ইরান যুদ্ধ শুরু করবে না তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে
https://parstoday.ir/bn/news/event-i148098-ইরান_যুদ্ধ_শুরু_করবে_না_তবে_জোরালোভাবে_হুমকির_জবাব_দেবে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেছেন, তার দেশ কখনই যুদ্ধ শুরু করার চেষ্টা করবে না, তবে শত্রুদের যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রতিজ্ঞাবদ্ধ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২৫ ১১:৩০ Asia/Dhaka
  • ইরান যুদ্ধ শুরু করবে না তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেছেন, তার দেশ কখনই যুদ্ধ শুরু করার চেষ্টা করবে না, তবে শত্রুদের যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইয়েমেনের সামরিক বাহিনীকে তাদের সাম্প্রতিক ইসরাইল-বিরোধী অভিযানে সহায়তা করার জন্য তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন অভিযোগ এনেছে এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি ইরানের কথিত সমর্থন বন্ধ করার আহ্বান জানানোর পর গতকাল (রোববার) জেনারেল সালামি এই বক্তব্য দেন।

তিনি বলেন, ইরান কখনই যুদ্ধের সূচনাকারী হবে না, তবে হুমকির ক্ষেত্রে, প্রতিক্রিয়া হবে দৃঢ়, নির্ণায়ক এবং চূড়ান্ত। 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আবারো ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত অভিযানের জন্য ইরানকে দায়ী করেছেন এবং ইরানি জনগণকে প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন বন্ধ করার জন্য সতর্ক করেছেন। এ সম্পর্কে জেনারেল সালামি বলেন, ইয়েমেনিরা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ও মুক্ত জাতি এবং স্বাধীন নীতি অনুসরণ করে। ইরান যেকোন পদক্ষেপের জন্য প্রকাশ্যে এবং স্পষ্টভাবে দায় স্বীকার করে।"#

পার্সটুডে/এসআই/জিএআর/১৭