরিবেশ দূষণ, নদী-পুকুর ভরাটের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের প্রিয় কিশারগঞ্জ শহর বলতে গেলে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার ইজিবাইক, রিকশা ও গাড়ি চলাচলের কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। শহরের পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে না। নরসুন্দা নদীর অবস্থাও করুণ। এভাবে চলতে থাকলে শহরে আগুন লাগলে নেভানোর পানি পাবে না শহরবাসী। এখনই এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো আমরা। এ সময় তিনি কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শহরবাসীকে পরিত্রাণ দিতে সবাইকে কঠোর ভূমিকা পালনের আহবান জানান।

তিনি করোনার প্রসঙ্গ এবং এ সময়ে বঙ্গভবনে নিজের কঠিন জীবনযাপনের কথা তুলে ধরে বলেন, করোনার আগে ছিলাম জেলখানায়। করোনা শুরু হওয়ার পরে শুধু সেল নয়, কমডেম সেলে জীবনযাপন করতে হচ্ছে আমাকে। একেবারে বিচ্ছিন্ন জীবন। আগে প্রতিদিন বঙ্গভবনে কিশোরগঞ্জের লোকজনসহ সারা দেশের অন্তত দেড় থেকে দুই শ লোক আমার সঙ্গে দেখা করত। কিন্তু এখন সেখানে কেউ যেতে পারে না। এই দুই বছর দুই মাসে হাতেগোনা কয়েকজন কর্মকর্তার চেহারা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি।

সমাবেশে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, আফজল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জের মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা তুজ জহুরা, গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা প্রেস ক্লাবে সভাপতি মোস্তফা কামাল, জেলা বিএমএ-এর সভাপতি ডা. মাহবুব ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির বক্তৃতার পর উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে, বিকেলে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌওশাদ খান কলেজের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। সাত দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভোটে জিতে কেন আপনি সংসদে গেলেন না: ফখরুলকে কাদের-যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না?  জনমতকে অসম্মান কে দেখাল, সরকার না আপনারা?

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংকালে এ কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিককালের প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা, সন্ত্রাসের মদদ দেয়— আওয়ামী লীগ নয়।  

বিএনপির রাজনীতি অস্থিরতাপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা, এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির গণঅনশন-দৈনিক মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২০শে নভেম্বর সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি । বৃহস্পতিবার গুলশানস্থ বিএনপি চেযারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২০শে নভেম্বর সারাদেশে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ঢাকায় আমরা যদি ভালো কোন ভেন্যু না পাই তাহলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের এই কর্মসূচি পালিত হবে।

 

শিল্পে দেরি করাচ্ছে, কারা এত বড় নেতা দেখি? হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ধমক মমতার-আনন্দবাজার পত্রিকা

শিল্পই পাখির চোখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কাজে ঢিলেমি দেখা দেওয়ায় ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাওড়া জেলার প্রশাসনিক বৈঠকে দেখা গেল সেই ছবি। শিল্পের জন্য জমি পেতে দেরি হচ্ছে। এ নিয়ে ভূমি সংস্কার দফতরের সচিব এবং দলীয় নেতৃত্বকেও ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সব সমস্যা সমাধানের নির্দেশও দিয়েছেন মমতা।বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ওঠে শিল্পের প্রসঙ্গ। সেখানে জমি জট নিয়ে ভূমি সংস্কার দফতরের মমতা সচিবকে বলেন, ‘‘অনেকে ইচ্ছা করে দেরি করাচ্ছে।’’

এর পরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আগে ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ছিল। সেটা এখন বন্ধ আছে কেন? কার নির্দেশে বন্ধ করা হয়েছে? কারা এত বড় বড় নেতা দেখি? দু’বছর ধরে কাজে দেরি করছে। তা হলে শিল্প হবে কী করে?’’ ভূমি দফতরের সচিব মুখ্যমন্ত্রীর সামনে জটিলতার কারণ হিসাবে কোভিড পর্বের কথা তুলে ধরেন। ওই বিষয়টি নিয়ে ভূমি সংস্কার দফতর যে ইতিমধ্যেই বৈঠক করেছে সে কথাও মুখ্যমন্ত্রীকে জানান তিনি। তবে মমতা স্পষ্ট বলে দেন, ‘‘আমার নিশানা শিল্প।’’ একই সঙ্গে জমি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করারও নির্দেশও দেন তিনি।

শ্রীনগরে পুলিশি এনকাউন্টারে ‘নিরীহ’দের মৃত্যু! বিক্ষোভের মুখে পড়ে তদন্তের নির্দেশ প্রশাসনের-সংবাদ প্রতিদিন

শ্রীনগরের (Srinagar) হায়দরপোরায় এক জঙ্গিবিরোধী অভিযান ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই অভিযানে চারজন মারা গিয়েছে। তাদের মধ্যে দু’জন জঙ্গি (Terrorist)। বাকি দু’জন কাশ্মীরের (Kashmir) ব্যবসায়ী। বিতর্ক ঘনিয়েছে এই দু’জনকে ঘিরেই। বাহিনীর দাবি, এই দুই ব্যক্তি জঙ্গি না হলেও তাঁরা জঙ্গিদের মদতদাতা। কিন্তু তাঁদের পরিবারের তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, দু’জনই সম্পূর্ণ নিরপরাধ।

এই বিতর্কিত পুলিশি অভিযান ঘিরে বিতর্ক শুরু হওয়ার পরে এবার অতিরিক্ত জেলাশাসককে পুরো বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে, ওই দুই ব্যবসায়ী ড. মুদাসির গুল ও আলতাফ ভাট হায়দরপোরায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ব্যবসা করতেন। তাঁদের মধ্যে মুদসির একটি কম্পিউটার সেন্টার চালাতেন। আলতাফের নিজস্ব হার্ডওয়্যার ও সিমেন্টের দোকান ছিল। তাঁদের পরিবারের দাবি, এনকাউন্টারে তাঁদের ভুল করে মেরেছে পুলিশ। এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্তা দিলবাগ সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমরা অবশ্যই ওই দুই পরিবারের দাবি খতিয়ে দেখব। যদি কিছু ভুল হয়ে থাকে, সেটা মেনে নিতে আমাদের আপত্তি নেই। পুলিশি তদন্তে সত্যিটা নিশ্চয়ই উঠে আসবে।”

প্রশাসন অনুমতি দিল না, গুরুদ্বারে জুম্মার নামাজ পড়ার ডাক শিখদের–আজকাল

গুরুগ্রামে ৩৭টি জায়গায় জুম্মার নামাজ পড়ার অনুমতি ছিল। কিন্তু নাগরিকদের আপত্তি!‌ তাই আটটি জায়গায় শুক্রবার জুম্মার নামাজের অনুমোদন তুলে নেয় প্রশাসন। সেই নিয়েই গোল। এবার মুসলিমদের পাশে এসে দাঁড়াল শিখরা। জানিয়ে দিল, তাদের গুরুদ্বারে পড়া যাবে শুক্রবারের নামাজ। দিল্লি সীমান্ত লাগোয়া হরিয়ানায় পাঁচটি গুরুদ্বারের দায়িত্বে রয়েছে একটি কমিটি। সেই কমিটিই এই প্রস্তাব দিল।

গুরুগ্রামের সবজি মাণ্ডির গুরুদ্বার শ্রী গুরু সিং সভার প্রেসিডেন্ট শেরদিল সিং সিধু জানালেন, ‘‌গুরুদ্বার আসলে গুরুর বাড়ি। সমস্ত সম্প্রদায়ের মানুষকে এখানে এসে প্রার্থনা করার জন্য স্বাগত জানাই। মুসলিমরা নির্দিষ্ট জায়গায় প্রার্থনা করতে গিয়ে সমস্যায় পড়লে এখানে আসতে পারেন। গুরুদ্বারের দরজা সকলের জন্য খোলা।’‌ গুরুগ্রামের সদর বাজার, সেক্টর ৩৯, সেক্টর ৪৬, মডেল টাউন, জেকব পুরা—এই পাঁচ জায়গার গুরুদ্বারে নামাজ পনতে পারবেন মুসলিমরা, জানাল কমিটি। সিধু জানালেন, শুক্রবার এই গুরুদ্বারে গুরু নানকের জন্মদিন উদযাপন হবে। এই গুরুদ্বারগুলোয় ২০০০ জন বসে প্রার্থনা করতে পারেন। তবে সিধুর আবেদন, কোভিড বিধি মেনে ৩০–৪০ জনের দলে এসে মুসলিমরা যেন এখানে প্রার্থনা করেন।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।