মে ১১, ২০২২ ১৫:১২ Asia/Dhaka
  • দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন; দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার ও আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৫৬ হাজার-প্রথম আলো
  • শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত-মানবজমিন
  • নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনায় আসেনি: শিক্ষামন্ত্রী –ইত্তেফাক
  • ফ্ল্যাটে থেকে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন; দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের-বাংলাদেশ প্রতিদিন
  • লাগামহীন বাড়ছে ডলারের দাম, বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • প্রধানমন্ত্রী শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মোদি’! এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! ভিডিও ঘিরে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন
  • কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের   - আজকাল
  • মমতার পুরস্কার: ব্যথিত ব্রাত্য বলছেন, বাঙালিদের একটা অংশই এমন করতে পারে! - আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৫৬ হাজার-প্রথম আলো

এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ওপরের প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এদিকে হাবের নেতা শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের চূড়ান্ত ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে।

চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন।

লাগামহীন বাড়ছে ডলারের দাম, বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি-কালের কণ্ঠ

বিলাসবহুল পণ্য আমদানি কমাতে নতুন শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গাড়ি ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের (এলসি) নগদ মার্জিন হার ন্যূনতম ৭৫ শতাংশ সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য এলসির ক্ষেত্রে মার্জিন হার ৫০ শতাংশ নির্ধারণ করে দিয়েছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা। তবে শিশুখাদ্য, জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষি খাতসংশ্লিষ্ট পণ্য আমদানির ঋণপত্র এই নির্দেশনার বাইরে থাকবে। এদিকে আমদানি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে ডলারের। ফলে লাগামহীন বাড়ছে ডলারের দাম। মান হারাচ্ছে টাকা। এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমেছে ২৫ পয়সা। গত ১৪ দিনে দুই দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৫০ পয়সা।

ফ্ল্যাটে থেকে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী-যুগান্তর

শিশু-কিশোরদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঢাকা শহরে খেলাধুলার জায়গা কম। শহরের শিশুরা ফ্ল্যাটে আবদ্ধ হয়ে পড়ছে। ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। তাই তাদের বাবা-মায়েদের উচিত এমন ব্যবস্থা করা, যাতে তাদের ছেলেমেয়েরা হাত-পা ছুড়ে খেলতে পারে।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। 

সরকার প্রধান বলেন, এখন তো মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এগুলো ব্যবহার করে সারাক্ষণ ওর মধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থতার লক্ষণ না। সেজন্যই বাবা-মা, যারা গার্ডিয়ান, অভিভাবক- তাদেরকে আমি অনুরোধ করব কিছু সময়ের জন্য হলেও ছেলে মেয়েরা যাতে হাত-পা ছোঁড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেয়া উচিত।

নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনায় আসেনি: শিক্ষামন্ত্রী –ইত্তেফাক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। নির্বাচন ছাড়া আর অন্য কোন পদ্ধতিতে আমরা দেশ পরিচালনার দায়িত্বে আসিনি, আমাদের পক্ষে আসা সম্ভবও নয়। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়।

বুধবার (১১ মে) সকালে সাভারের আশুলিয়ায় দু’দিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, ‘আমরা সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হবে, এটাই সবার প্রত্যাশা। বিএনপি গত নির্বাচনেও অংশ নিয়েছিল। তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।’

করোনায় শিক্ষা খাতের ঘটতি পূরণে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মান অর্জনে আমাদের যে প্রচেষ্টা ছিল, সেই মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই কর্মশালার মূললক্ষ্যই হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। আমাদের সবগুলো সংস্থা একসঙ্গে কাজ করছি।’

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন; দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের-বাংলাদেশ প্রতিদিন

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া জয়লাভ করলেও চলমান এই সংঘাত সেখানেই শেষ হবে না। বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত-মানবজমিন

শ্রীলঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে কারফিউয়ের সময় দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যারা সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে গুলি করতে হবে। সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলা, পাল্টা হামলায় এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মন্ত্রী, এমপিদের বাড়িতে দেয়া হয়েছে আগুন। এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। এর প্রেক্ষিতে জারি করা হয়েছে কারফিউ।এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। ওদিকে চলমান কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত। এর আগে প্রেসিডেন্ট মিডিয়া ডিভিশন ঘোষণা দিয়েছিল যে, বুধবার সকাল ৭টায় তুলে নেয়া হবে কারফিউ। 

মমতার পুরস্কার: ব্যথিত ব্রাত্য বলছেন, বাঙালিদের একটা অংশই এমন করতে পারে! - আনন্দবাজার পত্রিকা

 

বাংলা আকাদেমির সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্যথিত। বলছেন, “একমাত্র বাঙালিদের একটা অংশই এমন পারে! বলতে ইচ্ছে করছে, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অ-বাঙালিরা এমন করতেন না!”বাংলা আকাদেমির অন্যতম সদস্য সুবোধ সরকারের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদত্ত এই পুরস্কার আসলে ম্যাগসাইসাইয়ের মতো। তাঁর কথায়, “এটি ত্রিবার্ষিক সম্মাননা, যা পাবেন এমন এক জন সাহিত্যিক, যিনি সামগ্রিক সমাজকল্যাণে ও পরিবর্তনে ভূমিকা নিয়েছেন। ১১৩টি গ্রন্থের লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে উঠে এসেছে বিচারকমণ্ডলীর কাছে। এটা অনেকটা ম্যাগসাইসাইয়ের মতো। যাঁরা সারা বছর কুৎসা করেন, তাঁরাই ‘মিম’ বানাচ্ছেন। ‘থ্রেট’ দিচ্ছেন।”

কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের - আজকাল

আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন।

কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা করা যাবে না। বুধবার জানাল সুপ্রিম কোর্ট। ১৬২ বছর পর স্থগিত হল রাষ্ট্রদ্রোহ আইন। শীর্ষ আদালত জানিয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁরা দীর্ঘদিন জেলে বন্দি আছেন, তাঁরা জামিনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে নির্দিষ্ট আদালতে। এমনকি রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু থাকলেও কাউকে গ্রেপ্তার করতে পারবে না কেন্দ্র ও রাজ্য সরকার। গত সোমবারই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই আইন পুনর্বিবেচনা করা হবে। তারপরেই সুপ্রিম কোর্ট জানতে চায়, পুনর্বিবেচনা শেষ না হওয়া পর্যন্ত কি স্থগিত রাখা হবে এই আইন? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল আজ। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই আইন ১৬২ বছর পর প্রথমবার স্থগিত রাখা হল। আরও বলা হয়েছে, যদি রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়, তাহলে অভিযুক্তরা চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারে। পাশাপাশি সেই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতগুলিকে। 

প্রধানমন্ত্রী শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মোদি’! এ কী বললেন হিমন্ত বিশ্বশর্মা! ভিডিও ঘিরে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন

দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি! মঞ্চে অমিত শাহর উপস্থিতিতেই এ কথা বলে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যে ভিডিও নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির দাবি, মুখ ফসকে ভুলবশত এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কংগ্রেস বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না। তাদের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী বিজেপি নিজেই বেছে নিয়েছে।

অসমের খানাপাড়ায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর সামনেই তাঁকে ‘প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করে ফেলেন হিমন্ত বিশ্ব শর্মা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই।” তাঁর ওই বক্তব্যের ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপটি রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বকে। সাফাই দিয়ে সঙ্গে সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানান, নেহাতই মুখ ফসকে এমনটা বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী (Himant Biswa Sharma)

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ