জুন ১১, ২০২২ ১৬:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • সীতাকুণ্ডে বিস্ফোরণ-১১৮ ক্যামেরার সাতটি ডিভিআর জব্দ করেছে সিআইডি, ধ্বংসস্তূপ সরাতে লাগবে কয়েক দিন-প্রথম আলো

  • খালেদা জিয়ার হার্টে ধরা পড়লো ব্লক, পরানো হলো রিং-মানবজমিন
  • সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার-যুগান্তর
  • র‍্যাংকিংয়ে নয়, মৌলিক গবেষণায় অ্যাটেনশান দিতে চাই: ঢাবি উপাচার্য -ইত্তেফাক
  • মূল্যস্ফীতি কমানোর সঠিক নির্দেশনা দিতে পারেননি অর্থমন্ত্রী : সিপিডি-কালের কণ্ঠ
  • পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাব: মির্জা ফখরুল-দৈনিক সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মানসিক রোগের চিকিৎসার পরেও কেন পুলিশকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র? পার্কসার্কাস কাণ্ডে উঠছে প্রশ্ন-সংবাদ প্রতিদিন
  • ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ হাওড়ায় হিংসা বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী -আজকাল
  • ফাঁদে পা দেবেন না, আবেদন ত্বহা সিদ্দিকির, অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সীতাকুণ্ডে বিস্ফোরণ-১১৮ ক্যামেরার সাতটি ডিভিআর জব্দ করেছে সিআইডি, ধ্বংসস্তূপ সরাতে লাগবে কয়েক দিন-প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপো ১১৮টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হতো। এসব ক্যামেরার তথ্য সংরক্ষিত হতো সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিনে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ডিভিআর মেশিনগুলো জব্দ করেছে।

বিএম ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে পুরোপুরি কাজের উপযোগী করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে

এদিকে কনটেইনার ডিপোর ভেতরে চলছে ধ্বংসস্তূপ সরানো ও ধোয়ামোছার কাজ। ডিপো কর্তৃপক্ষ তাদের নিজস্ব লোকবল ও যন্ত্রপাতি দিয়ে এগুলো সরাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে পুরোপুরি কাজের উপযোগী করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে। ডিপোর বাইরে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ও শিপিং কোম্পানিগুলোর প্রতিনিধিরা ভিড় করছেন।

আজ শনিবার সকালে সিআইডির পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি তদন্ত দল কনটেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্ত আইটি কক্ষে যায়। ওই কার্যালয় থেকে পুরো কনটেইনার ডিপোর আইটি সিস্টেম এবং সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হতো। সেখানে থেকে তারা বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করে। এরপর উদ্ধার করা ডিভিআর মেশিনের পোড়া অংশগুলো জব্দ করে।

মূল্যস্ফীতি কমানোর সঠিক নির্দেশনা দিতে পারেননি অর্থমন্ত্রী : সিপিডি-কালের কণ্ঠ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে অর্থনীতির চ্যালেঞ্জগুলো ঠিকমতো নির্দেশ করেছেন। কিন্তু সেগুলো উত্তরণে সঠিক দিকনির্দেশনা দিতে পারেননি। বাজেটে শুল্ক প্রস্তাব ঠিকমতো করা হয়নি। সর্বোপরি বাজেটে সৃজনশীলতা ও সংবেদনশীলতার অভাব রয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেই বাজেটের পর্যালোচনা তুলে ধরে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত বাজেটে মূল্যম্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় তা অবাস্তব। কিভাবে এই লক্ষ্যমাত্রার মধ্যে মূল্যস্ফীতিকে আটকে রাখা হবে তারও কোনো সঠিক পথ দেখানো হয়নি। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার-যুগান্তর

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সব আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। খবর ইরান প্রেসের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

শুক্রবার ভোরে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইসরাইল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। দামেস্কের এই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অবশ্য এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়।

এ হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানান, হামলায় এক বেসামরিক নাগরিকের আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষাবাহিনী জানায়, আকাশেই ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ওই হামলার পর দামেস্ক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিরিয়া।

র‍্যাংকিংয়ে নয়, মৌলিক গবেষণায় অ্যাটেনশান দিতে চাই: ঢাবি উপাচার্য -ইত্তেফাক

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তালিকার র‍্যাংকিংয়ে বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে অবস্থান না থাকা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘এটি স্পষ্ট হওয়া জরুরি। র‍্যাংকিংয়ের দিকে আমাদের অ্যাটেনশান নেই। আমরা চাচ্ছি গবেষণার মানোন্নয়ন এবং মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ।’ যে প্যারামিটারগুলোর (সূচক) মাধ্যমে র‍্যাংকিং করা হয়, এগুলোর নিরসন না ঘটিয়ে, যথাযথ প্রতিফলন না ঘটিয়ে র‍্যাংকিংয়ের প্রত্যাশা করা খুবই দুরূহ বলেও মন্তব্য করেন উপাচার্য।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের জন্য যে প্যারামিটারগুলো আছে, মৌলিক প্যারামিটার গবেষণা, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান। এই প্যারামিটারগুলো এখন আমাদের এড্রেস করা জরুরি। এই সকল সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে পারলে তখনই আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যাশার জায়গাটা স্পষ্ট হবে।’

খালেদা জিয়ার হার্টে ধরা পড়লো ব্লক, পরানো হলো রিং-মানবজমিন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়েছে। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির পর আজ দুপুরে তার এনজিওগ্রাম করা হয়। তাতে কয়েকটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে সেখানে রিং পরানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়। 

‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ হাওড়ায় হিংসা বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী -আজকাল

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য ঘিরে দু’দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ার বিভিন্ন এলাকায়। পথ অবরোধ, যানবাহন জ্বালিয়ে দেওয়া, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে শান্ত হওয়ার বার্তা দিলেও কিছুই হয়নি। আজ তাই সুর চড়ালেন তিনি। জানিয়ে দিলেন, এই ধরনের হিংসার ঘটনা তিনি কিছুতেই বরদাস্ত করবেন না। 

আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?

টুইট করে তিনি লিখলেন, ‘আগেও বলেছি, দু’ দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।’ এর সঙ্গেই তিনি লেখেন, ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’

ফাঁদে পা দেবেন না, আবেদন ত্বহা সিদ্দিকির, অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি- আনন্দবাজার পত্রিকা

বিজেপির নিলম্বিত (সাসপেন্ডেড) মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তৎপরবর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে এ বার মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। হাওড়ায় হিংসা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তাঁর দাবি, ‘‘অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করুন।’’ সামগ্রিক ঘটনার জন্য মোদী, শাহকে দায়ী করেছেন ত্বহা।

হাওড়ায় হিংসা বন্ধের আবেদন করলেন ত্বহা। বললেন, ‘‘নূপুর শর্মাদের করা বিবৃতির জন্য বহু মুসলমান পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষা নয়। আপনাদের জানা নেই ওই বিক্ষোভে আর এস এস ঢুকে ঢিল ছুড়বে। আর তাতে বদনাম হবে মুসলমানদের।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পীরের ছেলে হয়ে আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, পায়ে ধরে আবেদন করছি এমন কাজ করবেন না যাতে সমগ্র মুসলমান সমাজের বদনাম হয়। বলতাম আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করি। নূপুর শর্মার মত লোকেরা হিন্দু-মুসলমানের ঐক্য ভাঙার চেষ্টা করছে আর সেই ফাঁদে আমরা পা দিচ্ছি।’

জোর করে হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, বারবার বাধা দিয়েছিল পুলিশ- আনন্দবাজার পত্রিকা

হাওড়া যেতে দেওয়া হবে না বলে আগেই সুকান্ত মজুমদারকে জানিয়েছিল পুলিশ। এর পরেও তিনি জোর করেই হাওড়ার পথে রওনা দেন। বারবার পুলিশ বাধা দিলেও তিনি কনভয় নিয়ে বিদ্যাসাগর সেতুতে পৌঁছে যান। আগে থেকেই টোল প্লাজার কাছে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। সেখানেই বিজেপির রাজ্য সভাপতি-সহ তাঁর সঙ্গে থাকা বিজেপ কর্মীদের গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়ায় যেতে চেয়েছিলেন সুকান্ত।

Image Caption

কিন্তু রওনা হওয়ার আগেই তাঁকে আটকে দিতে চায় পুলিশ। বিজেপি কর্মীরা তাঁকে বাড়ি থেকে বার করে আনলেও পুলিশের বাধা টপকে সুকান্ত অশান্ত এলাকার দিকে এগোতে পারলেন না। অশান্তি বন্ধ করতে প্রশাসন যে কঠোর মনোভাব নেবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্তের কর্মসূচিতে বাধা দিয়ে সেই কঠোর মনোভাবই দেখাল পুলিশ।

মানসিক রোগের চিকিৎসার পরেও কেন পুলিশকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র? পার্কসার্কাস কাণ্ডে উঠছে প্রশ্ন-সংবাদ প্রতিদিন

পার্কসার্কাসে (Park Circus) পুলিশকর্মীর আত্মহত্যার পর কেটে গিয়েছে বেশ কয়েকঘণ্টা। এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, মানসিক রোগে ভুগছিলেন চোড়ুপ লেপচা। তারপরেও কেন তাঁকে এই ডিউটিতে রাখা হল? হাতে দেওয়া হল আগ্নেয়াস্ত্র? উঠছে প্রশ্ন।

চোড়ুপ লেপচা নামে ওই পুলিশকর্মী বছরখানেক আগে চাকরি পান। প্রথমে এসটিএফে যোগ দেন তিনি। সেই সময় অন্যান্য আধিকারিকদের সঙ্গে মুর্শিদাবাদে অভিযান চালান। জানা গিয়েছে, গাড়ি থেকে মাঝপথেই নেমে পড়েছিলেন। ফেসবুক লাইভ করারও চেষ্টা করেন। অন্যান্য পুলিশকর্মীরা এনকাউন্টারে তাঁকে মেরে ফেলতে পারে বলে আতঙ্কে ভুগছিলেন। মানসিক সমস্যা যে রয়েছে তা আঁচ করেন অন্যান্য পুলিশকর্মীরা। অভিযানের মাঝেই দু’জন পুলিশকর্মী চোড়ুপকে নিয়ে কলকাতা ফিরে আসেন। সরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। মানসিক চিকিৎসাও করানো হয়। জানা গিয়েছে, চোড়ুপ লেপচা মাদকাসক্তও ছিলেন। আত্মঘাতী পুলিশকর্মীর সহকর্মীদের দাবি, মানসিক চিকিৎসার পরেও নানারকম অস্বাভাবিক আচরণ করতেন চোড়ুপ। মানসিক সমস্যার চিকিৎসার পরেও কেন তাঁকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নিরাপত্তার দায়িত্বে রাখা হল? কেনই বা তাঁর হাতে দেওয়া হল আগ্নেয়াস্ত্র? শুক্রবারের ঘটনার পর এমনই নানা প্রশ্নের ভিড়।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ