ডিসেম্বর ১৮, ২০২১ ১৫:৩৬ Asia/Dhaka
  • আলোর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন’: বৃটেনে আক্রান্তের নতুন রেকর্ড

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • স্বাস্থ্যমন্ত্রী জানালেন-ষাটোর্ধ্ব ও সম্মুখসারির করোনাযোদ্ধারা পাবেন বুস্টার ডোজ-দৈনিক কালেরকণ্ঠ
  • দ্বিপক্ষীয় বাণিজ্যনতুন সম্ভাবনা উজবেকিস্তানে-প্রথম আলো

  • আলোর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন’: বৃটেনে আক্রান্তের নতুন রেকর্ড- দৈনিক মানবজমিন
  • নিউজিল্যান্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ, বিসিবিতে জরুরি বৈঠক’-দৈনিক ইত্তেফাক
  • এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি: জিএম কাদের- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • রাজ্যপালের নিশানায় এ বার ‘মা’ প্রকল্প, অসাংবিধানিক ভাবে অর্থ বরাদ্দের অভিযোগ -আনন্দবাজার পত্রিকা
  • শত্রু দেশকে কড়া বার্তা, ‘Agni Prime’ আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়- প্রতিদিন
  • কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ ডিভিশন বেঞ্চের, সুপ্রিমকোর্টে বিজেপি, গ্রহণ আবেদন  –আজকাল

দ্বিপক্ষীয় বাণিজ্যনতুন সম্ভাবনা উজবেকিস্তানে-প্রথম আলো

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উজবেকিস্তানকে নতুন সম্ভাবনার দেশ হিসেবে দেখছে বাংলাদেশ। মধ্য এশিয়ার এই দেশটিতে পাট ও পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকার কথা বলছেন সরকার ও ব্যবসায়ীরা। অথচ বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বছরে মাত্র ২০০ কোটি টাকার সমপরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে।

দেশটির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাধা কোথায় তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে টানা বৈঠক শুরু করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন অংশীজন সূত্রে জানা গেছে, উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেজন্য উভয় দেশের ব্যবসায়ীদের এখন দুবাই কিংবা ইস্তাম্বুল হয়ে আসা–যাওয়া করতে হয়। এতে সময় লাগে বেশি। তা ছাড়া বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস নেই। বাংলাদেশের কেউ উজবেকিস্তান যেতে চাইলে দিল্লিতে গিয়ে সেই দেশের দূতাবাসে যোগাযোগ করতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি নানা ধরনের সমস্যায়ও পড়তে হয় ব্যবসায়ীদের।

স্বাস্থ্যমন্ত্রী জানালেন-ষাটোর্ধ্ব ও সম্মুখসারির করোনাযোদ্ধারা পাবেন বুস্টার ডোজ-দৈনিক কালেরকণ্ঠ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীকাল রবিবার (১৯ ডিসেম্বর) সকালে মহাখালীর বিপিসিএস ভবনে করোনা টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। টিকার বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্বরা এবং সম্মুখ সারির করোনাযোদ্ধারা।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যারা ৯ মাস কিংবা ১ বছর আগে করোনার ২টি ডোজ নিয়েছেন- তারা এই টিকা পাবেন। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হবে।

এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি: জিএম কাদের- যুগান্তর

বিজয়ের ৫০ বছর পূর্ণ হলেও এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, দুই লক্ষ লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি? মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তিতে শনিবার ঢাকার জুরাইন রেল গেটে জাতীয় পার্টির এক সমাবেশে বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কি দেখছি, পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্য কি শেষ হয়েছে? আমাদের দেশের বৈষম্য দূর হয় নাই।

নিউজিল্যান্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ, বিসিবিতে জরুরি বৈঠক’-দৈনিক ইত্তেফাক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত গতকাল (১৭ ডিসেম্বর) করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এটা নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, সিরিজ নিয়ে নতুন করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে বিসিবি। সে জন্য বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অসন্তুষ্ট হওয়ার মূল কারণ, বাংলাদেশ দলের সফরসূচি যেভাবে করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না। করোনার অজুহাত দিয়ে ক্রিকেটারদের মাঠে নামতে দিচ্ছে না নিউজিল্যান্ড সরকার।

আলোর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন’: বৃটেনে আক্রান্তের নতুন রেকর্ড- দৈনিক মানবজমিন

আলোর গতিতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স। পাশাপাশি তিনি বলেছেন, আগামী বছরের শুরুতে দেশজুড়ে আধিক্য দেখা দেবে এই ভ্যারিয়েন্টের। বৃটেন থেকে যেসব ভ্রমণকারী প্রবেশ করবেন ফ্রান্সে তাদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ দেয়ার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার তিনি এ কথা বলেন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে বৃটেন। শুক্রবার একদিনে সেখানে ওমিক্রন আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৫ হাজার মানুষ।অন্যদিকে ইউরোপ জুড়ে নতুন সংক্রমণ ঢেউ সৃষ্টি করছে ওমিক্রন-এ সতর্কতা দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ভ্রমণ বিধি-নিষেধ ঘোষণা করেছে জার্মানি, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। এসব দেশের সরকার করোনা সংক্রমনের গতিকে স্তিমিত করার জন্য এসব পদক্ষেপ নিয়েছে।জার্মানিতে শুক্রবার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার। এ অবস্থায় জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটোরব্যাচ সাংবাদিকদের বলেছেন, জার্মানি মুখোমুখি হয়নি এমন এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে পুরো দেশকে।

রাজ্যপালের নিশানায় এ বার ‘মা’ প্রকল্প, অসাংবিধানিক ভাবে অর্থ বরাদ্দের অভিযোগ -আনন্দবাজার পত্রিকা

এ বার রাজ্য সরকারের ‘মা’ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকারের কাছে প্রকল্পের খরচ সংক্রান্ত হিসেব এবং নথি তলব করেছেন তিনি। শনিবার এ বিষয়ে টুইট করে সে কথা জানিয়েছেন রাজ্যপাল। লিখেছেন, ‘অসাংবিধানিক ভাবে ‘মা’ প্রকল্পের তহবিলে অর্থ স্থানান্তর নজরে আসায় রাজ্যপাল ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত খরচের হিসেব চেয়েছেন অর্থসচিবের কাছে।’

রাজ্যপালের দাবি, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) বক্তৃতায় ‘মা’ প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন ১ এপ্রিল থেকে তা চালু হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারির মধ্যপর্বেই তা চালু করে দেন। আগাম চালু করা ওই প্রকল্পে অসাংবিধানিক ভাবে অর্থ বরাদ্দ করা হয়েছিল বলে তাঁর অভিযোগ।

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ ডিভিশন বেঞ্চের, সুপ্রিমকোর্টে বিজেপি, গ্রহণ আবেদন  –আজকাল

সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বিজেপির আবেদন খারিজ হয়েছে।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ হাইকোর্টের দুই বেঞ্চের। আর এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করল বিজেপি। জানা গিয়েছে, সেই আবেদন গ্রহণও করেছে শীর্ষ আদালত। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হবে। আজই সওয়াল জবাব হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। শুক্রবার শুনানির পর বলা হয় রাতে কিংবা শনিবার রায় হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে। সেই মতো শুক্রবার রাতেই রায় দেয় আদালত। সেখানেই জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্য পুলিশ দিয়েই কলকাতার পুরভোট হোক। বিচারপতি জানিয়ে দেন, এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি নেই। কমিশন সম্পূর্ণ নিজের দায়িত্বে নির্বাচন পরিচালনা করবে। রাজ্য প্রশাসন কমিশনকে সাহায্য করবে। যদি কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে তাহলে যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁদের ওপশত্রু দেশকে কড়া বার্তা, ‘Agni Prime’ আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়- প্রতিদিনশত্রু দেশকে কড়া বার্তা, ‘Agni Prime’ আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়- প্রতিদিনরেই সমস্ত দায় বর্তাবে। এছাড়াও নির্বাচনের পর কমিশনকে বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করতে হবে। তবে হাইকোর্টে মামলাটির নিষ্পত্তি করা হয়নি। ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিমকোর্টে গেল গেরুয়া শিবির। ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তার আগেও বাহিনী নিয়ে তরজা চলছেই।

শত্রু দেশকে কড়া বার্তা, ‘Agni Prime’ আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়- প্রতিদিন

প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ ভারতের। দেশের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের নয়া মিসাইল ‘Agni Prime’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত (India)। এবছরের ২৮ জুনও এই মিসাইলের সফল পরীক্ষা করেছিল ভারত।

জানা গিয়েছে, শনিবার ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম ‘অগ্নি প্রাইম’। নতুন প্রজন্মের হওয়ার দরুন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি। ফলে অগ্নি-৩-এর থেকে এর ওজন ৫০ শতাংশ কম।

ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে মিসাইলটি ছোঁড়া যাবে। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অস্ত্রটি। সব মিলিয়ে প্রতিরক্ষা গবেষণায় ভারতের জন্য নতুন মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে অগ্নি প্রাইমকে। অগ্নি প্রাইম মিসাইলে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যার ফলে নিখুঁত ভাবে নিশানায় লক্ষ্যভেদে সক্ষম এটি।

 

পার্সটুডে/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।