মে ২৮, ২০২২ ২২:৫২ Asia/Dhaka

বন্দুক সহিংসতা আমেরিকার মারাত্মক সমস্যা তাতে কোনো সন্দেহ নেই। টেক্সাসের প্রাথমিক স্কুলের মর্মান্তিক ঘটনাটি একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আমি দেখছি একটি অবাঞ্ছিত, হৃদয়বিদারক ও নিষ্ঠুর বিষয় হিসেবে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন একটি সংস্থার কারিগরি ব্যবস্থাপক, ব্লগার, সমাজকর্মী ও কবি কাজী রহমান।

তিনি আরও বলেন, বন্দুক সহিংসতায় আমেরিকার সার্বিক নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। বন্দুক সহিংসতা এদেশের মারাত্মক সমস্যা তাতে কোনো সন্দেহ নেই।

বিশিষ্ট এই ব্যবস্থাপক বলেন, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত যে আইন সংবিধানে আছে আপাতত  সেটিকে খুব কার্যকরভাবে ঠেকাবার উপায় নেই। কারণ কংগ্রেসের প্রায় সব রিপাবলিকান প্রতিনিধিরাই এই আইনকে সংবিধানের দ্বিতীয় সংশোধনী হিসেবে সমর্থন করে।

পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। সাক্ষাৎকারটি গ্রহণ, উপস্থাপনা ও প্রযোজনা করেছেন গাজী আবদুর রশীদ।

শ্রোতা/পাঠকবন্ধুরা! স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

টেক্সাস ট্রাজেডির শিকার- নিষ্পাপ এলিয়াহানা (ছবি: টাইমস)

আজ আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মর্মান্তিক ও নিষ্ঠুরভাবে ঘটে যাওয়া বন্দুকধারীর গুলিতে ২১ জনের নিহত হওয়ার বিষয় নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন একটি মার্কিন সংস্থার কারিগরি ব্যবস্থাপক কাজী রহমান। তিনি আমেরিকার  কালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলেসে বসবাস করেন।

রেডিও তেহরান:  জনাব কাজী রহমান রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কাজী রহমান: আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রেডিও তেহরান:  জনাব কাজী রহমান, আপনি জানেন যে সম্প্রতি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৯ জন শিক্ষার্থী। কীভাবে দেখছেন এই ঘটনাকে?

রব্ব এলিমেন্টারি স্কুল

কাজী রহমান: বলাই বাহুল্য একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে ঐ মর্মান্তিক ঘটনাকে আমি দেখছি একটি অবাঞ্ছিত, মর্মান্তিক, হৃদয়বিদারক ও নিষ্ঠুর ঘটনা হিসেবে।

রেডিও তেহরান: জনাব কাজী রহমান, বাইরে থেকে মনে করা হয়- ধনী ও উন্নত দেশ আমেরিকা অনেক বেশি নিরাপদ। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন দেখা যাচ্ছে। এটাকে কী আপনি অসঙ্গতি হিসেবে দেখবেন?

কাজী রহমান: হ্যাঁ, এটি অসঙ্গতি তো বটেই।

রেডিও তেহরান: জ্বি জনাব কাজী রহমান, এত ধনী ও উন্নত দেশ এবং শিক্ষিত জনগোষ্ঠী থাকার পরেও কেন মার্কিন ভূখণ্ডে সামাজিক নিরাপত্তা এত বেশি দুর্বল?

কাজী রহমান: বন্দুক সহিংসতায় আমেরিকার সার্বিক নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। যুক্তরাষ্ট্রের সার্বিক সামাজিক নিরাপত্তার সাথে মিশিয়ে ফেলা নিরাপত্তা শব্দটির অপপ্রয়োগ হবে। বন্দুক সহিংসতা এদেশের মারাত্মক সমস্যা তাতে কোনো সন্দেহ নেই।

রেডিও তেহরান: জনাব কাজী রহমান সবমেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, আমেরিকার সব নাগরিকের কাছে অস্ত্র থাকার আইনগত ভিত্তি রয়েছে এবং এই সমস্ত অস্ত্র অবাধে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে। সরকার জানার পরেও অস্ত্র নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয় না। এর কারণ কী?

কাজী রহমান: দেখুন, আমেরিকার প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের বন্দুক সংগ্রহ করে রাখবার অধিকার রয়েছে সংবিধানে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র সহজলভ্য। তবে বন্দুকটি কতটা ভয়ঙ্কর হবে তা স্পষ্ট করে বলা নেই। কাজেই এখানে মানুষ অতি সাধারণ বন্দুক থেকে অতি ভয়ঙ্কর স্বয়ংক্রিয় রাইফেল   সংগ্রহ এবং ব্যবহার করতে পারে। এটাই আইন।

কোনো বিকারগ্রস্ত মানুষের হাতে ভয়ানক কোনো অস্ত্র গেলে এবং সে যেমন খুশি ব্যবহার করলে নিরাপত্তা তো বিঘ্নিত হবেই। আপাতত  আইনত এটি খুব কার্ষকরভাবে ঠেকাবার উপায় নেই। কারণ সংবিধানের দোহাই দিয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণে ব্যবসা করে।

দোকানে বিক্রির জন্য সাজানো ভয়ঙ্কর অস্ত্র: কিনতে পারে যে কেউ

কংগ্রেসের প্রায় সব রিপাবলিকান প্রতিনিধিরাই এই আইনকে সংবিধানের দ্বিতীয় সংশোধনী হিসেবে সমর্থন করে। তারা নানা আপোশ করে নিজেদের ভোটারদের সন্তুষ্ট রাখতে এবং কংগ্রেসে তাদের আসন না হারাবার জন্য এটি করে থাকে।

দেখুন এমন নির্মম ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো কিংবা এড়ানো সম্ভব যদি কঠিনতরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা যায়। তবে এটি মোটেও সহজ কোনো কাজ হবে না।

রেডিও তেহরান: তো জনাব কাজী রহমান, টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

কাজী রহমান: আপনার এই অনুষ্ঠানে কথা বলতে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ