এপ্রিল ১৫, ২০২২ ১৭:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রবাসীদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না: ইসি-ইত্তেফাক
  • মতামত-নাক ভেঙে কি বাঁধ ভাঙার প্রতিশোধ নেওয়া যায়-প্রথম আলো
  • রমনায় বোমা হামলা-মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার- মানবজমিন
  • পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই ক্লোজড- যুগান্তর
  • 'ঈদের আগেই বোনাস ও এপ্রিল মাসের বেতন দিতে হবে'-কালের কণ্ঠ
  • সাগরেই তলিয়ে গেল রাশিয়ার সেই যুদ্ধজাহাজ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ -আনন্দবাজার পত্রিকা
  • বেনাপোল বন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত ব্লিচিং পাউডার ভরতি পাঁচটি ট্রাক -দৈনিক সংবাদ প্রতিদিন
  • হাঁসখালি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের বাড়ির পেছন থেকে উদ্ধার মোবাইল ফোন –আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

  • পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই ক্লোজড-যুগান্তর

লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই হালিমকে ক্লোজড করা হযেছে। শুক্রবার তাকে ক্লোজড পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

'ঈদের আগেই বোনাস ও এপ্রিল মাসের বেতন দিতে হবে'-কালের কণ্ঠ

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

ঈদের ছুটির আগেই সব বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের নেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে মহার্ঘ ভাতা প্রদান, নিত্যপণ্যের রেশন ব্যবস্থা এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

মতামত-নাক ভেঙে কি বাঁধ ভাঙার প্রতিশোধ নেওয়া যায়- গওহার নঈম ওয়ারা তার কলামে লিখেছেন, হাওরের শান্ত, গানপ্রিয় মানুষ এখন জ্বলছে। এই ধান রক্ষা করতে না পারলে তাদের মান থাকবে না। ঋণ করে সর্বস্ব দিয়ে যে ধানের স্বপ্ন কৃষক দেখেছিলেন, তা পূরণ না হলে তাকে দেশান্তরি হতে হবে। ২০১৭ সালের ঘা এখনো শোকায়নি, তারপর শুরু হয়েছে বাইশের বাঁধ ভাঙার পালা। দেশে সাতটি হাওর জেলার ৩৭৩টি হাওরের বাঁধের অবস্থা কমবেশি একই রকম। ঢল নামলে রক্ষা থাকবে না। হাওরের ফসলের ক্ষতির আগুন পৌঁছে যায় দূরদূরান্তের জেলাগুলোতে। বাঁধ কেন বাঁধা যায় না।‘হাওর বাঁচাও আন্দোলনের’নেতারা বলছেন, শুধু উজানের দোহাই দিলে চলবে না, ফসল ঝুঁকিতে পড়ার মূল কারণ হচ্ছে বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতি।

কিয়েভে রাশিয়ার হামলা

ইউক্রেন ইস্যু: প্রতিশোধ নিতে কিয়েভে হামলা জোরদারের অঙ্গীকার রাশিয়ার-ইত্তেফাক/মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সাবোটাজ করার অভিযোগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমানবিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। তারা বলেছে, ইউক্রেন যদি তার সাবোটাজ না কমায়, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, তাহলে এই হামলা আরও তীব্র হবে।  আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আপ্রাণ চেষ্টা করছে তুরস্ক।

মস্কোভা

ভারতের দৈনিকগুলোতে লেখা হযেছে, ইউক্রেনের ‘হামলায়’ ডুবল রুশ নৌসেনার গর্বের রণতরী ‘মস্কোভা’, আরও চাপে পুতিন।

গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস: বিলাওয়াল, পালাবেন না ইমরান- বিচার হবে: মরিয়ম-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার যে বিবৃতি দিয়েছেন তাকে গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস নেয়া বলে অভিহিত করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে ওই বক্তব্যকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বিলাওয়াল বলেছেন,পাকিস্তানের প্রতিটি মানুষ এবং প্রতিষ্ঠানের দায়িত্ব আছে গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি সমর্থন দেয়া। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের সমালোচনায় মরিয়ম বলেছেন, আপনার মিথ্যা কথা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আরও একবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘থ্রেট লেটার’ বা হুমকি দিয়ে লেখা চিঠির অভিযোগ খণ্ডন করেছে যুক্তরাষ্ট্র। এবং শেহবাজকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বেনাপোল বন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত ব্লিচিং পাউডার ভরতি পাঁচটি ট্রাক -সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হরিদাসপুর (পেট্রাপোল) সীমান্তের ওপারে ব্লিচিং পাউডার (Bleaching Powder) বোঝাই পাঁচটি ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভারত থেকে আমদানিকৃত পাঁচটি ট্রাক বেনাপোল বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিল। শুক্রবার ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পাশে থাকা আরও চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বেনাপোল (Benapole) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ-আনন্দবাজার পত্রিকা

ইউক্রেন যুদ্ধ:  অস্ত্র ব্যবসায়ীদের পৌষমাস

আমেরিকা এখনও পর্যন্ত ২৪০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র কিভের হাতে তুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে ১৬৩ কোটি ডলারের অস্ত্র। এক দিকে রাশিয়া, অন্য দিকে ইউক্রেন। যুদ্ধ চলছে পুরোদমে। বিপুল শক্তিধর রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে বিবিধ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা ও তার পশ্চিমী মিত্র দেশরা। কিভ যত বেশি বিদেশি অস্ত্র সাহায্য পাচ্ছে, পাল্লা দিয়ে হামলার তেজ বাড়াচ্ছে মস্কো। এই দুইয়েরই যোগফল— দিনে দিনে যুদ্ধ আরও রক্তক্ষয়ী, আরও ধ্বংসাত্মক হচ্ছে। যদিও যুদ্ধবিধ্বস্ত বৈশাখে ভরা পৌষমাস একটি অংশেরই, তারা অস্ত্র ব্যবসায়ী! যুদ্ধের অবশ্যম্ভাবী প্রভাব, গোটা বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়ার দশা, গরিব মানুষের আরও গরিব, মধ্যবিত্তের প্রান্তিক হওয়ার প্রক্রিয়া তেল দেওয়া মেশিনের মতো এগোচ্ছে দিগন্তের পথে। হাজারো ধ্বংসের মধ্যেও ফুলেফেঁপে উঠছে দুনিয়ার তাবড় অস্ত্র ব্যবসায়ীরা।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫

ট্যাগ