মে ০২, ২০২২ ১৬:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পাবলিক বিশ্ববিদ্যালয়-উপাচার্যদের বিরুদ্ধে এত অভিযোগ, তবু নেই ব্যবস্থা- প্রথম আলো
  • দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই: তথ্যমন্ত্রী–ইত্তেফাক
  • দুর্ভোগ মাথায় নিয়ে ফিরছে ঘরমুখো মানুষ-মানবজমিন
  • জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীরা ঈর্ষায় জ্বলছে'–যুগান্তর
  • বঙ্গবন্ধু সেতুতে ৪ দিনে পৌনে ১২ কোটি টাকা টোল আদায়-সমকাল
  • গুম-খুনের অভিযোগ বিএনপির মুখে মানায় না : হানিফ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মসজিদে মাইক বন্ধ না হলে... রাজ ঠাকরের হুঙ্কার! বাল ঠাকরের সুর ফিরে এল মহারাষ্ট্রে?-আনন্দবাজার
  • নির্যাতিতার নাম প্রকাশ্যে এলে তদন্তে ক্ষতি, হাঁসখালি ধর্ষণকাণ্ডে পর্যবেক্ষণ আদালতের-সংবাদ প্রতিদিন
  • বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, লাফিয়ে সংক্রমণ বাড়ায় ১৪৪ ধারা জারি উত্তরপ্রদেশের এক জেলায়-আজকাল

 এবং আমি মুজাহিদুল ইসলাম

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মতামত ‘বাড়ি-জমি-টাকা কিছুই নাই, কিসের ঈদ!’-প্রথম আলো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক-তুহিন ওয়াদুদ তার মতামত কলামে তিনি তিস্তা পাড়ের মানুষের করুণ আর্তি তুলে ধরেছেন।কফিল উদ্দীন ও আছির উদ্দীন দুই ভাই। গত বছর তিস্তার ভাঙনে তাঁদের বাড়ি-ঘর-সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়েছে। বাড়ি ভেঙে যাওয়ার পরপরই কফিল উদ্দীনের দুই ছেলে স্ত্রীদের নিয়ে ঢাকা চলে গেছেন বেঁচে থাকার তাগিদে। পাঁচ-সাত বছরের একটি সন্তানকে তাঁরা দাদা-দাদির কাছে রেখে গেছেন। যাওয়ার পর আর আসেননি। থুতনিতে হাত দিয়ে বিষণ্ন মুখে তিস্তার পাড়ে বসে ছিলেন ষাটোর্ধ্ব কফিল উদ্দীন। তিনি হাত উঁচু করে নদীর দিকে তর্জনী তুলে বলছিলেন, ‘ওই যে জায়গাটা, ওখানেই হামার পাকা ঘর আছলো। জমিগুলা সোগ নদীত। এলা মাইনষের বাড়িত থাকি। বাড়ি-জমি, টাকা কিছুই নাই, কিসের ঈদ!’ কথাগুলো বলার সময় চোখ ছলছল করছিল। দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি আড়াল করার জন্য মাথাটা নদীর দিকে ঘুরিয়ে নেন।জিয়ারুল ইসলাম। তাঁর বাড়ি ভেঙে গেছে তিস্তায়।

প্রতীকী ছবি

তিস্তা নদীর ভাঙনদুর্গতদের ঘরে ঈদের কোনো আনন্দ নেই। তিস্তাপাড়ে কেউ নিঃস্ব হয়েছেন আর কেউ নিঃস্ব হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন। গত বছর শুধু গতিয়াশামে দেড়-দুই হাজার বাড়ি ভেঙেছে। চারটি গ্রাম নদীগর্ভে। তবু ভাঙন প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ নেই। এ বছরও ভাঙছে। যখন ভাঙন ভয়াবহ রূপ নেবে এবং প্রলয়ংকরী হয়ে উঠবে, তখন কোটি কোটি টাকা ব্যয় করে বালুর বস্তা ফেলা হবে। যে বালুর বস্তা ফেলামাত্রই নদীতে ভেসে যাবে। কে জানে, এতেই হয়তো একশ্রেণির মানুষের লাভ বেশি! তিস্তার ভাঙন, নির্বিকার সরকার। তিস্তার উপনদীগুলো হত্যা করছে পানি উন্নয়ন বোর্ড।

পাবলিক বিশ্ববিদ্যালয়-উপাচার্যদের বিরুদ্ধে এত অভিযোগ, তবু নেই ব্যবস্থা- প্রথম আলো

পাবলিক বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউজিসির সূত্রমতে, সাম্প্রতিক সময়ে তারা ১৮টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগে তদন্তে নামে। এর মধ্যে ১২টিতেই বর্তমান ও সাবেক উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ১৮টি মধ্যে ১৩টির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এবং ৫টিতে এখনো তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি।

 উচ্চশিক্ষার দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দায়িত্বশীল একজন সদস্য ও শিক্ষাবিদেরা বলছেন, উপাচার্যের মতো এত সম্মানের একটি পদে থেকে এ রকম অনিয়ম-অনাচার কেবল লজ্জারই নয়, এগুলো অপরাধ।

জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীরা ঈর্ষায় জ্বলছে'-যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি'— বিরোধী নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে।  তিনি আরও বলেন, জনগণ ঈদ যাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই: তথ্যমন্ত্রী-ইত্তেফাক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহ-এর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। দলের নাম ভাঙিয়ে যারা দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই।

দুর্ভোগ মাথায় নিয়ে ফিরছে ঘরমুখো মানুষ-মানবজমিন

দুর্ভোগ মাথায় নিয়ে রাতেও ঘরে ফিরতে দেখা গেছে হাজার হাজার যাত্রীদের। সারা দিনের তীব্র তাপদাহের শেষে বৃষ্টি আসে জনমনে স্বস্তি নিয়ে। আর এই স্বস্তির বৃষ্টিই ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের জন্য নিয়ে আসে দুর্ভোগ।দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাত পোহালে ঈদ, মিলছে না সয়াবিন তেল। বাজার থেকে হঠাৎ উধাও সয়াবিন তেল। মিলছে না প্রয়োজনমতো। রাত পোহালে ঈদ, এমতাবস্থায় সয়াবিন তেল না মেলায় বিপাকে ক্রেতারা।

কমলাপুরে জটলা দেখতে গিয়ে হলেন ফাঁসির আসামি, ১৬ বছর কারাবাসের পর মুক্তি-মানবজমিনের মর্মান্তিক এ লেখাটি একজন আইনজীবীর। তিনি তার ফেসবুকে তুলে ধরেছেন একটি ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ফেসবুকে লিখেছেন এই লোমহর্ষক বিবরণী। কীভাবে একজন নিরাপরাধ ব্যক্তি কমলাপুরে জটলা দেখতে গিয়ে গ্রেপ্তার হন খুনের মামলায়। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডও হয় তার। শংকরের জীবন কথা। কেন শংকরের জীবনে এমন ঘটল সে প্রসঙ্গে তিনি নিজে বলেন, কেন আপনাকে গ্রেফতার করল? তখন বললঃ

স্যার, আমি নতুন মুসলমান হয়েছিলাম। ঢাকায় মেসে থেকে দর্জির কাজ করতাম। কমলাপুর রেল স্টেশনের পাশে নতুন ওভারব্রিজ  নির্মাণ করা হয়েছিল। কৌতুহল বশতঃ বিকালে দেখতে গিয়েছিলাম। হাটাহাটি করতে বের হয়েছিলাম। হঠাৎ দেখলাম কিছু মানুষ জড়ো হয়ে কি যেন দেখছে? আমিও দেখতে গেলাম। দেখি ট্রেনে কাটা পরা একটি মাথা সবাই ভীড় করে দেখছে। আমিও উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকলাম। পুলিশ এসে সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করল। আমাকেও গ্রেফতার করল। অন্যদের অভিভাবক বা আত্মীয়-স্বজনরা এসে ছুটিয়ে নিয়ে গেল। আমার কেউ নাই। আমার জন্য কেউ আসল না। আমার কাছে ২০ হাজার টাকা চাইল। আমি দিতে পারি নাই। তাই আমার এই অবস্থা স্যার। বলতে বলতে সকলেরই চোখ ঝাপসা হয়ে গেলো।

মস্কো টাইমসের প্রতিবেদন-বাংলদেশ প্রতিবেদন

পাল্টা ব্যবস্থা: শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ জব্দ করতে পারে মস্কো-বাংলাদেশ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শত্রু দেশগুলোর বিরুদ্ধে এবার সম্পদ জব্দের মতো পাল্টা পদক্ষেপ নিতে পারে রাশিয়া। মস্কো বলছে, যেসব শত্রু দেশের সম্পদ রাশিয়ায় রয়েছে তা বাজেয়াপ্ত করতে পারে রুশ সরকার। আমেরিকায় জব্দ রুশ ধনকুবেরদের সম্পদ বিক্রি করে ইউক্রেনকে দেওয়ার বিষয়ে বাইডেন প্রশাসন যে প্রস্তাব বিবেচনা করছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া শত্রু দেশগুলোর সম্পদ আটক করতে পারে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মসজিদে মাইক বন্ধ না হলে... রাজ ঠাকরের হুঙ্কার! বাল ঠাকরের সুর ফিরে এল মহারাষ্ট্রে?-আনন্দবাজার পত্রিকা

মে মাসের ৩ তারিখে ইদ। মে মাসের ৪ তারিখের পর মহারাষ্ট্রের সব মসজিদে মাইক বাজানো বন্ধ না হলে তিনি দ্বিগুণ জোরে মসজিদের সামনে হনুমান চালিসা বাজাবেন। রবিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক বিশাল জনসভায় এমনই হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্বাণ সেনা (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে।

নির্যাতিতার নাম প্রকাশ্যে এলে তদন্তে ক্ষতি, হাঁসখালি ধর্ষণকাণ্ডে পর্যবেক্ষণ আদালতের-সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্ট

ধর্ষণকাণ্ডে কোনও নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা যাবে না। অন্যত্রও উল্লেখ করা যাবে না তাঁর নাম। সেক্ষেত্রে তদন্তে ক্ষতি হতে পারে। মামলার অন্যান্য ব্যক্তিরাও জেনে গেলে তদন্তে সমস্যা হতে পারে। সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) হাঁসখালি ধর্ষণ মামলা সংক্রান্ত শুনানিতে এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি, হাঁসখালি ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই মুখবন্ধ খামে অসম্পূর্ণ রিপোর্ট জমা দিল হাই কোর্টে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল না ওসমানিয়া বিশ্ববিদ্যালয় (Osmania University)। কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না। আগামী ৬ এবং ৭ মে তেলেঙ্গানা সফরে যাবেন রাহুল গান্ধী। এই ঘটনায় তেলেঙ্গানা সরকারকে দায়ী করেছে কংগ্রেস। তাদের পক্ষ থেকে আরও জানান হয়েছে, যে কোনও ভাবে হোক, পড়ুয়াদের সঙ্গে রাহুল গান্ধী দেখা করবেন।

ক্ষমতা ছাড়ছেন ‘ক্যানসার আক্রান্ত’ পুতিন! অস্ত্রোপচারের জন্য লোকচক্ষুর আড়ালে যাচ্ছেন রুশ একনায়ক-সংবাদ প্রতিদিন

পুতিন

তিনি ‘দ্য স্ট্রং ম্যান’। চেচেন যুদ্ধের নায়ক। খালি গায়ে বন্দুক হাতে ‘র‌্যাম্বো’ স্টাইলে ভালুক শিকার করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেই পুতিনই নাকি এবার ক্যানসার আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন। চিকিৎসার জন্য দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যাবেন তিনি। এমনটাই দাবি করা হয়েছে মেসেজ অ্যাপ টেলিগ্রামে। আর তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ দাবি করে পুতিন ক্যানসারে আক্রান্ত। ফলে স্বাভাবিক ভাবেই এই আশঙ্কাকে ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও আমেরিকা- এই পাঁচটি দেশের গোয়েন্দাদের জোট ‘ফাইভ আইজ’। সেই জোটের দাবি, পুতিনের সাম্প্রতিক ফুটেজ থেকে মনে হচ্ছে, তাঁর শরীরে একটা ফোলা ভাব রয়েছে। এমনকী, কিছুটা অস্বাভাবিক আচরণ তাঁকে করতে দেখা যাচ্ছে। এমনকী, গত পাঁচ বছরের তুলনায় তাঁর সিদ্ধান্তেও বদল দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিছুটা অসংলগ্ন রুশ প্রেসিডেন্টের আচরণ। দাবি, ক্যানসার জাতীয় কোনও গুরুতর অসুখে ভুগছেন পুতিন। ভুগছেন ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশের অসুখে। আর সেই কারণেই তাঁকে নানা ধরনের স্টেরয়েড নিতে হচ্ছে। এর পার্শ্বপ্রতিক্রিয়াতেই নানা সমস্যা দেখা যাচ্ছে। এমনকী, এই অসুস্থতার কারণেই শেষ পর্যন্ত ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, এমনও দাবি ওই গোয়েন্দা সংস্থার।

এহেন পরিস্থিতিতে টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। দাবি করা হয়েছে, অস্ত্রোপচারের জন্য দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যাবেন ক্যানসার আক্রান্ত পুতিন। তাঁর অনুপস্থিতিতে দেশের রাশ থাকবে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেত্রোশেভের হাতে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

ট্যাগ