জুলাই ১৮, ২০২২ ১৬:২৫ Asia/Dhaka
  • কথাবার্তা:

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘আ.লীগ-বিএনপি সমঝোতা করে নতুন ব্যবস্থায় নির্বাচনে এলে আপত্তি নেই’–দৈনিক আমাদের সময়
  • সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছে সিইসি’-মানবজমিন
  • পানির মূল্যবৃদ্ধি নয়, ওয়াসার উচিত দুর্নীতি বন্ধে নজর দেওয়া- প্রথম আলো
  • যে কারণে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হওয়ার হুশিয়ারি রাশিয়ার-যুগান্তর
  • কাল থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং -কালের কণ্ঠ
  • বিএনপি বিদেশী প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় : ওবায়দুল কাদের-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়, বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্মুখী লড়াই-আনন্দবাজার
  • BJP’র ক’জন বিধায়ক আছে নিজেরাও জানে না’, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে কটাক্ষ অভিষেকের

  • ভুলবশত গ্রেনেড ফেটে মৃত এক সেনা ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসার!  -আজকাল

পানির মূল্যবৃদ্ধি নয়, ওয়াসার উচিত দুর্নীতি বন্ধে নজর দেওয়া- প্রথম আলো

রাজধানী ঢাকার বাসিন্দাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা। এ লক্ষ্যে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণবিষয়ক টেকনিক্যাল স্টাডির ফলাফল গতকাল রোববার উপস্থাপন করেছে সরকারি এই সংস্থা। ওয়াসার নতুন প্রস্তাব অনুযায়ী, নিম্ন আয়ের মানুষ তথা বস্তিবাসী ছাড়া রাজধানীর অন্য বাসিন্দাদের আরও বেশি দামে পানি কিনতে হবে। ওয়াসায় এমন প্রস্তাবের যৌক্তিকতাসহ নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। এই পদ্ধতি চালু হলে দেখা যাবে, পানি শুধু তাঁরাই পাচ্ছেন, যাঁরা বেশি দামে কিনছেন। আর যাঁরা কম দামে পানি পাবেন, তাঁদের পানির গুণগত মান খারাপ হবে। শ্রেণিভিত্তিক পানি বিক্রি শুরু হলে দেখা যাবে ওই বেচারারা (নিম্ন আয়ের মানুষ) ঠিকমতো পানি পাচ্ছেন না।

কাল থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং -কালের কণ্ঠ

জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার (১৯ ‍জুলাই) থেকে সারাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এছাড়াও ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

আজ সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা।

যে কারণে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হওয়ার হুশিয়ারি রাশিয়ার-যুগান্তর

ক্রিমিয়ায় আক্রমণ হলে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের কিছু ঘটলে তাদেরকে চূড়ান্ত দিনের মুখোমুখি হতে হবে, তা খুব দ্রুত, কঠিন এবং অবিলম্বে। এটি এড়ানোর কোনো সুযোগই থাকবে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, মেদভেদেভ কেবল ইতিহাস ভুলে যাওয়া একজন ছোট মানুষ, গুরুতর এবং ভীতিকর বিষয়টি মনে করার চেষ্টা করেছিলেন। আরও একটু, সব দেখাবো! কী প্রদর্শন করবেন? আরেকটা শিশুকে মেরে ফেলবেন?

বিএনপি বিদেশী প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় : ওবায়দুল কাদের-নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশী প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।আজ সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

‘বর্তমান নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুলের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সকল সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়।তিনি বলেন, আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোন বিশ্বাস নেই।

‘আ.লীগ-বিএনপি সমঝোতা করে নতুন ব্যবস্থায় নির্বাচনে এলে আপত্তি নেই’–দৈনিক আমাদের সময়

আওয়ামী লীগ ও বিএনপি সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসলে তাতে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেবো। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।

সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছে সিইসি’-মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন ধরনের নীল নকশা করেছে। এই নীলনকশা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নামক একটি সংগঠনের উদ্দ্যোগে বিগত দিনে বিএনপির আন্দোলনে গুম, খুন হওয়া পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা নিজেই একটি দুর্যোগ। দুর্যোগ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি আবির্ভূত হয়েছেন। দুর্যোগ বলেই তো গুম খুনের পরিবার এখানে উপস্থিত হয়েছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গুমের সংখ্যা বাড়বে। ক্রসফায়ার সংখ্যা বাড়বে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে। কারণ এই ধরনের সরকার রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার জন্য এমন কোন হীন ও পাশবিক কাজ নাই যা তারা করবে না। অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য তারা সকল অপকর্ম করবে।

জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়, বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্মুখী লড়াই-আনন্দবাজার

বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা। সোমবার সে দেশের প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এই ঘোষণা করেছেন। ঘটনাচক্রে, তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী।

ইতিমধ্যেই পার্লামেন্টের অধিবেশন ডেকে প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হয়েছে শ্রীলঙ্কায়। আগের মতো আম নাগরিকদের সমর্থনে (পপুলার ভোট) নয়, সে দেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী ২০ জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের মতো শুধু মাত্র সাংসদ-বিধায়কেরা নন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এত দিন ভোট দিতেন সে দেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতেই অন্তর্বতী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

BJP’র ক’জন বিধায়ক আছে নিজেরাও জানে না’, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে কটাক্ষ অভিষেকের

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) ভোট দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকালেই গেরুয়া শিবিরের ‘রিসর্ট’ রাজনীতি নিয়ে টুইটারে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভায় দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, “ক’জন বিধায়ক বিজেপিতে রয়েছে, তা ওরা নিজেরাই জানে না। বিজেপিশাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেলবন্দি করে রাখতে হচ্ছে না। নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি।”

তৃণমূলের (TMC) অভিযোগ, বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি। এমনকী, বিজেপি (BJP) বিধায়কদের ফোন নিজের হেফাজতে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর বিধানসভায় দাঁড়িয়েও তোপ দাগলেন অভিষেক।

ভুলবশত গ্রেনেড ফেটে মৃত এক সেনা ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসার!  -আজকাল

ভুলবশত গ্রেনেড বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক আর্মি ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসারের (জেসিও)। এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছেই। জম্মু প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, রবিবার বেশি রাতে মেন্ধর সেক্টরে দায়িত্ব পালিন করছিল ভারতীয় সেনাবাহিনী, সে সময় এই বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণে আহত হন ক্যাপ্টেন আনন্দ। এছাড়াও চোট লাগে জেসিও নায়েব সুবেদার ভগবান সিংয়ের। দু’জনকেই হেলিকপ্টারে করে দ্রুত উধমপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৃত্যু হয় দু’জনেরই। জানা গেছে, ক্যাপ্টেন আনন্দ বিহারের ভাগলপুর জেলার চম্পানগর এলাকার বাসিন্দা এবং সুবেদার ভগবান সিং উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার পোখার ভিট্টা এলাকার মানুষ।    

পার্সটুডে/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ