ফেব্রুয়ারি ০৯, ২০২২ ২০:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ভিক্ষা করে সরকারি সংস্থা চলতে পারে না, পানির দাম বাড়ানো প্রসঙ্গে ওয়াসা এমডি-প্রথম আলো
  • ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা পেলেন খালেদা জিয়া -মানবজমিন
  • হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় প্রকাশ -ইত্তেফাক
  •  আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন: জাফরুল্লাহ -যুগান্তর
  • জনগণ কখনো ভুল করে না, এটা হলো বাস্তবতা: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • লাভ জিহাদে ১০ বছরের জেল, উত্তরপ্রদেশের ইস্তাহারে মেরুকরণই ভরসা বিজেপির! ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
  • এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে! মুখ খুললেন মুসকান-আনন্দবাজার পত্রিকা
  • কর্নাটকের আঁচ মধ্যপ্রদেশ, পুদুচেরিতেও, ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তুললেন মন্ত্রীই-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত: 

ভিক্ষা করে সরকারি সংস্থা চলতে পারে না, পানির দাম বাড়ানো প্রসঙ্গে ওয়াসা এমডি-প্রথম আলো

পানির দাম আরেক দফা বাড়ানোর বিষয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে, পানির উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে অনেক ব্যবধান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দাবি অনুযায়ী, বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানিতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে ১০ টাকা। তিনি বলেন, সরকারের কাছ থেকে ভিক্ষা নিয়ে কোনো সংস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে না।গত সোমবার ওয়াসার বোর্ড সভায় পানির দাম বাড়ানোর প্রস্তাব দেয় ওয়াসা কর্তৃপক্ষ।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান তাঁর দীর্ঘ বক্তব্যে পানির দাম বাড়ানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন। তিনি জানান, ঢাকা ওয়াসা পানির দাম বর্তমান মূল্যের চেয়ে কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায়। তবে তিনি পুরো বিষয়টিকে পানির দাম বাড়ানোর বদলে ‘উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজারমূল্যের সমন্বয়’ বলে উল্লেখ করেন।

‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা পেলেন খালেদা জিয়া-মানবজমিন

গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন, এসব কারণে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় প্রকাশ-ইত্তেফাক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) এ রায় প্রকাশ করা হয়। গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।

আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন: জাফরুল্লাহ-যুগান্তর

সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ১৭টি প্রদেশে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। জাফরুল্লাহ বলেন, ‘জাতীয় সরকার, সর্বদলীয় সরকার কিংবা নির্দলীয় সরকার যেটাই করুন না কেন, অন্ততপক্ষে তাদের দুবছর সময় দিতে হবে। তাহলে সংবিধানের যেসব ত্রুটিগুলো আছে সেগুলোর পরিবর্তন হবে। তবে মূল কথা হচ্ছে যে, এত কেন্দ্রিকতা দিয়ে আসলে দেশ চলতে পারে না। ১৮ কোটি মানুষের বাংলাদেশ, এটাকে অন্তত ১৭টি প্রদেশে বিভক্ত করতে হবে। তাহলে শত ফুল ফুটবে।’তিনি বলেন, ‘আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন। কোনো প্রদেশের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলবে আমরা শিক্ষার দিকে নজর দিব, কেউ বলবে আমরা কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করব।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে! মুখ খুললেন মুসকান-আনন্দবাজার পত্রিকা

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হচ্ছে। ছাত্রীটি পাল্টা ‘আল্লা হু আকবর’ স্লোগান দিচ্ছে।

কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে তোলা বলে দাবি করা একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হিজাব পরিহিত এক জন পড়ুয়াকে ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল যুবক। তাদের প্রত্যেকের গলায় বা কাঁধে গৈরিক উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত পড়ুয়া পাল্টা ‘আল্লা হু আকবর’ স্লোগান দিচ্ছে। জানা যাচ্ছে, প্রি-ইউনিভার্সিটি কলেজের ওই ছাত্রীর নাম মুসকান। এই ঘটনার সম্বন্ধে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। কোন সাহসে অত মানুষ তাঁকে ঘিরে ফেলা সত্ত্বেও গুটিয়ে না গিয়ে পাল্টা স্লোগান দিলেন, জানালেন সেই রহস্যও। সংবাদ সংস্থাকে মুসকান বলেন, ‘‘আমি যখন কলেজে ঢুকছিলাম, তখন বাধা দেওয়া হয়। জিজ্ঞেস করা হয়, আমি কেন বোরখা পরে এসেছি? কিন্তু আমি এ সব নিয়ে মোটেও চিন্তিত নই।’পড়াশোনা করাই তাঁর অগ্রাধিকার। তাঁর কথায়, ‘‘ওঁরা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায়, এক টুকরো কাপড়ের জন্য!’’

স্কুল-কলেজে হিজাব পরে আসা যাবে না, এই দাবিতে গত কয়েক দিন ধরে পথে নেমেছে কর্নাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো।মুসকান বলেন, ‘‘গত সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে। আমি বরাবরই বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত। ক্লাসে বোরখা খুলে হিজাব পরে নিই। হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গিয়েছে। কলেজের প্রিন্সিপালও কোনও দিন কিছু বলেননি। বহিরাগতরা এটা শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রিন্সিপাল আমাদের বোরখা আনতে মানা করেছেন। কিন্তু হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ জারি থাকবে।’’

লাভ জিহাদে ১০ বছরের জেল, উত্তরপ্রদেশের ইস্তাহারে মেরুকরণই ভরসা বিজেপির! ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের-সংবাদ প্রতিদিন

আপাতত পাখির চোখ উত্তরপ্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ঘাঁটি তৈরি করে ফেলতে পারলেই ২০২৪ সালের লোকসভা ভোটে অনেকটা এগিয়ে থাকা যাবে। সেই আশাতেই বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস-সব দলই ঝাঁপিয়ে পড়েছে। তবে মঙ্গলবার উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী ইস্তাহারে যেভাবে ‘লাভ জিহাদ’কে (Love Jihad) বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা থেকে স্পষ্ট যে, উন্নয়ন নয়, ধর্মীয় মেরুকরণের রাজনীতিই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে, কংগ্রেস সবস্তরের মানুষের চাহিদা পূরণের অলীক স্বপ্ন দেখাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর কংগ্রেস।লাভ জিহাদ রুখতে গত বছর নভেম্বরে একটি আইন পাশ করে যোগী সরকার। লখনউয়ে এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ‘লোক কল্যাণ সংকল্প পত্র’ নামে ইস্তাহার প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, লাভ জিহাদের অভিযোগ প্রমাণিত হলে দোষীকে ১০ বছরের জেল এবং সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। অর্থাৎ ভালবাসায় ধর্মের ভিত্তিতে বিচার করে রাজনীতি চলবে উত্তরপ্রদেশে।

তবে কৃষি বিল নিয়ে ধাক্কা খাওয়ার পর কৃষকদের জন্য বিজেপির (BJP) ইস্তাহারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।তবে বিজেপি একা নয়, কৃষকদের মন পেতে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। বুধবার উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। কংগ্রেসের ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করে দেবে সরকার। প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি ক্ষমতায় ফিরলে কংগ্রেস উত্তরপ্রদেশে ২০ লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করবে। এর মধ্যে ১২ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এবং ৮ লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে।

‘বিজেপিতে দমবন্ধ, তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু’, কুণাল ঘোষের দাবি ঘিরে শোরগোল-সংবাদ প্রতিদিন

বিজেপি ছেড়ে নাকি তৃণমূলে ফিরতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর এই দাবি ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শোরগোল। কুণালবাবুর দাবি, “বিজেপিতে (BJP) দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর। কাঁথি পুরসভায় অধিকারী পরিবারকে সাইনবোর্ড করে দিয়েছে বিজেপি। তাই এবার তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু।”

বুধবার সাংবাদিক সম্মেলন করে আসন্ন পুরভোটে বিজেপির পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই সময়ই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তৃণমূলে ফেরার প্রসঙ্গটি তোলেন তিনি। বলেন, “সবাই জানেন, বিজেপিকে ভালবেসে দলবদল করেননি শুভেন্দু। গিয়েছিলেন ইডি-সিবিআইয়ের ভয়ে। ওখানে এখন দমবন্ধ হয়ে আসছে তাঁর। তাই এখানে ফিরতে চাইছেন।” উল্লেখ্য, এদিন বিধাননগর পুরভোটের প্রচারে এসে বিজেপি ছেড়ে আসা সব্যসাচী দত্তকে পাশে নিয়েও একই কথা বলেছেন কুণাল ঘোষ। একইসঙ্গে জানিয়ে দিয়েছিলেন, “ফিরতে চাইলেও ফেরানো হবে না।”

কর্নাটকের আঁচ মধ্যপ্রদেশ, পুদুচেরিতেও, ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তুললেন মন্ত্রীই-আজকাল

ছাত্রীরা কেন হিজাব পরে ক্লাসে আসবে? কেন মানবে না পোশাকবিধি? সেই নিয়ে তুমুল হইচই কর্নাটকে। আদালতে মামলা উঠেছে। অশান্তি এড়াতে রাজ্যে তিন দিনের জন্য স্কুল, কলেজ বন্ধ রেখেছে বাসবরাজ বোম্মাইয়ের সরকার। এই ঘটনার আঁচ এবার এসে পড়ল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং পুদুচেরিতেও। সেখানেও ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি উঠেছে। 

মধ্যপ্রদেশের মন্ত্রী ‘শৃঙ্খলা’র কথা বলেছেন। ‘অভিন্ন পোশাক বিধি’ নিয়ে সওয়াল করেছেন। এদিকে পুদুচেরির আরিয়ানকুপ্পামের এক স্কুলে ছাত্রীদের হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আঙুল উঠেছে এক শিক্ষকের দিকে। সেই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯

ট্যাগ