ডিসেম্বর ২৪, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka
  • লঞ্চে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • লঞ্চে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক-দৈনিক নয়াদিগন্ত

  • লঞ্চের আগুনে হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর গভীর শোক-দৈনিক কালেরকণ্ঠ
  • কোনো উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

  • এই সংলাপ ধোঁকাবাজি: চরমোনাই পীর- দৈনিক মানবজমিন
  • সড়ক দুর্ঘটনায় এককভাবে চালকরা দায়ী নয়: শাজাহান খান-দৈনিক ইত্তেফাক
  • লঞ্চে আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ করে টাকা দেওয়া হবে বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • নোটের পাহাড় উদ্ধার ব্যবসায়ীর বাড়িতে, উদ্ধার প্রায় ১৫০ কোটি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মেরে পাস বহেন হ্যায়’, মহিলা কম্যান্ডোদের হাতে নিরাপত্তার দায়িত্ব যাওয়ায় খুশি প্রিয়াঙ্কা- প্রতিদিন
  • কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পাঞ্জাব!‌ ভোটের আগে উদ্বেগ গোয়েন্দা রিপোর্টে​​​​–আজকাল

লঞ্চে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক-দৈনিক নয়াদিগন্ত

ঢাকা-বরগুনা নৌরুটে বরগুনাগামী ঝালকাঠির সুগন্ধা নদীতে ছেড়ে আসা লঞ্চ অভিযান-১০-এর ইঞ্জিনরুম থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। শুক্রবার বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তবে এখন অর্ধশতাধিক নিখোজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

এ সময় ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, এ পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছেন। আমাদের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। পুরো লঞ্চটি পুড়ে গেছে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

লঞ্চের আগুনে হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর গভীর শোক-দৈনিক কালেরকণ্ঠ

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে মালদ্বীপ সফররত শেখ হাসিনা এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জ‌নের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে অন্তত ৭০ জন ভ‌র্তি হ‌য়ে‌ছেন। ঝালকাঠি জেলা প্রশাসন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে। 

কোনো উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। তবে এখানে মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা ঘটে যায়। কিন্তু এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। কোনো উসকানি দিয়ে লাভ হবে না। আজ শুক্রবার রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এ দেশ সবার। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোনো শক্তি বাংলাদেশকে এ জায়গা থেকে সরাতে পারবে না। সবাই এখানে বাংলাদেশি। মন্ত্রী সম্মেলনের সফলতা কামনা করেন।

এই সংলাপ ধোঁকাবাজি: চরমোনাই পীর- দৈনিক মানবজমিন

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। আর সংলাপকে ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই।শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, গত জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তখন বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীলদের ডাকা হয়েছিল। প্রেসিডেন্ট নিরপক্ষ তাই আমরা তার ডাকা সংলাপে অংশ নিয়েছিলাম। আমরা সেখানে প্রস্তাব রেখেছিলাম। কিন্তু আমার দুঃখ হয়, কষ্ট হয়, সংলাপের নামে তামাশা দেখানোর জন্য আমাদেরকে সেখানে ডেকে অপমানিত করবে, লজ্জা দিবেন, রাস্তার খড় কুটার মতো মনে করবেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্টের কাছ আমরা সেটা কখনো মেনে নিতে পারিনি।

লঞ্চে আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ করে টাকা দেওয়া হবে বাংলাদেশ প্রতিদিন

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন প্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘নিহতের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়া হবে। পরবর্তীতে প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আহত-দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।’ শুক্রবার আগুনে পুড়া লঞ্চ ও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, একজন যুগ্ম সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় এককভাবে চালকরা দায়ী নয়: শাজাহান খান-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভাররা দায়ী নন। রাস্তার মাঝখান দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাবেন, একটা গাড়ি হঠাৎ এসে নিয়ন্ত্রণ করতে না পারলে ড্রাইভারের দোষ—এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে।  শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আকাশ-সড়ক-রেল-নৌপথে দুর্ঘটনার সংখ্যা, কারণ ও প্রতিকার’ শীর্ষক এক সভায় শাজাহান খান এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, শুধু গাড়িচালকদের ওপরে আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। দুর্ঘটনা কমানোর জন্য জনসচেতনতা দরকার। রাস্তা দিয়ে পারাপারের সময় মুঠোফোনে কথা না বলা, যত্রতত্র পারাপার না হওয়া এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।

নোটের পাহাড় উদ্ধার ব্যবসায়ীর বাড়িতে, উদ্ধার প্রায় ১৫০ কোটি-দৈনিক আনন্দবাজার পত্রিকা

যে দিকে তাকানো যায়, সে দিকেই টাকার নোট! পীযূষ জৈন নামে কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার করেছে আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তাঁর একাধিক সংস্থায়। কানপুরের আয়কর বিভাগ যে ছবি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আধিকারিকেরা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।

অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। যে নোট রাখা হয়েছে ছোটছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা। আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পাঞ্জাব!‌ ভোটের আগে উদ্বেগ গোয়েন্দা রিপোর্টে​​​​–আজকাল

আগ্নেয়গিরির ওপর বসে রয়েছে পাঞ্জাব।

পরিস্থিতি কাশ্মীরের থেকেই খারাপ। রিপোর্ট দিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় গোয়েন্দারা। সতর্ক থাকতে বলল রাজ্য পুলিশকে। এমনকী সোশাল মিডিয়াতেও নজরদারি চালাতে বলল তারা। গত কয়েক দিন ধরে বারবার শিরোনামে এসেছে পাঞ্জাব। অমৃতসরের স্বর্ণমন্দির, কাপুরথালার গুরুদ্বারে ধর্মীয় অবমাননার অভিযোগে দু’‌জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই নিয়ে উত্তাপ ছড়িয়েছে পাঞ্জাবে। তার আগে পাঞ্জাব সীমান্তে বারবার দেখা গিয়েছে ড্রোন। পড়শি দেশ থেকেই এসেছে সেই সব ড্রোন বলে মত গোয়েন্দাদের। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন এখানেই শেষ নয়। সতর্ক না হলে ভোটের আগে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি।এক গোয়েন্দা অফিসার জানিয়েছেন, পাঞ্জাব পুলিশকে বেশ কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা রাজ্যের গোয়েন্দা দপ্তর এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। ওই অফিসার জানালেন, ‘‌রাজ্য পুলিশ কর্তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। নাশকতা নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সোশাল মিডিয়াতেও নজরদারি চালাতে বলা হয়েছে, যাতে সংবেদনশীন বার্তা রটানো না হয়। বর্তমানে পাঞ্জাব কাশ্মীরের থেকেও বেশি ভয়ঙ্কর।’‌  ওই অফিসারের কথায়, গত কয়েক মাস ধরে পাঞ্জাব সীমান্তের কাছে প্রচুর ড্রোন উড়তে দেখা গিয়েছে। ওই ড্রোনে করেই বিস্ফোরক পাঠানো হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। সেই বিস্ফোরক দিয়ে ভোটের আগে রাজ্যে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে সন্ত্রাসবাদীরা। গতকালই লুধিয়ানার আদালতে বিস্ফোরণ হয়েছে। মারা গিয়েছেন দু’‌জন। এ রকম নাশকতার ঘটনা আরও ঘটতে পারে বলে ভয় গোয়েন্দাদের। 

মেরে পাস বহেন হ্যায়’, মহিলা কম্যান্ডোদের হাতে নিরাপত্তার দায়িত্ব যাওয়ায় খুশি প্রিয়াঙ্কা- প্রতিদিন

উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে তাঁর নেতৃত্বেই কংগ্রেস স্লোগান দিয়েছে, ‘লড়কি হু, লড় সকতি হু।’ এই স্লোগান সম্বলিত ব্যাচ সবসময়ই দেখা যাচ্ছে তাঁর পোশাকে। সেই প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে সিআরপিএফের মহিলা কমান্ডোদের। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়ির নিরাপত্তার দায়িত্বেও থাকবেন মহিলা সিআরপিএফের প্রথম ব্যাজের ৩২ কমান্ডো। এই বিষয়ে তাঁর যে কোনও আপত্তি নেই, উলটে বেশ খুশি, বৃহস্পতিবার সংবাদ প্রতিদিন-কে সেই কথা জানালেন প্রিয়াঙ্কা গান্ধী স্বয়ং।

দেশের বৃহত্তম রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যে কয়েকটি ইস্যুতে জোর দিয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh Election) দায়িত্বে থাকা কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার মধ্যে প্রায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে নারী ক্ষমতায়ন। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা ঘোষণা করেছেন আসন্ন নির্বাচনে কংগ্রেস ৪০ শতাংশ কেন্দ্রে টিকিট দেবে মহিলাদের। এমনকী, ক্ষমতায় এলে রাজ্য সরকারের চাকরিতেও মহিলাদের ৪০ শতাংশ সংরক্ষণ করার ঘোষণা করা হয়েছে। দ্বাদশ ও স্নাতকস্তরে উত্তীর্ন ছাত্রীদের স্মার্টফোন ও স্কুটি দেওয়ার ঘোষণাও হয়েছে। সম্প্রতি বিখ্যাত হিন্দি ছবি দিওয়ারে শশি কাপুরের সংলাপ ধার করে বলেছেন, ‘মেরে পাস বহেন হ্যায় (আমার সঙ্গে বোনেরা আছে)।’ এবার তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে মহিলা কমান্ডো।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ