জুন ২৫, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka
  • পদ্মা সেতু নির্মাণে সাহস জুগিয়েছেন আপনারা: প্রধানমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পদ্মা সেতু নির্মাণে সাহস জুগিয়েছেন আপনারা : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • ভূমিকম্প: যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের অর্থ ছেড়ে দেয়ার আহবান ইরানের-মানবজমিন
  • যুক্তরাষ্ট্রের নারীদের স্বাস্থ্য-জীবন হুমকির মুখে: বাইডেন-দৈনিক ইত্তেফাক

  • শেখ হাসিনা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন: জাফরুল্লাহ চৌধুরী- প্রথম আলো
  • বিএনপি এখনো অভিনন্দন জানায়নি: হাছান মাহমুদ-যুগান্তর
  • আজ বিএনপি ছাড়া সবার মুখে হাসি : ওবায়দুল কাদের’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বুকসমান জল, খাবার নেই, প্রশাসনও নেই, ১০ হাজার টাকা দিয়ে কয়েকশো মিটার গেলাম ডিঙিতে-আনন্দবাজার
  • ‘‌বিরোধীরা বৈঠকেই ডাকেনি’‌, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী -দৈনিক আজকাল
  • সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি নয়’, নাম না করে BRICS সম্মেলনে চিনকে কড়া বার্তা মোদির-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

শেখ হাসিনা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন: জাফরুল্লাহ চৌধুরী- প্রথম আলো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। জাতি এতে গৌরবান্বিত। প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটা তাঁর বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন ৭ মার্চে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার সময় জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ সকাল ১০টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমন্ত্রিত ছিলেন দেশের সাড়ে তিন হাজার বিশিষ্টজন। ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সমাজের নানা পেশার বিশিষ্ট নাগরিকেরা। জাফরুল্লাহ চৌধুরীও অতিথিদের একজন ছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সবাই বলেছিল, এই সেতুর নাম হাসিনা সেতু করতে। উনি করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ইতিহাসে অনেক কিছু দেখেছি। মুক্তিযুদ্ধ দেখেছি। এবার পদ্মা সেতুর উদ্বোধন দেখলাম।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন দেশের মানুষের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী বড় বড় কাজ করেই ফেলেছেন। এখন মানুষের দিকে নজর দিতে হবে। একত্রে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

পদ্মা সেতু নির্মাণে সাহস জুগিয়েছেন আপনারা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছে। আমাদের একটাই লক্ষ্য ছিল এই পদ্মা সেতু নির্মাণ করবোই। এই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। ’ তিনি বলেন, ‘আমি আপনাদের পাশে আছি।

এখন তো পদ্মা সেতু হয়ে গেল। আমরা আসব, আপনারাও যাবেন। আজ শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। সেখানে প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

শেখ হাসিনা বলেন, 'আজকের দিন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। কিছুক্ষণ আগে এ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম, আলহামদুলিল্লাহ। ' তিনি বলেন, ‘বাবা-মা, ভাই-বোন হারিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারাও আমার পাশে ছিলেন। ’

বিএনপি এখনো অভিনন্দন জানায়নি: হাছান মাহমুদ-যুগান্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে দেশি-বিদেশি সবাই শুভেচ্ছা জানালেও বিএনপি জানাতে পারেনি। পদ্মা সেতু নির্মাণে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অভিনন্দন জানালেও দুঃখজনক বিষয় হচ্ছে— বিএনপি এখনো শুভেচ্ছা বা অভিনন্দন জানায়নি। এটি তাদের চরম রাজনৈতিক দৈন্যতা।  

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থল পৌঁছে তিনি এ মন্তব্য করেন।  তথ্যমন্ত্রী বলেন, ছোটবেলা ঈদের চাঁদ দেখলে যে আনন্দ হতো, আজ তার চেয়ে বেশি আনন্দ লাগছে। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ উচ্ছ্বসিত। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এখন লজ্জিত। যেসব বিদেশি সংস্থা অর্থায়ন বন্ধ করেছিল, তারাও আজ পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত।  

যুক্তরাষ্ট্রের নারীদের স্বাস্থ্য-জীবন হুমকির মুখে: বাইডেন-দৈনিক ইত্তেফাক

প্রায় পাঁচ দশকের পুরনো একটি আইনি সিদ্ধান্তকে উল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে দেশটির ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল হলো। এতে করে যুক্তরাষ্ট্রের লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৪ জুন) তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে। রো আইন চলে গেছে, এটি অত্যন্ত পরিষ্কার। এ দেশের নারীদের স্বাস্থ্য ও জীবন এখন হুমকির মুখে। খবর আনাদোলুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে ১৫০ বছর পিছিয়ে নিয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন। কিন্তু এর অর্থ এই নয় যে, লড়াই শেষ হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

ভূমিকম্প: যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের অর্থ ছেড়ে দেয়ার আহবান ইরানের-মানবজমিন

আফগানিস্তানে চলছে চরম দুঃসময়। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির একাংশ। প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। মাটির সঙ্গে গুঁড়িয়ে গেছে একের পর এক জনপদ। এমন অবস্থায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে প্রতিবেশি দেশ ইরান। একইসঙ্গে এই দুঃসময়ে যুক্তরাষ্ট্রে আটকা থাকা আফগানিস্তানের বিপুল অংকের অর্থ ফেরত দেয়ার আহ্বানও জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে। 

খবরে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ২ হাজার মানুষ। ধ্বংসস্তুপের নীচে আরো বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার জানিয়েছে তালেবান সরকার। নিজেদের অক্ষমতার কথা জানিয়ে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান। 

এরশাদি তার বক্তব্যে, তালেবানের এই আহবানে সাড়া দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।

আজ বিএনপি ছাড়া সবার মুখে হাসি : ওবায়দুল কাদের’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আজ বিএনপি ছাড়া সবার মুখে আনন্দের হাসি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌ ‘আজ সবার মুখে আনন্দের হাসি। আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। এত ষড়যন্ত্র, এত কূটচাল, তারপরও শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেললেন। মির্জা ফখরুলের মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় বিষের জ্বালা। জ্বালায়-জ্বালায় মরছে তারা।’ আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনের পর জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,  বঙ্গবন্ধুর বীর কন্যা আপস করেননি। সকল বাধা অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি। আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি। তিনি বলেছিলেন, আমি কারো কাছে মাথানত করব না। আমি পদ্মা সেতু করবই। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

বুকসমান জল, খাবার নেই, প্রশাসনও নেই, ১০ হাজার টাকা দিয়ে কয়েকশো মিটার গেলাম ডিঙিতে-আনন্দবাজার

সোমবার সকাল। ঘুম থেকে উঠেই দেখলাম গোটা এলাকা জলে ভাসছে। নদীর জল যেন সেকেন্ডে সেকেন্ডে বাড়ছিল। গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছিল অসমে। কিন্তু কোনও রকম সতর্কবার্তা দেওয়া হয়নি। জলের তোড়ে বাঁধ ভেঙে হু হু করে শিলচরে জল ঢুকতে শুরু করে।

শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে আমাদের বাড়ি। গত রবিবার রাত থেকেই জলবন্দি ছিলাম টানা চার দিন। বিদ্যুৎ নেই। খাবারের, জলের হাহাকার। তার সঙ্গে ভয় ধরাচ্ছিল বন্যার জল। হাঁটু থেকে কোমর, কোমর থেকে গলাসমান জল উঠে গিয়েছিল। চার দিন ধরে কোনও রকম সাহায্য মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। বার বার ফোনে পরিস্থিতির কথা জানিয়ে উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলাম। কিন্তু বলা হয়েছিল, অপেক্ষা করুন। ঠিক সাহায্য করা হবে। কিন্তু কোথায় সাহায্য! চার দিন ধরে কারও দেখাই মেলেনি। চার দিন বাড়িতে আটকে থাকার পর বৃহস্পতিবার একটি ডিঙি নৌকা ভাড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। এক কিলোমিটার যেতে নৌকার ভাড়া দিতে হয়েছে ১০ হাজার টাকা। আমরা বাড়ি ছেড়ে শিলচরেরই মেহেরপুরে গিয়ে আশ্রয় নিয়েছি

‘‌বিরোধীরা বৈঠকেই ডাকেনি’‌, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী -দৈনিক আজকাল

এনডিএ’‌র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবেন বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতী।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএসপি’‌র ভোট পেয়ে যাচ্ছেন দ্রৌপদী। এনডিএ প্রার্থীকে সমর্থন করার কারণ হিসেবে মায়াবতী বলেছেন, ‘‌তিনি আদিবাসী সম্প্রদায়ের নেত্রী। আর বিএসপি’‌র আন্দোলনের একটা বড় অংশ এই আদিবাসী সম্প্রদায়কে ঘিরেই।’‌ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্বাচনের সময় বিরোধীরা তার সঙ্গে কোনও আলোচনা করেননি বলে জানিয়েছেন তিনি। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, ‘‌বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকটি দলকে শুধু ডেকেছিলেন আলোচনার জন্য। শরদ পাওয়ারও বিএসপিকে বৈঠকে ডাকার প্রয়োজন মনে করেননি। বিরোধীরা শুধুমাত্র রাষ্ট্রপতি পদে প্রার্থীর বিষয়ে ঐকমত্যে আসার একটা ভান করেছিলেন মাত্র।’‌ মায়াবতী আরও বলেছেন, ‘‌বিএসপি একমাত্র জাতীয় দল, যাদের নেতৃত্ব দলিতদের কাছে। আমরা শিল্পপতিদের পা চাটি না। আমাদের দল নির্যাতিতদের পক্ষে কাজ করে। অন্য কোনও দল যদি দলিতদের জন্য কাজ করে, আমরা চোখ বুঝে তাদের সমর্থন করি।’‌ 

সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি নয়’, নাম না করে BRICS সম্মেলনে চিনকে কড়া বার্তা মোদির-সংবাদ প্রতিদিন

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। যেহেতু এটা খুবই সংবেদনশীল ইস্যু, তাই এটা নিয়ে ‘রাজনীতিকরণ’ করা উচিত নয়। BRICS সম্মেলন থেকে গোষ্ঠীর সদস্য দেশগুলির কাছে এমনই আরজি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নাম না করে তিনি চিনকেই লক্ষ্য করে এই পদক্ষেপ করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিকস গোষ্ঠী। সেই গোষ্ঠীর সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। তিনি ছাড়াও এতে অংশ নিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারচুয়াল এই সম্মেলনের শেষে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে মোদি সুর চড়িয়েছেন সন্ত্রাসবাদ নিয়ে ‘রাজনীতি’র বিরুদ্ধে।

গোষ্ঠীর সদস্য় দেশগুলিকে মোদি আরজি জানিয়েছিলেন, দেশগুলির উচিত অন্য দেশগুলির নিরাপত্তার বিষয়টিও বোঝা। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে বলেও জানান তিনি। এমন সংবেদনশীল বিষয়ে ‘রাজনীতিকরণ’ করাও উচিত নয় বলেও উল্লেখ করেন মোদি।

পার্সটুডে/ বাবুল আখতার /২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ