কথাবার্তা
ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা!
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা-মানবজমিন
- পি কে হালদারকে জেরা, এল বাংলাদেশ–ভারতের একাধিক প্রভাবশালীর নাম-প্রথম আলো
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা-যুগান্তর
- দেশজুড়ে লোড শেডিং শিগগিরই কাটছে না-কালের কণ্ঠ
- ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র : বদিউল আলম-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- বিজেপিকে ফাঁকা মাঠ নয়, উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী দিতে উদ্যোগী বিরোধী শিবিরসংবাদ প্রতিদিন
- একাধিকবার হাজিরা এড়িয়েছেন, নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ -আজকাল
- নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, একই নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর বাড়ির জন্যও-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১) ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা। দৈনিক মানবজমিন অনলাইন এ খবর দিয়েছে। কী বলবেন আপনি?
২)আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ব্রাশ ফায়ার, নিহত ৬, আহত ৩১। স্বাধীনতা দিবসে এই গোলাগুলির ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
পি কে হালদারকে জেরা, এল বাংলাদেশ–ভারতের একাধিক প্রভাবশালীর নাম-প্রথম আলো
বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদার এবং তাঁর পাঁচ সহযোগীর কারা হেফাজত আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার এই আদেশ দিয়ে কলকাতার বিশেষ সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিবিআই) আদালতের বিচারপতি জীবনকুমার সাধু বলেন, ২০ জুলাই তাঁদের ফের আদালতে হাজির করতে হবে। হালদার এবং তাঁর সহযোগীদের দুই আইনজীবী আলী হায়দার এবং সোমনাথ ঘোষ আজ এজলাশে উপস্থিত ছিলেন না।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিত চক্রবর্তী পরে সাংবাদিকদের বলেন, পি কে হালদার এবং তাঁর সহযোগীদের জেরা করে ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। সম্ভবত এদের নামও চার্জশিটে থাকবে। বাংলাদেশের কিছু প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে বলে জানা গেছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চার্জশিট আদালতে পেশ করা হবে এবং তা ২০ জুলাই পেশ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান চক্রবর্তী। পি কে হালদার এবং তার সহযোগীদের নামে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন এবং ২০০২–এর প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।
গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে।গ্রেপ্তারের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায় ইডি।
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা-যুগান্তর
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আনিসের বড় ভাই নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন। শাহবাগ থানার এসআই গোলাম হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে প্রেসক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। তার গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার শরীরের বড় অংশ পুড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা-মানবজমিন
ক্ষুধার যন্ত্রণায় কান্না করায় শিশুকন্যাকে গলা টিপে হত্যা করেছেন তার মা। অভিযুক্ত মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিগ্রিরচরের আলমগীরের ইটভাটায়। নিহত শিশুর নাম জান্নাতুল। অভাবের তাড়নায় শিশুকন্যাকে হত্যার কথা স্বীকার করেছেন শারমিন।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিলের সঙ্গে বিয়ে হয় শারমিনের। তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল। মেয়ের বয়স যখন ছয় মাস, তখন মা-মেয়েকে ফেলে আবার বিয়ে করে অন্যত্র চলে যায় শাকিল। স্ত্রী শারমিন ও মেয়ে জান্নাতুলের খোঁজ নিত না সে। এরপর মেয়েকে নিয়ে শারমিন তার বাবার বাড়িতে থাকত। মা-বাবাও তাকে গালাগাল করতেন।ঠিকমতো খেতে দিতেন না। শিশুটিও ক্ষুধার যন্ত্রণায় কান্না করতো।
শারমিন জানিয়েছে, সোমবার সকালে ক্ষুধার যন্ত্রণায় মেয়ে কান্না শুরু করলে তার গলা টিপে ধরে সে। একপর্যায়ে মেয়ে নড়াচড়া বন্ধ করে দিলে শারমিন তার বাবার বাসায় এসে মাকে ঘটনা জানায়। তখন তার মা তাকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে যায়। ফার্মেসির লোকজন তাদের নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা জেনারেল হাসপাতাল পাঠান। সেখানে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, একই নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর বাড়ির জন্যও-আনন্দবাাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব। সেখানেই এই সিদ্ধান্ত। নিরাপত্তার ‘বজ্র আঁটুনি’ এড়িয়ে শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুকের ঢুকে পড়া নিয়ে রাজ্য তোলপাড়, জানা যাচ্ছে, তাঁর সঙ্গে ছিল একটি লোহার রড! সেই রড নিয়েই ঘণ্টা সাতেক কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ঘরের উল্টো দিকে বসেছিলেন তিনি।মমতার বাড়িতে সাত ঘণ্টা ঘাপটি মেরে থাকা আগন্তুক হাফিজুল মোল্লাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকাল বা বিজেপিকেই নয়, ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রচার সভাগুলিতে আক্রমণ করতে হবে সিপিএম জমানাকেও। তাই মোদীর সঙ্গে একাসনে বসিয়ে রাজ্য জুড়ে তৃণমূলের নেতা-কর্মীরা আক্রমণ শানাচ্ছেন বামফ্রন্ট জমানার প্রতিও।সম্প্রতি ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ পালনের আগে রাজ্য জুড়ে তার প্রচার সভা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সঙ্গে পথসভার বক্তৃতায় কী কী বলতে হবে, তা-ও নির্দেশাকারে জানিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা।
বিজেপিকে ফাঁকা মাঠ নয়, উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী দিতে উদ্যোগী বিরোধী শিবির-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পদ্ম শিবিরে জল্পনা ছিলই। এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে জল্পনা শুরু হল বিরোধী শিবিরে। এনসিপি (NCP) নেতা শরদ পওয়ার দিল্লিতে পা রাখলেই বিরোধী জোটের প্রার্থী নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। বামেদের পক্ষ থেকে পাওয়ারকে ইতিমধ্যেই আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃণমূল ও কংগ্রেস-সহ অন্যান্য অ-বিজেপি দলগুলি সহমত হলেই প্রার্থী চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।
একাধিকবার হাজিরা এড়িয়েছেন, নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ-আজকাল
বিস্তারিত খবরে লেখা হয়েছে, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। নূপুর শর্মাকে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা অন্তত দু’বার তলব করেছিল। কিন্তু তিনি জেরা এড়িয়ে যান। এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ।কলকাতা পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।
শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫