ডিসেম্বর ০৪, ২০২১ ১৭:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • আর বিলম্ব করবেন না, দেশনেত্রীকে মুক্তি দিন: মির্জা ফখরুল’-দৈনিক কালেরকণ্ঠ
  • সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড, কাল প্রতিবাদ অন্য রকম’-প্রথম আলো
  • প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হবে’- দৈনিক নয়াদিগন্ত
  • অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু-কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার যুগান্তর

  • ​আতঙ্কিত নয়, ওমিক্রনের ব্যাপারে সাবধান হতে হবে: ডব্লিউএইচও-দৈনিক যায়যায় দিন

ভারতের শিরোনাম:

  • লাশ গুনতে গুনতে ক্লান্ত’, ওমিক্রন আতঙ্কের বার্তা লিখে স্ত্রী-সন্তানদের খুন চিকিৎসকের -আনন্দবাজার পত্রিকা
  • আগামী দশক উত্তরাখণ্ডের’, নির্বাচনের আগেই ‘কল্পতরু’ মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বাড়ল ‌উদ্বেগ!‌ দেশে তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিশ–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন (৪ ডিসেম্বর)
১. রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। নিরাপদ সড়কের দাবিতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন এই ঘটনা ঘটলো। কি বলবেন আপনি?
২. সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় দুই হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে ফ্রান্স। আপনার পর্যবেক্ষণ কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড, কাল প্রতিবাদ অন্য রকম’-প্রথম আলো

সড়কে দুর্নীতির বিরুদ্ধে রামপুরা ব্রিজে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। নতুন কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা কাল রোববার সড়কের অব্যবস্থানার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন।

আজ শনিবার বেলা সোয়া একটার দিকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে আসেন শিক্ষার্থীরা। সেখানে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শেষে তাঁরা নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সোহাগী সামিয়া বলেন, ‘কাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট, তাঁদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করব। এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।’ এর আগে দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধন করে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ নামের একটি সংগঠন। নয় দফা দাবিতে কাল শাহবাগ থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবে তারা।

আর বিলম্ব করবেন না, দেশনেত্রীকে মুক্তি দিন : মির্জা ফখরুল’-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর বিলম্ব করবেন না। দেশনেত্রীকে মুক্তি দিন এবং তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। ক্ষমতা থেকে সরিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করবে এবং সেই আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন।’ 

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে আজকে বন্দী করে রেখেছেন। কারণ আপনারা জানেন, তাকে যদি অসুস্থ অবস্থায় বিদেশে না পাঠান, তিনি যদি জীবন থেকে চলে যান তাহলে আপনার পথের কাটা দূর হবে। বন্ধুগণ তা হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তারা ভেবেছিল বোধ হয় বিএনপি শেষ গেল, তা হয়নি। দেশনেত্রী খালেদা জিয়া সঠিকভাবে নির্বাচন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। তার নেতৃত্বেই বিএনপির পতাকা আবার ওপরে ধরে রাখবো।

অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু-কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার যুগান্তর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‌‌‌‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬ তম জরুরি সভায় উত্থাপন করা হয়। 

সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান (রোল-১৩০৭০২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক (রোল-১৫০১০৯০), এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব (রোল-১৫১৯০৩৩), একই বিভাগের শিক্ষার্থী আ. স. ম. রাগিব আহসান মুন্না (রোল-১৫১৯০৪৮), সিই বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (রোল-১৬০১০২৯), (মেরিন ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান (রোল-১৬০৫০৩৯), সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ খান নিলয় (রোল-১৬০৭০৭৫), এমই বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রিফাত (রোল-১৬০৫০৯৩) ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান অন্তু (রোল-১৬২৭০১০)।

গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর ড. সেলিমের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাসের বাসার টয়লেটে অচেতন হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ চার দফা দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার হলত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।  অভিযোগ উঠেছে, ওই সাক্ষাতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন এবং মানসিক নির্যাতন চালান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুরুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার কমিটির দুই সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরপর শুক্রবার রাতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।  কমিটিতে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য করা হয়েছে কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে।

আগামী ১০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ভিসির কাছে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হবে’- দৈনিক নয়াদিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রোড শোর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আইনিভাবে বিএনপি ব্যর্থ হয়ে এখন বেগম জিয়ার মুক্তির দাবিতে মায়া কান্না করছে। তিনি বলেন, খালেদা জিয়ার পছন্দ করা হাসপাতালেই চিকিৎসা চলছে। তারা বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চান সে ব্যাপারেও সরকারের কোনো আপত্তি নেই। সরকারই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে। তিনি সে সুযোগ নিয়েছেনও।

​আতঙ্কিত নয়, ওমিক্রনের ব্যাপারে সাবধান হতে হবে: ডব্লিউএইচও-দৈনিক যায়যায় দিন

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সাবধান হতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৩ ডিসেম্বর) একটি সম্মেলনে বক্তৃতাকালে এমন বার্তা দিয়ে সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, বর্তমান পরিস্থিতি এক বছর আগের তুলনায় অনেক আলাদা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তাদের কাছে থাকা তথ্যমতে এখন পর্যন্ত প্রায় ৪০টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। তবে এটি এখনো স্পষ্ট নয় যে উচ্চ পরিবর্তিত এই ভ্যারিয়েন্টটি আসলে কতটা মারাত্মক এবং এটি ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরও সংক্রমিত করতে সক্ষম কি না।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের তৈরি প্রাথমিক এক প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন কোভিড-১৯ প্রতিরোধী শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিশেষজ্ঞরা এও বলেছেন যে, তাদের এই প্রতিবেদনের তথ্য চূড়ান্ত নয়।

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ড. স্বামীনাথন রয়টার্সকে বলেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টটি উচ্চ সংক্রমণশীল। এটি বিশ্বের সবচেয়ে দাপুটে ধরন হতে যাচ্ছে। তবে এটি এখনই নিশ্চিত করে বলা মুশকিল। কারণ বর্তমানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টটি প্রায় বিশ্বের ৯৯ শতাংশ সংক্রমণ ঘটাচ্ছে।

এদিকে, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। এ নিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ম্যানিলা থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় প্রত্যেকটি দেশ ও সম্প্রদায়কে অবশ্যই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ওমিক্রন মোকাবিলায় শুধু সীমান্ত সম্পর্কিত পদক্ষেপের ওপর নির্ভর করা উচিত হবে না। দ্রুত সংক্রমণশীল এ ধরন ঠেকাতে প্রস্তুতির বিকল্প নেই। ওমিক্রন সম্পর্কে পাওয়া তথ্যানুযায়ী, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারছি না। প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য সংশ্লিষ্ট সক্ষমতা বাড়ানো ও টিকা কর্মসূচি ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় গত ৯ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর থেকে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনার নতুন এই ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ এক বিবৃতিতে বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েকদিনের মধ্যে হয়তো জানা সম্ভব হবে।

লাশ গুনতে গুনতে ক্লান্ত’, ওমিক্রন আতঙ্কের বার্তা লিখে স্ত্রী-সন্তানদের খুন চিকিৎসকের -আনন্দবাজার পত্রিকা

লাশ গুনতে গুনতে তিনি ক্লান্ত। করোনা সংক্রমণ থেকে স্ত্রী, সন্তানদের ‘বাঁচাতে’ তাই তাঁদের খুন করলেন ওমিক্রন আতঙ্কে ত্রস্ত এক চিকিৎসক। খুন করার আগে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছিলেন, ‘লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত। ওমিক্রনের সংক্রমণ থেকে কেউ রেহাই পাবে না। এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, তাই ওদের মুক্তি দিচ্ছি।’উত্তরপ্রদশের কানপুরের এই চিকিৎসকের এমন কাণ্ডে শিউরে উঠেছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী, সন্তানদের খুন করার পরই ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন চিকিৎসক। চিকিৎসকের এ ধরনের বার্তা পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁর ভাই। তিনি গিয়ে দেখেন একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বৌদি। অন্য ঘরে ভাইপো-ভাইঝি। এর পরই তিনি পুলিশে খবর দেন।

বাড়ল ‌উদ্বেগ!‌ দেশে তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিশ–আজকাল

দেশে মিলল তৃতীয় ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির হদিশ। জানা গিয়েছে, দু’‌দিন আগে জিম্বাবোয়ে থেকে গুজরাটের জামনগরে আসেন ওই ব্যক্তি। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয় পুনের একটি ল্যাবে। তারপরই জানা যায়, নয়া এই ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত ওই ব্যক্তি। 

এদিকে উত্তরপ্রদেশের মিরাটে আসা ৩০০ জন বাইরে তাকা আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ভুয়ো তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে সাত জন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে বলে খবর। যা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

এদিকে ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। যা গতকালের থেকে বেশ খানিকটা বেশি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন। আর দেশে তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় উদ্বেগ আরও বাড়ছে। 

আগামী দশক উত্তরাখণ্ডের’, নির্বাচনের আগেই ‘কল্পতরু’ মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন

আগামী বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে (Uttarakhand) নির্বাচন। তার ঠিক আগেই রাজ্যে ‘কল্পতরু’ হয়ে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার তিনি একাধিক প্রকল্প মিলিয়ে মোট ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থান করলেন। যার মধ্যে অন্যতম দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডর। যা তৈরি করতেই খরচ পড়বে ৮ হাজার ৩০০ কোটি টাকা। সেই সঙ্গে ক্ষমতায় থাকাকালীন যে কংগ্রেস যে রাজ্যের উন্নয়নের জন্য বিশেষ কিছুই করেনি, সেই খোঁচাও দিতে দেখা গেল মোদিকে।

এদিনে সভায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”২০০৭ থেকে ২০১৪, এই সময়কালের কেন্দ্রীয় সরকার সব জাতীয় সড়কের মাত্র ২৮৮ কিমি তৈরি করেছিল ৬০০ কোটি টাকা খরচ করে। সেখানে আমাদের সরকার ৭ বছরে উত্তরাখণ্ডে ২ হাজার কিমির বেশি জাতীয় সড়কের অংশ নির্মাণ করেছে ১২ হাজার কোটি টাকা খরচ করে।”

এদিন দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে রাজ্যে বিজেপির প্রচারও শুরু হল এই সভা থেকে। জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”এই সব প্রকল্পগুলি থেকে উত্তরাখণ্ড আগামী বহু বছর ধরে লাভবান হবে। আগামী দশক উত্তরাখণ্ডের। গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।”

পার্সটুডে/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ