কথাবার্তা
ভয়াবহ তথ্য: সীসার বিষক্রিয়ায় বাংলাদেশে সাড়ে ৩ কোটি শিশুর জীবন বিপন্ন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ ও আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম, তারা কথা রাখেনি: বাণিজ্যমন্ত্রী-প্রথম আলো
- বাংলাদেশে সাড়ে ৩ কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা, বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে চতুর্থ-মানবজমিন
- সব আসনে ইভিএমে ভোট কঠিন: ইসি –ইত্তেফাক
- ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী-যুগান্তর
- আগামী নির্বাচন সরকারের অধীনেই হবে এবং বিএনপিও অংশ নেবে : হানিফ-বাংলাদেশ প্রতিদিন
- কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল BSF, উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন-সংবাদ প্রতিদিন
- সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, স্বেচ্ছামৃত্যুর আবেদন গুজরাটের ৬০০ মুসলিম মৎস্যজীবীর - আজকাল
- রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদী সরকারের - আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম, তারা কথা রাখেনি: বাণিজ্যমন্ত্রী-প্রথম আলো

সয়াবিন তেল নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কারচুপির কারণে বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। দামও বেড়েছে। তবে বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ব্যবসায়ীদের আমি বিশ্বাস করে বলেছিলাম আপনারা দাম বাড়াবেন না। কিন্তু তারা দাম বাড়িয়েছে। তাদের ভালোবেসে বিশ্বাস করেছিলাম যে আপনারা দাম বাড়াবেন না। কিন্তু তাদের বিশ্বাস করা ছিল আমার ব্যর্থতা। এভাবে বলা আমার ঠিক হয়নি।’
দেড় বছরের মধ্যে সর্বনিম্ন রিজার্ভে টান-মানবজমিন

করোনা মহামারির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে বেড়েই চলেছে আমদানি ব্যয়। এর বিপরীতে বাড়ছে না রেমিট্যান্স এবং রপ্তানি আয়। ফলে মাত্রাতিরিক্ত আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে টান পড়েছে।জানা গেছে, বেশ কয়েক বছর ধরে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়তে থাকে। একের পর এক রেকর্ড হয়।মহামারি করোনাকালে আমদানিতে ধীরগতি আর রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বগতির কারণে গত বছরের ২৪শে আগস্ট রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সময়ের চেয়ে বেশি। তবে বর্তমানে আমদানি ব্যয় বাড়ায় রিজার্ভ একটানা কমে ৪১.৯০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।সংশ্লিষ্টরা বলছেন, মূলত আমদানি বাড়ার কারণেই রিজার্ভ কমছে। এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের নিম্নগতি রিজার্ভ কমার আরও একটি কারণ বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশে সাড়ে ৩ কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা, বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে চতুর্থ-মানবজমিন
বাংলাদেশের ৩ কোটি ৫০ লাখ পর্যন্ত শিশুর রক্তে বেশ উচ্চ মাত্রায় সীসা রয়েছে, যা তাদের স্বাস্থ্য ও বিকাশের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করতে পারে। সীসার বিষক্রিয়া শিশুদের জীবন বিপন্ন করে তুলছে। সীসার বিষক্রিয়ার কারণে মৃত্যু হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশ এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে জানায়ঃ

সীসার বিষক্রিয়া শিশুদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, বিশেষ করে এটা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য আরও বেশি ক্ষতিকর। এটি শিশুদের মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি করতে পারে এবং তাদের পূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।শুধু বাংলাদেশে, আনুমানিকভাবে সাড়ে ৩ কোটি শিশুর রক্তে সীসার মাত্রা খুব বেশি। ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স ইভালুয়েশনের তথ্য অনুযায়ী, সীসার বিষক্রিয়ার কারণে মৃত্যু হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
অবশেষে সবই কবুল করলেন রেলমন্ত্রী-মানবজমিন
মন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ৩ যাত্রীর ট্রেন ভ্রমণ। জরিমানা আদায়ের জেরে বরখাস্ত ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলাম। সবই হয়েছে মন্ত্রীর স্ত্রী’র নির্দেশে। এনিয়ে সারা দেশে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকে রেলমন্ত্রী ও তার স্ত্রীকে নিয়ে ট্রল করে পোস্ট দিচ্ছেন। গত শনিবারও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী সেই ৩ যাত্রীকে আত্মীয় হিসেবে অস্বীকার করেছেন। টিটিই বরখাস্তের পেছনে তার স্ত্রীর সম্পৃক্ততা গণমাধ্যমে প্রকাশ পেলে সরাসরি ইউটার্ন নিলেন রেলমন্ত্রী। পাল্টিয়েছেন সুর। নানা নাটকীয়তার পর অবশেষে বিনা টিকিটে ভ্রমণকারী সেই যাত্রীদের আত্মীয় হিসেবে কবুল করেছেন
স্ত্রীর এসব কাণ্ডে বিব্রত ও লজ্জিত বলে স্বীকার করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেইসঙ্গে আলোচিত টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে এসে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ও বিনা টিকিটে ট্রেনে চড়া ওই তিন যাত্রীর আত্মীয়তা স্বীকার করেন রেলমন্ত্রী।
সব আসনে ইভিএমে ভোট কঠিন: ইসি-ইত্তেফাক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যদিও কয়েকটি দেশ ইভিএম ব্যবহার করে পরে পিছু হটেছে। তবে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করা কঠিন বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। কেননা সব সংসদীয় আসনে ভোটের জন্য সাড়ে ৪ লাখ ইভিএম প্রয়োজন হলেও ইসির হাতে রয়েছে মাত্র দেড় লাখ ইভিএম। কমিশনের হাতে বিদ্যমান ইভিএম দিয়ে মাত্র ১০০ সংসদীয় আসনে ভোট করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান। তিনি ইত্তেফাককে বলেন, ৩০০ আসনের জন্য সাড়ে ৪ লাখের মতো ইভিএম লাগবে। বর্তমানে সংরক্ষণে আছে দেড় লাখ ইভিএম, যা দিয়ে ১০০ আসনে ভোট করা সম্ভব।
ইসির সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামীতে সব নির্বাচনেই ইভিএম ব্যবহারের দিকে ধীরে ধীরে এগুচ্ছে বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
আগামী বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন ইভিএমে হওয়ার ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর ইত্তেফাককে বলেন, নির্বাচন অনুষ্ঠানের এখনো দেড় বছর বাকি। শিডিউল ঘোষণার সময় সাধারণত সিদ্ধান্ত হয় ভোট ইভিএমে নাকি ব্যালটে হবে। কমিশন এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তিনি বলেন, আগামী নির্বাচন ৩০০ আসনে ইভিএমে ভোট করা কঠিন। কারণ আমাদের হাতে যে ইভিএম আছে সেটি দিয়ে ১০০ আসনে ভোট করা সম্ভব। তবে নির্বাচনের আগে বড়জোর আরো ২০ থেকে ৩০টি আসনে ইভিএমে ভোট করা যেতে পারে। তবে ভোট ব্যালটে নাকি ইভিএমে হবে সেটির বিষয়ে কমিশনে এখনো পর্যন্ত কোনো আলাপ-আলোচনা হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে বরাবরই রাজনৈতিক বিতর্ক রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সমমনা দলগুলো ইভিএম ব্যবহারের পক্ষে মত দিলেও বিএনপিসহ তাদের শরিকরা বিপক্ষে অবস্থান নিয়েছে। ৪ হাজার কোটি টাকার প্রকল্প থেকে চাহিদামতো ইভিএম ক্রয় করা শেষ হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ঐ প্রকল্পের মেয়াদও শেষ হচ্ছে। ফলে নতুন করে ইভিএম ক্রয় করতে হলে নতুন প্রকল্প নিতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, প্রকল্পের অর্থ ছাড়ের আগেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ৮০ হাজার ইভিএম ক্রয় করে ইসি। ঐ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ইভিএমের বিরোধিতা করলেও পিছু হটেনি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। এজন্য নেওয়া হয় প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প। সিদ্ধান্ত হয় ২ লাখ ২০ হাজার ইভিএম ক্রয়ের। বিগত কমিশনের পরিকল্পনা ছিল দ্বাদশ জাতীয় নির্বাচনের ১৫০ আসনে ইভিএম ব্যবহারের। ঐ পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে মোট ১ লাখ ৫০ হাজার ইভিএম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে কেনা হয়। প্রতিটি মেশিনের পেছনে ব্যয় হয়েছে ২ লাখ ১০ হাজার টাকার মতো। এই দাম পাশের দেশ ভারতে ব্যবহৃত ইভিএমের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া এত দামি মেশিন কোথায় রাখা হবে, তার জন্য প্রকল্পতে কোনো ব্যবস্থাও রাখা হয়নি।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৭ জুন দেশে যন্ত্রের মাধ্যমে ভোটগ্রহণের প্রচলন শুরু করে বিগত ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। সে সময় তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ১২ হাজার টাকা করে প্রায় সাড়ে ১২০০ ইভিএম তৈরি করে নেয়। ঐ কমিশন এই যন্ত্রে ভোট নিয়ে সফলও হয়।
ইভিএম নিয়ে আছে বিতর্ক :জটিলতার কারণে উন্নত দেশগুলো ইভিএম ব্যবহার থেকে সরে যাচ্ছে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড ইভিএম ব্যবহার নিষিদ্ধ করেছে। জার্মানি ও ফিনল্যান্ডে আদালতের নির্দেশে নিষিদ্ধ করা হয়েছে ইভিএম। যুক্তরাষ্ট্র এবং ভারতের নির্বাচনেও ইভিএম ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। পৃথিবীর শতকরা ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি নেই। যে কয়েকটি দেশ এটি চালু করেছিল তারাও এখন এটি নিষিদ্ধ করেছে। ২০০৬ সালে আয়ারল্যান্ড ই-ভোটিং পরিত্যাগ করে। ২০০৯ সালের মার্চ মাসে জার্মানির ফেডারেল ভোট ইভিএমকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। ২০০৯ সালে ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট তিনটি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। নেদারল্যান্ডে ই-ভোটিং কার্যক্রমের প্রয়োগ হয়। তবে জনগণের আপত্তির মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয় ডাচ সরকার।
বিশেষজ্ঞদের মতে, জালিয়াতির সুযোগ থাকায় এতে এক চাপে ৫০টি ভোট দেওয়া সম্ভব। বিদেশের মাটিতে বসেও ইভিএম হ্যাকিং করা যায় এবং একটি ইভিএম হ্যাকিং করতে এক মিনিটের বেশি লাগে না। ড. অ্যালেক্স হালডারমেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইভিএমের ওপর গবেষণা করে প্রমাণ পেয়েছেন, আমেরিকায় ইভিএম টেম্পারপ্র‚ফ নয়। ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ইভিএম ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকায় ২২টির বেশি অঙ্গরাজ্যে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।
ইভিএম নিয়ে ভারতেও আপত্তি :ইভিএম ব্যবহার নিয়ে পার্শ্ববর্তী ভারতে রয়েছে যথেষ্ট বিতর্ক। ভারতের আদালতে ইভিএম নিয়ে একাধিক পিটিশন আছে। ভারতে বিভিন্ন এনজিও এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সুপ্রিম কোর্টে মামলা করেছেন ইভিএম নিষিদ্ধ করার জন্য। এর মধ্যে ভারতের জনতা পার্টির প্রেসিডেন্টও দুটি আসন নিয়ে ইভিএম-এর জালিয়াতির বিষয়ে হাইকোর্টে মামলা করেন। ‘ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন জালিয়াতি প্রতিরোধক নয়’ দাবি করেছে একদল মার্কিন আইটি বিশেষজ্ঞ।
কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল-কালের কণ্ঠ
সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটি ইজ হেড কোয়ার্টারে যোগ দেন। তবে তাকে এখনো ট্রেনের দায়িত্ব বণ্টন করা হয়নি।
রবিবার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, স্বেচ্ছামৃত্যুর আবেদন গুজরাটের ৬০০ মুসলিম মৎস্যজীবীর -আজকাল
স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৬০০ মৎস্যজীবী।ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরে। সেখানকার গোসাবারা জলাভূমির মৎস্যজীবীদের নেতা আল্লারাখা ইসমাইলভাই থিম্মার গুজরাট হাইকোর্টে আবেদন করেছেন, তাঁদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে চরম খারাপ হয়েছে। তার কারণ বিজেপি শাসিত গুজরাট সরকারের বৈষম্য। পরিস্থিতি এতটাই খারাপ যে জীবনধারণ করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি এবং তাঁর সঙ্গে ৬০০ জনকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক আদালত।
পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল BSF, উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন-সংবাদ প্রতিদিন

বিএসএফ সূত্রে খবর, এদিন অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই মাদকের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে এক টুইটে বিএসএফ জানিয়েছে, “পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পচার করার আরও একটি চেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনেন জওয়ানরা। যানটি থেকে ন’টি প্যাকেটে মোড়া ১০ কেজি হেরোইন পাওয়া গিয়েছে।” তাৎপর্যপূর্ণ ভাবে, রবিবার পাঞ্জাবের তারন তারান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়। নিরাপত্তারক্ষীরা মনে করছেন, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ওই বোমাটি ভারতে পাচার করা হয়েছিল।
মূলত অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য ছড়াতেই সীমান্তরেখা পেরিয়ে এই ড্রোনগুলিকে ভারতের অংশে পাঠায় পাকিস্তান। ওয়াকিবহাল মহলের ধারণা, অস্ত্র ফেলা ছাড়াও তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।
রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদী সরকারের-আনন্দবাজার পত্রিকা
রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে পুনর্বিবেচনা করবে কেন্দ্র। সুপ্রিম কোর্টে জানাল মোদী সরকার। সোমবার একটি হলফনামায় কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলে, ‘‘ভারতীয় দণ্ডবিধি ১২৪-এ (বিদ্রোহ) ধারার পুনরায় পরীক্ষা এবং পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেন্দ্র আগে জানিয়েছিল যে, রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই।
মহারাষ্ট্রে হনুমান চালিশা পাঠের জন্যও অযৌক্তিক ভাবে ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। যদিও কৃষক আন্দোলন-পর্বে হরিয়ানায় বিজেপি নেতা তথা ডেপুটি স্পিকারের গাড়ির কাচ ভাঙার জন্য পুলিশ ১০০ জন কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা সম্পর্কে কিছু বলেননি তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯