কথাবার্তা
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- রুশ মারতে রণক্ষেত্রে কিশোররাও- যুগান্তর
- পুতিনকে যুদ্ধ বন্ধের অনুরোধ ইউক্রেনে বন্দী রুশ পাইলটের, ‘আমরা যুদ্ধে হেরে গেছি’-মানবজমিন
- 'বাবারে তুমি কাফনের কাপড় কেন পরলা' -ইত্তেফাক
- করোনার মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও বিদায় নেবে: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো
- চীনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র-কালের কণ্ঠ
- মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে : মির্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- আসানসোলে পদ্মের পর্যবেক্ষক শুভেন্দু, বাবুলের বিরুদ্ধে প্রার্থী ইন্দ্রনীল খাঁ!-আনন্দবাজার পত্রিকা
- গান্ধী পরিবার নেতৃত্ব ছাড়তে চাইলেও ক্ষমতা রয়ে গেল সেই ১০ জনপথেই - আজকাল
- আনিস হত্যাকাণ্ড: তদন্তে গতি আনতে আইনি নির্দেশ, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট-সংবাদ প্রতিদিন
করোনার মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও বিদায় নেবে: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো
সরকার যেভাবে সফলতার সঙ্গে করোনাভাইরাসের মোকাবিলা করেছে, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। আমরা ট্রাকে করে এলাকায় এলাকায় নিত্যপ্রয়োজনীয় মালামাল সাশ্রয়ী দামে পৌঁছে দেব।’
আজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
চীনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র-কালের কণ্ঠ
রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে। ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এফটি বলেছে, মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক উপকরণ সরবরাহ করুক।
এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনো সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ হুঁশিয়ারি দিয়েছেন। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই বলেছেন, আমি কখনোই এরকম কিছু শুনিনি। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের গঠনমূলক উদ্যোগকে আমরা উৎসাহিত এবং সমর্থন করছি।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে- আগ্রাসন চালানোর আগে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে বেইজিং জানতো। তবে মস্কোর বিস্তারিত পরিকল্পনা বেইজিং বুঝে উঠতে পারেনি বলেও মনে করেন তিনি।
রুশ মারতে রণক্ষেত্রে কিশোররাও- যুগান্তর
বয়স বেশি নয়। অধিকাংশই কিশোর বয়সের শেষদিকে। কোনো কোনো অস্ত্রের ভার সইতেও কষ্ট হয় অনেকেরই। ইউক্রেনের পক্ষে লড়াই করতে কিয়েভ কেন্দ্রে স্বেচ্ছাসেবকদের দলে নাম লিখিয়েছেন তারা। কেউ কেউ খুব বেশিদিন স্কুলে যেতে পারেননি। তিন দিনের প্রাথমিক প্রশিক্ষণের পরই যুদ্ধক্ষেত্রে শামিল হবেন তারা। রুশদের সঙ্গে যুদ্ধ করতে তর সইছে না তাদের। মুখিয়ে আছেন-কবে কিয়েভ আক্রমণ করবে রুশরা। স্বল্পপ্রশিক্ষণে যুদ্ধে যাওয়ার মতো ঝুঁকি নিচ্ছেন কিয়েভের এই কিশোর-যুবারা। স্বেচ্ছাসেবক সৈনিক হতে চাওয়া এমনই একজন ম্যাকসিম লুটসিক (১৯)। জীববিজ্ঞানের ছাত্র। মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে এই অল্প বয়সে যুদ্ধে যেতে ভয় করছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সৈনিক হব, যুদ্ধ করব। এ নিয়ে মোটেও বিচলিত নই।’
বাবারে তুমি কাফনের কাপড় কেন পরলা' -ইত্তেফাক
কথা ছিল এবার বিদেশ থেকে বাড়িতে এসে বিয়ে করবেন। বাবা-মায়ের জন্য সুন্দর করে বানাবেন বাড়ি। কিন্তু যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা সেখানে এখন চলছে লাশ দাফনের প্রস্তুতি। নৌ-প্রকৌশলী হাদিসুর রহমান ঠিকই বাড়িতে ফিরছেন, তবে লাশ হয়ে।
'ওরে হাদিসুররে তুমি কেন আমারে বললা যে আমি আইসা বিয়ে করবো। বিয়ের জন্য পাত্রী দেখে রাইখো। কেন বললা। তুমি কাফনের কাপড় কেন পরলা। এখন আমি কি বলে নিজেরে বুঝ দিমু, আরে বাবারে তুমি কেন, তুমি কেন আমারে এই কথা বললা।' বিলাপ করে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে বসে কথাগুলো বলছিলেন ইউক্রেনে নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের খালা মমতাজ বেগম। গত ২৮ ফেব্রুয়ারি তার সাথে কথা হয়েছিল হাদিসুরের।
পুতিনকে যুদ্ধ বন্ধের অনুরোধ ইউক্রেনে বন্দী রুশ পাইলটের, ‘আমরা যুদ্ধে হেরে গেছি’-মানবজমিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানালো তারই এক বিমান বাহিনীর পাইলট। শনিবার আকাশ থেকে তার বিমান ভূপাতিত করে ইউক্রেনের সেনারা। তবে এতে প্রানে বেঁচে যান লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম ক্রিশটপ। এরপরই এক ভিডিও বার্তায় তিনি পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের আহবান জানালেন। যদিও তিনি বর্তমানে ইউক্রেনের বাহিনীর হাতে বন্দী রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের চাপেই এই ভিডিও বার্তা দিয়েছেন ম্যাক্সিম।বৃটিশ গণমাধ্যম মিররের খবরে জানানো হয়েছে, বোম্বার বিমান নিয়ে ইউক্রেনে আক্রমণ করতে এসেছিলেন ওই রুশ পাইলট। শনিবার তার বিমান ধ্বংস করে তাকে বন্দী করে ইউক্রেনের সেনারা। এরপরই একটি ‘অপমানজনক’ ভিডিও করতে তাকে বাধ্য করা হয়।
মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে : মির্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের মতো নির্বাচন করার জন্য এ সরকার আর একটি নির্বাচন কমিশন গঠন করেছে। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার তারা রুখে দাঁড়াবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম যেমন বেড়েছে আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়।
আসানসোলে পদ্মের পর্যবেক্ষক শুভেন্দু, বাবুলের বিরুদ্ধে প্রার্থী ইন্দ্রনীল খাঁ!-আনন্দবাজার পত্রিকা
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এরা চারজনই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী নেতা। তবে এই চারটি নাম নয়, আমাদের তালিকায় আরও নাম আছে। খুব শীঘ্রই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই নাম পাঠানো হবে।”
আসানসোল এবং বালিগঞ্জ— দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে পরিচালন কমিটি ঘোষণা করল বিজেপি। আসানসোলের দায়িত্বে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁকে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোলে প্রার্থী হয়েছেন শ্ত্রুঘ্ন সিন্হা এবং বালিগঞ্জে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল প্রার্থী ঘোষণা করলেও বিজেপি এখনও ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। দুই কেন্দ্রে কাদের প্রার্থী করবেন বিজেপি নেতৃত্ব তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে আসানসোল কেন্দ্রের জন্য চারটি নাম আলোচনায় উঠে এসেছে বলে বিজেপি সূত্রে খবর। এই চার জন হলেন— জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, নির্মল কর্মকার এবং সুব্রত মিশ্র। তবে এঁদের মধ্যে নির্মলই দৌড়ে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে খবর।
গান্ধী পরিবার নেতৃত্ব ছাড়তে চাইলেও ক্ষমতা রয়ে গেল সেই ১০ জনপথেই - আজকাল
পাঁচ রাজ্যে ভরাডুবির পর পদেত্যাগ করতে পারে গান্ধী পরিবার, এনডিটিভি সহ একাধিক মিডিয়া এই খবর করায় চটেছিল কংগ্রেস। এই খবর ভুল, ক্ষতিকারক বলে টুইট করেছিলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরযেওয়ালা। কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে জানা গেল, সংবাদমাধ্যম ভুল কিছুই লেখেনি। পদত্যাগ করতেই চেয়েছিলেন গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া, প্রিয়াঙ্কা এবং রাহুল। যদিও শেষমেশ কিছুই হয়নি। সোনিয়া গান্ধীকে সামনে রেখেই পরবর্তী কর্মসূচি পরিকল্পনা করছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। এবার প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে সামনে রেখে মহা গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়েছিল কংগ্রেস। যা ফলাফল হয়েছে তাকে ভরাডুবি, শোচনীয় হার, বিপর্যয়; যেমন খুশি বিশেষণে ভূষিত করা যায়। ৪০৩ আসনের মধ্যে প্রিয়াঙ্কার দল পেয়েছে মাত্র ২টি আসন। কংগ্রেসের সবথেকে বড় শত্রুও এতটা অধঃপতন আশা করেনি।
আনিস হত্যাকাণ্ড: তদন্তে গতি আনতে আইনি নির্দেশ, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট-সংবাদ প্রতিদিন
আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder) তদন্তে সময় বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালতের তরফে একমাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে।
ছাত্রনেতা আনিসের মৃত্যুর কয়েকদিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিট (SIT)। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। তবে ১৭ দিনের মাথায় হাই কোর্টে রিপোর্ট পেশ করে তদন্তকারীরা। কিন্তু তখনই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদন খতিয়ে দেখে তদন্তের সময় বাড়াল হাই কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, একমাসের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্ত প্রক্রিয়া। এরপরও তদন্ত শেষ না হলে আদালত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারপতি।
পার্সটুডে/বাবুল আখতার/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।