জুলাই ০৮, ২০২২ ১৭:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • পাঁচ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ডলারসংকটে আশার আলো-কালের কণ্ঠ
  • রাশিয়াকে হারানো নিয়ে পশ্চিমা বিশ্বকে পুতিনের চ্যালেঞ্জ-প্রথম আলো
  • মারা গেছেন গুলিবিদ্ধ শিনজো আবে- মানবজমিন
  • জীবনের প্রতি মায়া রেখে সবাই যাতায়াত করুন: কাদের - যুগান্তর
  • জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: ডিএমপি কমিশনার-ইত্তেফাক
  • দেশে আরও ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • শিন্ডে-সরকার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব শিবির, শুনানিতে রাজি শীর্ষ আদালত-আজকাল
  • ‘প্রিয় বন্ধু’ শিনজো আবের প্রয়াণে ভারতে শনিবার জাতীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর–আনন্দবাজার পত্রিকা
  • এক কেজি চালেও খুশি! বর্ধমানে রোগীদের মুখে হাসি ফোটান ২০ টাকার ডাক্তার-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: ডিএমপি কমিশনার-ইত্তেফাক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার নামাজ আদায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সময় বেঁধে দিয়ে চিঠি-গুম-হত্যা নিয়ে ঢাকার বক্তব্য চায় জাতিসংঘ-মানবজমিন

বছরব্যাপী সংঘটিত গুম-খুন তথা স্পর্শকাতর ঘটনাগুলো এবং এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তথ্য দিয়ে সহায়তাকারী ব্যক্তি এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য বা অবস্থান জানতে চেয়েছে  জাতিসংঘ। এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ওই সব কেসের বিষয়ে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে বাংলাদেশের বক্তব্য পাওয়া জরুরি। অন্যথায় হিউম্যান রাইটস কাউন্সিলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ মহাসচিব যে বাৎসরিক রিপোর্ট পেশ করতে যাচ্ছেন তাতে বাংলাদেশের ভাষ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ইউনেস্কোতে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আন্তঃসরকার পর্ষদের তীব্র প্রতিদন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে ২০২২-২৬ মেয়াদে বাংলাদেশ ওই কমিটিতে কাজ করার সুযোগ অর্জন করলো বলে জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

পাঁচ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ডলারসংকটে আশার আলো-কালের কণ্ঠ

আসন্ন ঈদ উপলক্ষে কোরবানি ও আনুষঙ্গিক খরচের জন্য বাড়িতে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। আত্মীয়-স্বজনের ঈদ উদযাপনকে আনন্দময় করতে সাধ্যমতো বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন তাঁরা। ফলে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাস আয়। গত পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি।

মারা গেছেন গুলিবিদ্ধ শিনজো আবে-মানবজমিন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় তাকে গুলি করা হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেশটির নারা শহরে একটি ইভেন্টে পিছন থেকে গুলি করা হয়। এতে তিনি লুটিয়ে পড়েন। জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে রিপোর্টে বলেছে, শিনজো আবে ওই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের মাঝামাঝি তাকে পিছন থেকে গুলি করা হয়। হামলাকারীকে আটক করে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজোই টুইটে বলেছেন, শিনজো আবে ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ অবস্থায় আছেন। কোনো মানুষকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পূর্বের মুহূর্তকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।

শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। ২০২০ সালে স্বাস্থ্যগত সমস্যার উল্লেখ করে তিনি পদত্যাগ করেন।

শিনজো আবের হামলাকারী সম্পর্কে যা জানা গেল-বাংলাদেশ প্রতিদিন

শিনজো আবের হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। ওই বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে অবস্থান করছিলেন। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা চারপাশের এলাকা ঘিরে ফেলেন। ভবন থেকে নেমে আসা বন্দুকধারীকে গ্রেফতার করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর।নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। জাপানের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী নৌবাহিনীর সাবেক সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করায় ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে।

শিনজো আবে জাপানের সাম্প্রতিক সময়ের রাজনীতিতে সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব। ২০১২ থেকে ২০২০ সাল  (আট বছর) পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আবে ক্ষমতাসীন এলডিপির সবচেয়ে বড় উপদলের নেতৃত্ব দিচ্ছিলেন ।

রাশিয়াকে হারানো নিয়ে পশ্চিমা বিশ্বকে পুতিনের চ্যালেঞ্জ-প্রথম আলো

যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাহস থাকলে পশ্চিমা বিশ্বকে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে দেখতে বলেছেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেছেন। খবর আল জাজিরার।

বৈঠকে পুতিন বলেন, মস্কো এখনো শান্তি আলোচনার পথ খোলা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হবে, যেকোনো আলোচনার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসবে।পশ্চিমা বিশ্বের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, ‘এখন আমরা শুনছি তাঁরা যুদ্ধক্ষেত্রে আমাদের পরাজিত করতে চায়। আপনারা এখানে কী বলতে পারেন? তাদের চেষ্টা করতে দিন।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেকবারই শুনেছি যে পশ্চিমারা চায় ইউক্রেনে সর্বশেষ মানুষটি জীবিত থাকা পর্যন্ত লড়াই চলুক। এটি ইউক্রেনীয় জনগণের জন্য কষ্টের বিষয়। তবে দেখে মনে হচ্ছে সবকিছু সে পথেই এগোচ্ছে।’

রাশিয়ার অভিযোগ, পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার মধ্য দিয়ে মস্কোর বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালাচ্ছে।ইউক্রেনে অত্যাধুনিক প্রযুক্তির সরবরাহ জোরদার করেছে পশ্চিমা বিশ্ব।

পুতিন বলেন, ‘সবার অবশ্যই জানা উচিত, আমরা এখন পর্যন্ত বড় আকারে কোনোকিছু শুরু করিনি। একই সময়ে আমরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করিনি। তবে যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে, তাদের জানা উচিত যে যত সময় গড়াবে আমাদের সঙ্গে আলোচনার পথ তত কঠিন হয়ে উঠবে।

বরিস জনসনের পতন ডেকে আনল যে ৫ কারণ-প্রথম আলো

তিন বছরেরও কম সময় আগে বরিস জনসনের নেতৃত্বে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি জাতীয় নির্বাচনে ১৯৮৭ সালের পর সবচেয়ে বড় বিজয় নিয়ে ক্ষমতা এসেছিল। এখন দলীয় মন্ত্রী ও এমপিদের সমর্থন হারিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে। কীভাবে এমন হলো?

ক্রিস পিনচারের ঘটনা

বরিস জনসনের এই পরিণতির পেছনে বড় ভূমিকা রেখেছে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ও সাবেক ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনচারকে ঘিরে বিতর্কিত কয়েকটি ঘটনা। গত ২৯ জুন লন্ডনের একটি ক্লাবে গিয়েছিলেন তিনি। পিনচারের ভাষায়, ওই ক্লাবে তিনি ‘অত্যধিক মদ পান করেছিলেন’। এমনকি এ ঘটনা তাঁর নিজের কাছেই ছিল ‘বিব্রতকর’।’করোনা মহামারির মধ্যে বিধিনিষেধ অমান্য।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

বরিস জনসনের পদত্যাগের পেছনে একটি কারণ যুক্তরাজ্যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি। চলতি বছর দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশে।ওয়েন প্যাটারসন বিতর্ক।পরিকল্পনায় ঘাটতি

ব্রেক্সিট বাস্তবায়নের ওপর ভর করেই নির্বাচনে বড় জয় পেয়েছিলেন বরিস জনসন। তবে এরপর দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর পরিকল্পনায় ঘাটতি ছিল বলে অভিযোগ সমালোচকদের।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

‘প্রিয় বন্ধু’ শিনজো আবের প্রয়াণে ভারতে শনিবার জাতীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর-আনন্দবাজার পত্রিকা

‘প্রিয় বন্ধু’ শিনজো আবেকে হারিয়ে ‘শোকার্ত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন মোদী। শিনজোর মৃত্যুর পর টুইটারে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।শিনজো সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্য নেতা উনি। অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

শিন্ডে-সরকার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব শিবির, শুনানিতে রাজি শীর্ষ আদালত-আজকাল

মহারাষ্ট্র নিয়ে জট কাটছে না কিছুতেই। বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগেই। বদলে গিয়েছে সে রাজ্যের সরকার। তবে তার পরেও সমস্যার সমাধান হয়নি এখনও। এবার শিন্ডে সরকারকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব শিবির। ঠাকরে শিবিরের আর্জির প্রেক্ষিতে শুনানিতে রাজি হয়েছে দেশের শীর্ষ আদালত।উদ্ধব শিবিরের অভিযোগ, একনাথ শিন্ডে সহ একগুচ্ছ বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে তাঁদের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল তৎকালীন সরকার পক্ষ। সেই মামলা এখনও বিচারাধীন। অন্যদিকে এর মাঝেই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন একনাথ শিন্ডে। ঠাকরে শিবিরের বক্তব্য, অসাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিন্ডে। রাজ্যপালের শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করানোর ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়েছে ঠাকরে শিবির।

এক কেজি চালেও খুশি! বর্ধমানে রোগীদের মুখে হাসি ফোটান ২০ টাকার ডাক্তার-সংবাদ প্রতিদিন

এই দুর্মূল্যের বাজারে মাত্র ২০ টাকায় অভিজ্ঞ চিকিৎসক! হ্যাঁ, বর্ধমানে রয়েছেন এমনই এক ডাক্তারবাবু। সেই ২০ টাকা দিতেও কেউ কেউ দিতে অপরাগ। তাতেও ডাক্তারবাবুর কোনও বিরক্তি নেই। বিনামূল্যেই অনেককে চিকিৎসা দেন। এ ভাবে ডাক্তারবাবুর চিকিৎসায় প্রাণে বেঁচেছিলেন এক রোগী। সুস্থ হয়ে তাঁর হাতে তুলে দিয়েছেন এক কেজি চাল। সেটা পেয়ে ডাক্তারবাবুর চোখ ছলছল। কেঁদে ফেললেন রোগীও।আজকাল ভাল ডাক্তার মানেই মোটা দর্শনী নেন। তবে গত ৩০ বছর ধরে বর্ধমান শহরে মাত্র ২০ টাকায় রোগী দেখে আসছেন গীষ্পতি চক্রবর্তী। নামের উচ্চারণ যতটাই কঠিন, ব্যবহারে ততটাই তিনি সহজ-সরল। দক্ষিণেশ্বরের ছেলে গীষ্পতি পড়তে এসেছিলেন বর্ধমানে। তার পর সেই যে মানুষের মায়ার বাঁধনে পড়লেন, তার পর থাকেন এখানেই। এলাকার গরিব মানুষদের কাছে তিনি সাক্ষাৎ ‘দেবতা’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮

ট্যাগ