এপ্রিল ২৫, ২০২২ ১৬:১২ Asia/Dhaka
  • অবস্থান পাল্টে মুসলিমদের বিরুদ্ধে সুর তুলছে কেনো আম আদমি পার্টি

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
  • টিকিট কাটতে এসে চরম ভোগান্তিতে নারীরা -প্রথম আলো
  • অবস্থান পাল্টে মুসলিমদের বিরুদ্ধে সুর তুলছে কেনো আম আদমি পার্টি?- মানবজমিন
  • রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী - যুগান্তর
  • কলাবাগান থানাকে বিকল্প জায়গা খুঁজতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • নিবন্ধন করলেও হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ‘খুনি’ সাদ্দামের সঙ্গে ছবি দেখিয়ে আক্রমণ কুণালের, ‘জেলখাটা আসামি’: শুভেন্দু-আনন্দবাজার পত্রিকা
  • ভারত টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’, মোদির সঙ্গে বৈঠকে নতুন সম্পর্কের সূচনা EU প্রেসিডেন্টের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • দিল্লিতে আচমকা করোনাস্ফীতিতে বাড়ছে উদ্বেগ, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির–আজকাল

টিকিট কাটতে এসে চরম ভোগান্তিতে নারীরা -প্রথম আলো

ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে নারীদের জন্য দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী টিকিটপ্রত্যাশীরা।

পুরুষদের মতো নারীদের কেউ কেউ গতকাল রোববার সন্ধ্যা থেকে কাউন্টারের সারির সামনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে। রাতে তাঁরা স্টেশনেই ছিলেন। কেউ পেপার, কেউ চাদর বিছিয়ে স্টেশনেই বসেছিলেন টিকিট পাওয়ার জন্য।

নারী টিকিটপ্রত্যাশীরা জানালেন, রেলস্টেশনের কাউন্টারের সামনে কোনো বৈদ্যুতিক পাখা নেই। এ কারণে সারা রাত গরমে তাঁদের কষ্ট করতে হয়েছে। কেউ কেউ বাসা থেকে চেয়ার নিয়ে এসেছেন টিকিট কাটার কষ্ট কম হবে বলে। কেউবা স্টেশনে এসে হাতপাখা কিনেছেন।

কলাবাগান থানাকে বিকল্প জায়গা খুঁজতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

রাজধানীর কলাবাগান থানাকে তেঁতুলতলা মাঠের বিকল্প জায়গা খোঁজার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর মাঠের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।  তিনি বলেন, ডিসি জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দিয়েছে।

সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ করতে যায়, তখন খেলার মাঠের দাবিতে এর প্রতিবাদ জানায়। আমাদের মেয়র বলেছেন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে। আমরা মনে করি, খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার মাঠ যেন থাকে, সে জন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। যদি না হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীরও এটা অতীবও জরুরি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেব, কি করা যায়।

এর আগে গতকাল রবিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে (১৭) গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওইদিন সকালে মাঠে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানালে তাঁকে ও তাঁর ছেলেকে আটক করা হয়।

রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী - যুগান্তর

যদি সঠিক অস্ত্র পায়, তবে রাশিয়ার বিরুদ্ধে জিতবে ইউক্রেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন।সোমবার কিয়েভ সফর থেকে ফেরার পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

কিয়েভের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অস্টিন বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয়েছে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি বলেন, ইউক্রেনে লড়াই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তাই দেশটির দূরপাল্লার অস্ত্র দরকার; ট্যাংকও প্রয়োজন বলে জানিয়েছেন তারা। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে পাঠানো অস্ত্রের কী ঘটছে যুক্তরাষ্ট্রের পক্ষে তা নজরদারি করা সম্ভব নয়। কেননা সেখানে যুক্তরাষ্ট্রের সেনা নেই। তবে ইউক্রেনীয়দের বলেছি, অস্ত্রগুলো যেন ভালোভাবে নজরদারি করা হয়। অস্টিন বলেন, জয়ের জন্য প্রথম শর্ত হলো-আপনাকে বিশ্বাস করতে হবে আপনি জিততে পারেন। আমরা বিশ্বাস করি, আমরা জিতব, তারা জিততে পারবে যদি তাদের হাতে সঠিক অস্ত্র থাকে এবং যথাযথ সমর্থন পায়।

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক

বাংলাদেশে সবচেয়ে বেশি দামে করোনার টিকা দেওয়া হয়েছে এমন খবরের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে জনগণকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনের বিষয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সবচেয়ে বেশি দাম দিয়ে টিকা দিয়েছি বলে গণমাধ্যমে এসেছে। এটা সঠিক নয়। উল্টো আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে জনগণকে টিকা দিয়েছি। ডাব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) তথ্য দিয়ে থাকলেও সেটা সঠিক নয়।’ টিআইবির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের প্রতিবেদন যে গ্রহণ করিনি সেটাই বললাম। আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতে পারে। যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র।’

নিবন্ধন করলেও হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা-দৈনিক নয়াদিগন্ত

নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না। সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে তিনি একথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

তিনি বলেন, অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায়। এবার সময় মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনে এই কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেয়ার ব্যবস্থা করেন, এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

অবস্থান পাল্টে মুসলিমদের বিরুদ্ধে সুর তুলছে কেনো আম আদমি পার্টি?- মানবজমিন

মুসলিমদের ইস্যুতে আম আদমি পার্টির (এএপি) রাজনৈতিক অবস্থানে বিশাল পরিবর্তন এসেছে। এতদিন তারা এসব ইস্যুতে সাধারণত চুপ থাকতো এবং দূরত্ব বজায় রাখতো। সেখানে তারা এখন দিল্লির জাহাঙ্গীরপুরীতে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দুষছেন! তবে দলের অনেকেই এই পরিবর্তনকে সমর্থন করছেন না। দলের আভ্যন্তরীণ সূত্র বলছে, মূলত জাতীয় পর্যায়ে রাজনীতি করার লক্ষ্যেই ভারতজুড়ে হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা করছে এএপি।এর আগেও দেখা গেছে, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ২০১৯ ও ২০২০ সালে শাহীনবাগে মুসলিম নারীদের যে বিক্ষোভ হয়েছিল তা থেকে দূরত্ব বজায় রেখেছে এএপি। গত দুই বছরে মুসলিমদের বিভিন্ন ইস্যুতেই এএপি’র অবস্থান একই ছিল। আবার একই সময়ে দলটি হিন্দুদের কাছে টানতে নিজেদের রাজনীতির ধরণ পাল্টেছে। অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হচ্ছে তার আদলে তৈরি মঞ্চে দিওয়ালির বিশাল আয়োজন করেছে।

‘খুনি’ সাদ্দামের সঙ্গে ছবি দেখিয়ে আক্রমণ কুণালের, ‘জেলখাটা আসামি’: শুভেন্দু-আনন্দবাজার পত্রিকা

মা এবং মেয়েকে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তের সঙ্গে ছবি তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই ছবি টুইটারে তুলে ধরেছেন কুণাল। যদিও কুণালের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু।২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি নিউ ব্যারাকপুরের বাসিন্দা রমা দে এবং তাঁর মেয়ে রিয়াকে হুগলি নদীর পাড়ে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ব

ছর দু’য়েক বাদে সোমবার সেই সাদ্দামের সঙ্গে শুভেন্দুর তিনটি ছবি টুইটারে তুলে ধরেছেন কুণাল। তখন অবশ্য শুভেন্দু তৃণমূলে ছিলেন। ছবির পাশাপাশি কুণালের কুশলী আক্রমণ, ‘হলদিয়াতে মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার সেই সাদ্দামের পর পর ছবি শুভেন্দুর সঙ্গে। ছবি কি ঠিক? ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক। ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কি না। দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল। ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল। আর ও কী করেছে। আজ সাধু সাজছে।’

দিল্লিতে আচমকা করোনাস্ফীতিতে বাড়ছে উদ্বেগ, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির–আজকাল

ফের উদ্বেগজনক পরিস্থিতি দেশে।

বাড়ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পরেই কোভিডবিধি প্রত্যাহার করা হয় দেশে। এরপরই আচমকা সংক্রমণ বাড়তে থাকে দিল্লি সহ কয়েকটি রাজ্যে। গোটা দেশের মধ্যে অধিকাংশ আক্রান্তই রাজধানীতে। দিল্লির এই করোনাস্ফীতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি দুশ্চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপালে। আগামী বুধবার বেলা ১২টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরিভিত্তিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে আলোচনা। 

পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণ ২ হাজারের উপরে। যদিও সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় সামান্য কম। রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে দিল্লি। একদিনে এই রাজ্যে আক্রান্ত ১ হাজার ৮৩ জন। এরপর হরিয়ানায় ৪১৭ জন, কেরলে ২৮১ জন এবং উত্তরপ্রদেশে ২১২ জন আক্রান্ত হয়েছেন। 

ভারত টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’, মোদির সঙ্গে বৈঠকে নতুন সম্পর্কের সূচনা EU প্রেসিডেন্টের -দৈনিক সংবাদ প্রতিদিন

ইউক্রেন যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েন। সোমবার রাজধানী দিল্লিতে হওয়া ওই বৈঠকে ‘টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’ ভারতের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার আগ্রহ প্রকাশ করেন ইইউ প্রেসিডেন্ট লিয়েন।

এদিন টুইটারে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী লেখেন, “আজ দিল্লিতে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া-ইইউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অগ্রগতি খতিয়ে দেখেন দুই প্রধান। এছাড়া, বাণিজ্য, পরিবেশ, ডিজিটাল টেকনোলজি ও জনসম্পর্ক আরও মজবুত করে তোলার বিষয়ে সহমত প্রকাশ করেন দু’জনে।” তাৎপর্যপূর্ণ ভাবে, ভারতের সঙ্গে ‘ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল’ গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন উরসুলা। প্রধানমন্ত্রী মোদির এই সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এর ফলে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি হস্তান্তরের পথ আরও সুগম হবে। বলে রাখা ভাল, এই মুহূর্তে শুধুমাত্র আমেরিকার সঙ্গেই এহেন কাউন্সিল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।