আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির শাহাদাত: এই বাহিনীর বিবৃতি
https://parstoday.ir/bn/news/event-i149896-আইআরজিসি’র_প্রধান_কমান্ডার_মেজর_জেনারেল_হোসেইন_সালামির_শাহাদাত_এই_বাহিনীর_বিবৃতি
"আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আজ শুক্রবার, ফার্সি ১৪০৪ সালের ২৩ খোরদাদ ভোর রাতে রাষ্ট্রের নিরাপত্তার স্পর্শকাতর দায়িত্ব পালনকালে শিশু হত্যাকারী বর্বর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় কয়েকজন দেহরক্ষীসহ শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির শাহাদাত: এই বাহিনীর বিবৃতি

"আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আজ শুক্রবার, ফার্সি ১৪০৪ সালের ২৩ খোরদাদ ভোর রাতে রাষ্ট্রের নিরাপত্তার স্পর্শকাতর দায়িত্ব পালনকালে শিশু হত্যাকারী বর্বর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় কয়েকজন দেহরক্ষীসহ শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছেন।

আমরা তাঁর শাহাদাতে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনেয়ী (মুদ্দাজিল্লাহুল আলী), শহীদ হোসেইনি ও তাঁর দেহরক্ষীদের সম্মানিত পরিবারবর্গ, বৃহত্তর আইআরজিসি পরিবারসহ ইরানের সর্বস্তরের জনগণকে শোক ও অভিনন্দন জানাচ্ছি।"

"ইহুদিবাদী ইসরাইলের এই বর্বরোচিত হামলা সত্ত্বেও ইরানের বিপ্লবী জনগণকে এই বলে আশ্বস্ত করা যাচ্ছে যে, আইআরজিসি ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দখলদার ইহুদিবাদী সরকারকে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৩

#Iran #Israeli_Attack #IRGC #Salami #Tehran