ট্রাম্পের বক্তব্যের জবাব দিলেন জেনারেল সালামি
ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইরানের কোনো ভূমিকা নেই: আইআরজিসি
ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি গতকাল (রোববার) এক বক্তব্যে বলেন, “আমরা সব সময় বলে এসেছি- এবং আজ আবারও বলছি- ইয়েমেন একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটির একটি স্বাধীন নীতি নির্ধারণী ক্ষমতা রয়েছে।”
ইঙ্গো-মার্কিন বাহিনী শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩১ জনকে হত্যা করে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে, এ হামলার মাধ্যমে ইরানকে সতর্ক করেছে আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে উদ্দেশ করে বলেছেন, ইয়েমেনের ইসরাইলবিরোধী অভিযানের জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করবে এবং ‘সেক্ষেত্রে ওয়াশিংটনের চেয়ে খারাপ কেউ আর হবে না।’
এ সম্পর্কে জেনারেল সালামি আরো বলেন, ইয়েমেনে কী করবে না করবে সেটা তাদের ব্যাপার। তবে আমরা অপারেশন ট্রু প্রমিজসহ যেসব অভিযান চালিয়েছি সেসবের দায়িত্ব ঘোষণা দিয়ে স্বীকার করেছি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, “কোনো কাজ করে তার দায়িত্ব স্বীকার না করার কিছু নেই।”#
পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭