কথাবার্তা
মহানবীকে অবমাননা: নওগাঁয় কিশোর গ্রেপ্তার, ভারতে বিক্ষোভকারীদের বাড়ি ভাঙা হচ্ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- করোনা সংক্রমণ বাড়ছে, সবাই সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী–ইত্তেফাক
- নওগাঁয় মহানবীকে নিয়ে আপত্তিকর কমেন্ট, কিশোর গ্রেপ্তার-মানবজমিন
- বাজেটে সরকার নিজেই নিজের কথা রাখেনি-সেলিম রহমান- প্রথম আলো
- সব সংকটের মূলে দুর্নীতি-যুগান্তর
- ‘আচরণবিধি লঙ্ঘনের শাস্তি প্রদানে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে’-ডেইলি স্টার
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত দেড় লাখ শিশু-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- তৃণমূলের ৮০ ভাগ লোক আমাদের সঙ্গে আছেন! দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর-আনন্দবাজার
- হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নূপুর শর্মাকে সমন পাঠাল কলকাতা পুলিশ-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিএনপির কর্মসূচিতে বাধা পুলিশ কেন দলীয় কর্মীর ভূমিকা নেবে-প্রথম আলোর এ শিরোনামের সম্পাদকীয়তে লেখা হয়েছে, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি ঢাকাসহ সারা দেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। গত শুক্রবার ঢাকায় তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও পরদিন বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা বাধার মুখে পড়েন। উদ্বেগের বিষয় হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্যের মধ্যে ক্ষমতাসীনদের খুশি করার প্রবণতা আছে। সরকার কাউকে ধরে আনতে বললে তাঁরা বেঁধে আনেন। তাঁরা ভুলে যান যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের সব নাগরিকের নিরাপত্তা দেখা তাঁদের দায়িত্ব, দলবিশেষের নয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন, তা করবেন। তাই বলে বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা কেড়ে নিতে পারেন না। সরকারের নীতিনির্ধারকেরা মুখে বিরোধী দলকে সভা–সমাবেশ করার সুযোগ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে তার প্রতিফলন থাকবে, এটিই কাম্য।
করোনা সংক্রমণ বাড়ছে, সবাই সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।
রাষ্ট্রীয় ২৪ সংস্থার ঋণ ৪৮ হাজার কোটি টাকা-যুগান্তর
রাষ্ট্রীয় ৩০টি করপোরেশনের মধ্যে ২৪টির কাছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ঋণ ৮৯৭৫ কোটি টাকা। বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে ঋণ নেওয়ায় এ অবস্থায় দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।দ্বিতীয় সর্বোচ্চ ঋণী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ৮০৫৬ কোটি টাকা। এসব ঋণের উল্লেখযোগ্য অংশই খেলাপি। অর্থাৎ ঋণ নিয়ে তারা বছরের পর বছর পরিশোধ করতে পারছে না।বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন কারণে সরকারি করপোরেশনগুলোর ঋণ ব্যবহারে বড় ধরনের দুর্নীতি রয়েছে।
রাজধানীতে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত দেড় লাখ শিশু-কালের কণ্ঠ
ঢাকা শহরেই দেড় লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত বলে দাবি করেছেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশের বক্তারা।গতকাল বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক সমাবেশে বক্তারা বলেন, সমাবেশে বক্তারা বলেন, আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও এখনো শিশুরা কৃষি, কলকারখানা, গণপরিবহন, আবাসন, খাবারের দোকান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ইটখোলা এবং নির্মাণ খাতে কাজ করছে।দারিদ্র্য ও বৈষম্যের কারণে অনেকেই শ্রম দিতে বাধ্য হচ্ছে। ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
নওগাঁয় মহানবীকে নিয়ে আপত্তিকর কমেন্ট, কিশোর গ্রেপ্তার-মানবজমিন
নওগাঁর মহাদেবপুরে মহানবী (সা.)কে নিয়ে ফেসবুকে আপত্তিকর কমেন্ট করায় পল্লব কুমার মহন্ত নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ২টার দিকে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুদিন (১০ জুন) আগে পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)কে নিয়ে ফেসবুকে কমেন্ট করে। সেটি ফেসবুকে ভাইরাল হলে এলাকার মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। তারা পল্লব কুমার মহন্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ভারতে মহানবীকে অবমাননা-ভেঙ্গে দেয়া হচ্ছে বিক্ষোভকারীদের বাড়ি, দেশজুড়ে ধরপাকড়- রয়টার্সের বরাত দিয়ে বিভিন্ন দৈনিকে পরিবেশিত হয়েছে। আর সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা বেআইনি', যোগী সরকারের ভূমিকায় সরব প্রাক্তন বিচারপতি। বিস্তারিত খবরে বলা হয়েছে,
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। তবে উত্তর প্রদেশে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন কর্তৃপক্ষ তাদের বাড়ি ভেঙ্গে দিচ্ছে। এছাড়া দেশজুড়েই চলছে ব্যাপক ধরপাকড়।কাশ্মীরেও গ্রেপ্তার চলছে।ভারতের বেশ কয়েকটি রাজ্যেই গত কয়েক দিন ধরে বড় ধরনের বিক্ষোভ এবং ধরপাকড় চলছে। এমনকি কয়েকটি জায়গায় মুসলমান ও হিন্দুদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে।উত্তর প্রদেশ পুলিশ রোববার পর্যন্ত তিনশ’র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে যে কোনও ধরনের অবৈধ বিক্ষোভের চেষ্টা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে হওয়া দাঙ্গায় যারা উস্কানি দিয়েছে তাদের বাড়িঘরও তিনি গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান রাজ্য বিজেপির মুখপাত্র।
সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, হজরত মহম্মদকে (Hazrat Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমন পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগামী ২০ জুন নারকেলডাঙা থানায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একই ইস্যুতে মুম্বই পুলিশও তাঁকে তলব করেছে।
রোববার পুলিশের উপস্থিতিতে দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। ওই ব্যক্তির মেয়ে একজন মুসলিম অধিকার আন্দোলনকর্মী।
আনন্দবাজার পত্রিকার খবর, তৃণমূলের ৮০ ভাগ লোক আমাদের সঙ্গে আছেন! দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, তৃণমূল বিধায়কদের ঘরের ৮০ ভাগ লোক তো আমাদের সঙ্গে আছেন। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসে এমনটাই দাবি করলেন তিনি। সাত জন বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জোড়া প্রস্তাব জমা দেয় বিজেপি পরিষদীয় দল। সেই প্রস্তাব দু'টি পদ্ধতিগত কারণে বাতিল করে দেন স্পিকার। সেই প্রস্তাব বাতিল প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুভেন্দু বলেন, "কোনও সিদ্ধান্ত স্পিকারের নিজের ইচ্ছায় হয়নি।

ন্যাশনাল হেরাল্ড মামলা: ৩ ঘণ্টার জেরায় আপাতত ইতি, ইডি দপ্তর থেকে বেরলেন রাহুল গান্ধী-সংবাদ প্রতিদিন/আনন্দবাজার
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার সকাল এগারোটা পনেরো নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রায় ঘণ্টা তিনেকের জেরার পর ইডি অফিস ছাড়লেন তিনি। উল্লেখ্য, এদিন সকালে রাহুলের বাড়িতে যান প্রিয়াঙ্কা গান্ধী। দাদার পাশে দাঁড়াতে ইডি দপ্তর পর্যন্ত গিয়েছিলেন প্রিয়াঙ্কা। হাজিরার আগে দলের সদর দপ্তরেও গিয়েছিলেন রাহুল। সেখান থেকেই ইডির অফিসে পৌঁছন।একটানা তিন ঘণ্টার জেরার পর ইডি দপ্তর থেকে বেরোলেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩