জুলাই ১৬, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • কথাবার্তা: যুদ্ধাপরাধ-গোটাকে ধরো

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ–ইত্তেফাক
  • ভয়াবহ যুদ্ধাপরাধ-গোটাকে ধরো-মানবজমিন

  • একটি প্রতিবেশী দেশের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত: রাজনাথ সিং প্রথম আলো
  • নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন-যুগান্তর
  • রিঅ্যাকশন নয় এখন থেকে অ্যাকশন : গয়েশ্বর -দৈনিক নয়াদিগন্ত
  • রাজনীতির মাঠে আসুন, খেলা হবে : বিএনপিকে সেতুমন্ত্রী -কালের কণ্ঠ
  • বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশে দ্রুত সমন্বয়ের দাবি ক্যাবের -দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • মোদীকে বিপাকে ফেলতে সনিয়ার নির্দেশেই তিস্তাকে টাকা দেন আহমেদ, অভিযোগ বিজেপির-আনন্দবাজার
  • সর্বকালীন পতন টাকার মূল্যে, মোদির পুরনো টুইটকে হাতিয়ার করে খোঁচা বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

  • রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবে কেজরির দল -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

একটি প্রতিবেশী দেশের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত: রাজনাথ সিং প্রথম আলো

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রতিবেশী একটি দেশের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। স্থানীয় সময় গতকাল শুক্রবার কলকাতার হুগলী নদীতে একটি রণতরী উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেছেন তিনি। খবর পিটিআই’র।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সরাসরি নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানকেই ইঙ্গিত করেছেন রাজনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ যে দেশই হোক না কেন সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তাঁর দেশ। এ বন্ধন অটুট রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

একপর্যায়ে বাংলাদেশের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, দেশটি (বাংলাদেশ) যেভাবে সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছে, নিশ্চিতভাবেই এটি ভবিষ্যতে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুব খুশি যে বাংলাদেশ সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে; ধর্মীয় প্রভাব ও সংকীর্ণতাকে পেছনে ফেলে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং আধুনিকতা, ধর্ম নিরপেক্ষতা ও নারীর ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিচ্ছে।

রাজনীতির মাঠে আসুন, খেলা হবে : বিএনপিকে সেতুমন্ত্রী -কালের কণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের সাইরেন বেজে উঠছে- মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোথা থেকে শুনলেন সাইরেনটা? কোথায় শুনলেন? রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? কী সাইরেন শুনেছেন? শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টার সাইরেন। নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে, আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাঁজছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বিএনপিকে আরো বলেন, খেলা হবে, খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলায় আসুন, নির্বাচন আর রাজনীতির মাঠে খেলায় আসুন। আগুন নিয়ে খেলবেন না, আমরা প্রতিহত করব। আওয়ামী লীগ জনগণকে নিয়ে সেই আগুনের খেলা প্রতিরোধ করবে।

ভয়াবহ যুদ্ধাপরাধ-গোটাকে ধরো-মানবজমিন

দেশ ছেড়ে পালিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। দেশের মাটিতে থেকে ক্ষমতা ছাড়ার ঝুঁকি নিতে চাননি তিনি। কারণ, দেশের মানুষের সঙ্গে তিনি যা করেছেন, তা হয়তো শ্রীলঙ্কানরা কখনো ক্ষমা করতে পারবে না। শুধু অর্থনৈতিক দুর্দশা কিংবা শ্রীলঙ্কাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কলঙ্কই বয়ে বেড়াচ্ছেন না রাজাপাকসে, তার হাতে রয়েছে হাজার হাজার মানুষের রক্তও। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। তাই যারা অপেক্ষায় ছিলেন, ক্ষমতা ছাড়ার পর রাজাপাকসেকে বিচারের মুখোমুখি করা হবে তাদেরকে হতাশই হতে হচ্ছে। 

রাজাপাকসের পতন যদিও ছিল পুরোপুরি অসম্মানজনক। কিন্তু যুদ্ধাপরাধের মতো ভয়াবহ অপরাধের শাস্তি এতো তুচ্ছ হতে পারে না। রাজাপাকসে নিজ দেশের মানুষের বিরুদ্ধে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। সিংহলি বৌদ্ধ জাতীয়তাবাদীদের সঙ্গে তামিল সংখ্যালঘুদের রক্তাক্ত সংঘাতের সময় নির্বিচারে হত্যা করা হয় তামিলদের। তাদের স্বাধীনতার স্বপ্ন দুমরে মুচরে ফেলতে সেখানে সর্বোচ্চ নৃশংসতা চলেছে।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন-যুগান্তর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  শনিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।  তিনি বলেন, আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান। চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশর আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশে দ্রুত সমন্বয়ের দাবি ক্যাবের -দৈনিক সমকাল

আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার কারণে দেশে দ্রুত দাম সমন্বয়ের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা। 

বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দেশে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম বাড়াতে যতটুকু আগ্রহী, বিশ্ববাজারে দাম কমলে দেশে কমাতে তেমন আগ্রহী না হবার কারণে ভোজ্যতেলের বাজারে এখনকার নৈরাজ্যকর পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে দেশিয় বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন আমদানিকারকরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দীর্ঘদিনেও দেশিয় বাজারে পণ্যটির দাম সমন্বয় হয় না। আবার আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশিয় বাজারে দাম বাড়ে, কিন্তু দাম কমলে ব্যবসায়ীরা উল্টোসুর দেন। বেশি দামে কেনা বা বুকিং রেট বেশিসহ নানা অজুহাত দেখান। আর্ন্তজাতিক বাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়ে বাণিজ্যমন্ত্রী একাধিক বার আশ্বাস দিলেও সে আশ্বাসের বাস্তবায়ন হয়নি। 

সর্বকালীন পতন টাকার মূল্যে, মোদির পুরনো টুইটকে হাতিয়ার করে খোঁচা বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

বিশ্ববাজারে টাকার অবমূল্যায়ন নিয়ে বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন ধরেই মার্কিন ডলার পিছু টাকার মূল্য প্রায় ৮০ টাকা! যা সর্বকালীন রেকর্ড। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে মোদি সরকারকে কাঠগড়ায় তুলে সমালোচনায় সরব বিরোধীরা।

শনিবারের হিসেব বলছে এক মার্কিন ডলারের মূল্য ভারতীয় অঙ্কে ৭৯ টাকা ৭২ পয়সা। এই অবস্থায় কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পুরনো টুইটের স্ক্রিনশট শেয়ার করছেন। ২০১৩ সালের সেই পোস্টে তৎকালীন বিরোধী নেতা মোদি ইউপিএ সরকারকে কটাক্ষ করে লিখেছিলেন, ”ইউপিএ সরকার ও টাকার মধ্যে যেন প্রতিযোগিতা চলছে কে আগে মুখ থুবড়ে পড়বে।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবার কেন্দ্রকে খোঁচা মেরে এই পরিস্থিতিকে ‘অমৃতকাল’ বলে উল্লেখ করেছেন তাঁর টুইটে। তাঁর পোস্টে তিনি দাবি করেন, যখন টাকার দাম ডলার পিছু ৫০ বা ৬০ টাকা ছিল, তখন বিরোধীর আসনে থাকা বিজেপির অভিযোগ ছিল ভারত সংকটে এবং টাকা আইসিইউয়ে রয়েছে। কিন্তু এখন টাকার দাম ৭০ পেরোতেই বিজেপি ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার কথা বলছে। আর ৮০ টাকা ছোঁয়ার মুহূর্তে যেন দাবি করতে চাইছে এটা ‘অমৃতকাল’। এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম দাবি করেছেন, ২০১৩ সালে টাকার মূল্য ডলার পিছু ৬৯ টাকা হওয়ার পরে তার মাসেই তা কমিয়ে ৫৮ টাকায় নামাতে সক্ষম হয়েছিল তৎকালীন ইউপিএ সরকার।

রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবে কেজরির দল -আজকাল

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। তার ঠিক দু’‌দিন আগে অর্থাৎ শনিবার অরবিন্দ কেজরিওয়ালের দল নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল। এদিন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানান, ‘‌দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা যশবন্ত সিনহাজিকেই সমর্থন করব।’‌ রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে শনিবার আপের রাজনৈতিক বিষয়ক কমিটি বৈঠকে বসেছিল। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, পাঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডা সহ অনেকে। বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলের তরফে।

মোদীকে বিপাকে ফেলতে সনিয়ার নির্দেশেই তিস্তাকে টাকা দেন আহমেদ, অভিযোগ বিজেপির-আনন্দবাজার

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর নির্দেশেই ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়ানোর চক্রান্ত হয়েছিল। শনিবার এই অভিযোগ করেছে বিজেপি। শনিবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘‘নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলার চক্রান্তে সনিয়া গাঁধী জড়িত ছিলেন। তাঁর নির্দেশেই আহমেদ পটেল (গুজরাতের প্রয়াত কংগ্রেস নেতা, যিনি সনিয়ার রাজনৈতিক সচিব ছিলেন) মোদীজির সরকারের ক্ষতি করার চেষ্টা করেছিলেন।’’

ঘটনাচক্রে, শুক্রবার গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আমদাবাদের দায়েরা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, গোধরা পরবর্তী দাঙ্গার পর গুজরাতের বিজেপি সরকারকে বিপাকে ফেলার জন্য প্রয়াত কংগ্রেস নেতা পটেলের থেকে নাকি ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন ধৃত সমাজকর্মী তিস্তা শেতলবাদ। সম্বিতের অভিযোগ, সেই ষড়যন্ত্র হয়েছিল সনিয়ার নির্দেশে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ