কথাবার্তা
মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
-
বাজেট ২০২২–২৩-ব্যবসাবান্ধব বেশি, জনবান্ধব কম-প্রথম আলো
- মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ-মানবজমিন
- লুটপাট-মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে: কাদের-যুগান্তর
- টিপু হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার, মুসার ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ-ইত্তেফাক
- সীতাকুণ্ডে বিএম ডিপো পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল-কালের কণ্ঠ
- পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাব: মির্জা ফখরুল-দৈনিক সমকাল
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক, বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদির ভাই-সংবাদ প্রতিদিন
- উচ্চ মাধ্যমিকে শীর্ষে জেলা, তৃতীয় স্থানে কলকাতা, অভিনন্দন মমতার-আজকাল
- এলোপাথাড়ি গুলি পার্ক সার্কাসে! মহিলাকে খুন করে রাইফেলে আত্মঘাতী পুলিশকর্মী- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
বাজেট ২০২২–২৩-ব্যবসাবান্ধব বেশি, জনবান্ধব কম-প্রথম আলো
রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।/ কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায় হায়।’ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের দশা আসলে এ রকমই। দুই বছরের করোনার প্রাদুর্ভাবে পর যখন উঠে দাঁড়ানোর পালা, তখনই বিশ্বজুড়ে অর্থনীতিতে নতুন সংকট। অতিমারির পর এখন উদ্বেগ অতি মূল্যস্ফীতি। নতুন বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতির চাপের কথা স্বীকার করেছেন ঠিকই। কমানোর কথাও বলেছেন। কিন্তু স্বস্তি দেওয়ার মতো কোনো পথ দেখাননি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর নিজের ছাতার নিচে সবাইকে সমানভাবে আশ্রয় দেননি, বরং ছাতাটা তুলে দিয়েছেন ব্যবসায়ীদের হাতেই। নানাভাবে তাঁদের কর ছাড় দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পকে সংরক্ষণের যে নীতি তিনি নিয়েছিলেন, তা আরও জোরদার করেছেন। আবারও প্রণোদনার কথা বলেছেন। অর্থমন্ত্রীর আশা অনেকটা এ রকম—এই পথে বিনিয়োগ বাড়বে, তাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ কাজ পাবে, আয় বাড়বে।
এতেই স্বস্তি ফিরবে মানুষের জীবনে। অনেকটা সেই পুরোনো আমলের বাতিল হওয়া উপচে পড়া তত্ত্বের মতো। ফলে ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেট অনেক বেশি ব্যবসায়ীবান্ধব হলেও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বা জনবান্ধব ততটা হতে পারেনি।
সীতাকুণ্ডে বিএম ডিপো পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল-কালের কণ্ঠ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে রাসায়নিক বিস্ফোরণে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল। আজ শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বিএম ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ শাখায় আমরা রেডিয়েশন হেজার্ট ও কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। রাসায়নিক বিস্ফোরণে কোন ধরণের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি। ডা. মো. নাজমুল ইসলাম আরো জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা কীভাবে চিকিৎসা নিচ্ছে তাও পরিদর্শন করতে যাব। পরবর্তীতে এ ধরনের ঘটনায় যেন স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় সে বিষয়ে আমরা কাজ করব।
লুটপাট-মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে: কাদের-যুগান্তর
লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন।
দেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনার সরকার উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে। তিনি বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকত, তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কী অপরাধ? নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন— শিশু ও পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?
পলাতক ও দণ্ডিত তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
টিপু হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার, মুসার ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ-ইত্তেফাক
মতিঝিলের সাবেক আওয়ামী লীগনেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় ওমান থেকে দেশে ফিরিয়ে আনা সুমন শিকদার মুসার ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ। টিপু হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন’ বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সংবাদ সম্মেলন এসব জানান।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মুসা এ হতাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।’ পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এ হত্যাকাণ্ডে মুসা ছাড়াও আর ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছে।’ গত ২৪ মার্চ রাত সোয়া ১০টায় দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
আলোচিত এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ-মানবজমিন
হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন।

আজ জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় বিভিন্ন ইসলামী সংগঠন পল্টন, বিজয়নগরসহ আশাপাশের এলাকায় মিছিল করেন। এদিকে কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ওদিকে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জুমা নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এসময় তারা কটূক্তিকারী নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাব: মির্জা ফখরুল-দৈনিক সমকাল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন ১০ টাকা তেলের দাম বাড়লে বিরাট দাম বেড়ে যেত। তখন রাজপথে স্লোগান দিতাম আমরা বলতাম ১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাব। এখন বলতে চাই, ওই সেতুর টোল দিয়ে এবং পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাব। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আজকের সরকার অনির্বাচিত সরকার। সরকার গতকাল বাজেট ঘোষণা দিয়েছে। এই বাজেট জনগণের জন্য নয়। এই সরকার জনগণের শত্রু। এই বাজেট জনগণের গণশত্রু হিসেবে ঘোষণা হয়েছে।
তিনি বলেন, শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের দামও বাড়বে। এভাবে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি রাতারাতি বাড়তে থাকবে। আজকের বাজেট পাস করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের জন্য বাড়ানো হয়েছে। সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল না বর্তমানেও জনগণকে নিয়ে চিন্তাভাবনা করে না। বিএনপি মহাসচিব বলেন, আমাদের জনগণকে বুঝাতে হবে এই সরকার জনগণের বিরুদ্ধে চলছে। সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে; সাড়ে আট হাজার কোটি টাকার প্রকল্প ত্রিশ হাজার কোটি টাকার পর্যায়ে নিয়েছে। বাকি সব টাকা চুরি করেছে।
এলোপাথাড়ি গুলি পার্ক সার্কাসে! মহিলাকে খুন করে রাইফেলে আত্মঘাতী পুলিশকর্মী- আনন্দবাজার পত্রিকা
ভরদুপুরে কলকাতায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দু’জনের। পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ সূত্রে খবর। ভরদুপুরে কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই নিরাপত্তারক্ষীর গলায় ক্ষত রয়েছে।
জানা গিয়েছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। তাঁরও ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক ভদ্রমহিলারও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক, বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদির ভাই-সংবাদ প্রতিদিন
রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি। এবার জানা গেল, তাঁদের সেই বিক্ষোভ শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকছে না। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে দিতে চাইছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। এবং সেই উদ্দেশেই বাংলায় আসছেন সংগঠনের সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)।
পেশায় রেশন ডিলার (Ration Shop Owner) প্রহ্লাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বলে খবর। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাদল অধিবেশেনর সময় সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাতে অংশগ্রহণ করতে চলেছেন প্রহ্লাদ মোদি। তবে তার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাংলায় আসবেন তিনি।
উচ্চ মাধ্যমিকে শীর্ষে জেলা, তৃতীয় স্থানে কলকাতা, অভিনন্দন মমতার-আজকাল
মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও শীর্ষ স্থানে জেলার পরীক্ষার্থীরা।
প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন পাঠভবনের রহিন সেন। ফলাফল ঘোষণার পর টুইটারে পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইটারে লিখলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের অভিনন্দন। জেলার ছেলেমেয়েরা দারুণ ফল করেছে। আমাদের শহরের পড়ুয়ারাও গর্বিত করেছে।’ অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘সকল অভিভাবক, শিক্ষক, স্কুলকে কুর্নিশ। খুব দ্রুত কাউন্সিল উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছে। পরের বছরের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। যারা আশানুরূপ ফল করতে পারেনি, তারা মন খারাপ করবে না। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার চেষ্টা করো।’
পার্সটুডে/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।