কথাবার্তা
কথাবার্তা: 'নগ্নতায় ভরেছে ফেসবুক, কমছে মহিলা ইউজার! চিন্তায় কর্তৃপক্ষ'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- প্রেসিডেন্ট পেয়ে শ্রীলঙ্কায় আন্দোলন কি শেষ হলো-প্রথম আলো
- দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৬২০-বাংলাদেশ প্রতিদিন
- আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি : হানিফ-কালের কণ্ঠ
- নির্বাচিত কলাম-ভেতর বাহির ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হোক’ এটা কারা চাইছে? কেন চাইছে?- মানবজমিন
- দেশ অন্ধকার খাদের প্রান্তে: ফখরুল- যুগান্তর
ভারতের শিরোনাম:
- ভারত-বাংলাদেশ সীমান্তে ২১ কোটি টাকার সোনা আটক করল বিএসএফ -আজকাল
- ‘প্রতাপের মদে বেশি নেশা’ কী করে! হাওড়া বিষমদ-কাণ্ডের তদন্তে উঠে এল নতুন তথ্য–আনন্দবাজার পত্রিকা
- নগ্নতায় ভরেছে ফেসবুক, কমছে মহিলা ইউজার! চিন্তায় কর্তৃপক্ষ-সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
প্রেসিডেন্ট পেয়ে শ্রীলঙ্কায় আন্দোলন কি শেষ হলো-প্রথম আলোর এ মতামত কলামে লেখা হয়েছে, রনিল বিক্রমাসিংহেকে আর প্রেসিডেন্টের ভার নিজের কাঁধে বহন করে যেতে হবে না। ভারমুক্ত হয়ে এখন তিনি নিজেই প্রেসিডেন্ট।শ্রীলঙ্কার আইনসভার সদস্যরা সদ্য তাঁকে নির্বাচিত করেছেন।সবচেয়ে মজার বিষয় হচ্ছে, প্রেসিডেন্টের মসনদে বিক্রমাসিংহের এ আরোহণ তাঁর চাচা জে আর জয়াবর্ধনের মতোই হলো। ১৯৭৮ সালে জয়াবর্ধনে প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই বছরে আগ্রহ নেই। দিন শেষে রনিল বিক্রমাসিংহে এখন শ্রীলঙ্কার কার্যত (ডি–ফ্যাক্টো) নেতা। যাহোক, এখন প্রশ্ন হলো, পরবর্তী সাধারণ নির্বাচনের আগপর্যন্ত তাঁর বৈধতা যাচাইয়ের বিকল্প কোনো পথ আছে কি?
শ্রীলঙ্কার চলমান ‘আরাগালায়া’ (সিংহলি ভাষায় এর অর্থ সংগ্রাম) আন্দোলনের কিছু সোচ্চার মুখ এই প্রশ্ন তুলেছেন। কিন্তু কারও সেটা শোনার সুতরাং এখন যে প্রশ্ন সামনে এসেছে, তা হলো এ বাস্তবতাতেই কি আরাগালায়া আন্দোলন শেষ হয়ে যাবে? এটা ভাবার দরকার নেই। এ আন্দোলন রনিল বিক্রমাসিংহেকে ক্ষমতায় আনার জন্য শুরু হয়নি। বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হওয়ায় তাই এ আন্দোলনের সমাপ্তি হতে পারে না। দীর্ঘ পথ পেরোতে হবে। যুদ্ধে পরাজয়ের মানে এই নয় যে যুদ্ধটাই শেষ হয়ে গেছে।
মানবজমিনের নির্বাচিত কলাম-ভেতর বাহির ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হোক’ এটা কারা চাইছে? কেন চাইছে? ডা. জাহেদ উর রহমান তার কলামে লিখেছেন, বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনা আসলে কতোটা? কয়েক দিন আগেই বিশ্বের আরও কয়েকটি দেশে শ্রীলঙ্কার মতো সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। এর সূত্র ধরে বিবিসি কিছু ঝুঁকিপূর্ণ দেশের তালিকা বানিয়েছে। এই তালিকায় পাকিস্তান, লাওস ও মালদ্বীপের সঙ্গে আছে বাংলাদেশও। সমপ্রতি সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন, বাজেটে অন্তর্ভুক্ত উন্নয়ন প্রকল্পে কাটছাঁট, আমলাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ইত্যাদি। এর সঙ্গে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঠিক রাখার জন্য আইএমএফ’র কাছে ৫ বিলিয়ন ডলার ঋণ চাওয়া, কম প্রয়োজনীয়/বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিতকরণসহ বেশ কিছু পদক্ষেপ। আর সর্বশেষ দেশে বিদ্যুৎ রেশনিং চালুসহ বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এই সবগুলো পদক্ষেপকে একত্র করলে এটা বুঝতে বাকি থাকে না, মুখের কথায় এবং শরীরী ভাষায় যতই নিশ্চিন্ত ভাব দেখাক না কেন, সরকার খুব গভীর সংকটে পড়েছে।
মানবজমিনের খবর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে। কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সবাই সরকারের তল্পিবাহক। মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে।’ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি : হানিফ-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, যেসব দলের নির্বাচনের সক্ষমতা আছে তারা নির্বাচনে অবশ্যই অংশ নেবে। যারা অংশ নেবে না বুঝতে হবে তারা নির্বাচনের সক্ষমতা হারিয়েছে। আজ কুমিল্লায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
আনন্দবাজার পত্রিকার খবর-মালিপাঁচঘড়ার গজানন বস্তিতে এক দিন আচমকাই ছড়িয়ে পড়েছিল, ‘প্রতাপের মদে নেশা বেশি!’ রাতারাতি বিক্রি বেড়ে যায় বেআইনি ওই মদের ভাটির। তারই পরিণতি, বিষমদ পান করে ১১ জনের মৃত্যু! এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েক জন। গজানন বস্তিতে বেআইনি মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রতাপ কর্মকার নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, প্রতাপকে জেরা করে মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তা থেকে কী ভাবে মদে বিষক্রিয়া, তা-ও ক্রমশ স্পষ্ট হচ্ছে পুলিশের কাছে। সে মদের সাথে রং করার বার্নিশের স্পিরিট মেশাতো। যার ফলে ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটল। আরো একটি বিষয় পরিষ্কার যে বেআইনি ভাবে মদ বিক্রির রমরমা ব্যবসা জারি রয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে ২১ কোটি টাকার সোনা আটক করল বিএসএফ-আজকাল পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বড়সড় চোরাকারবার রুখতে সফল হল বিএসএফ।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ২১ জুলাই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার গুনারমাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তের সন্দেহজনক এলাকায় অ্যামবুশ করে বিএসএফ-এর ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানরা।
সন্ধে সাড়ে ৬টার দিকে প্রায় ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন জওয়ানরা। তাঁরা এগিয়ে যেতেই মালপত্র ফেলে নদীতে ঝাঁপ দেয় চোরাকারবারীরা, তারপর সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যায়।
তল্লাশি চালিয়ে ৫টি ব্যাগ বাজেয়াপ্ত করে বিএসএফ। তার মধ্যে ছিল ৩২১টি স্বর্ণের বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন এবং ১টি কাঠের দেশি নৌকা ছাড়াও ৪টি মোবাইল ফোন, প্যাকিং সামগ্রী এবং বাংলাদেশি সংবাদপত্র উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সোনা ২৪ ক্যারেটের এবং এর ওজন ৪১.৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ২১.২২ কোটি টাকা বলে জানা গেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর দ্বারা এটিই সবচেয়ে বড় একক সোনা আটক বলে জানা গেছে।
দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বিরোধীরাও, ধন্যবাদ জানালেন শিবরাজ সিং চৌহান-আজকাল
দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বিরোধীরাও। এবার বিরোধী বিধায়কদের ধন্যবাদ জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন জিতে গিয়েছেন দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিলসের দৌড়ে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে বেশ বড় ব্যবধানে হারিয়েছেন তিনি তবে রাজনোইতিক মহল বলছে, মুর্মুর জয়ের যে অঙ্ক কষা হয়েছিল, হিসেব তার থেকে একটু পৃথক হয়েছে। কারণ একাধিক ক্রস ভোট পড়েছে তাঁর ঝুলিতে। সূত্রের খবর অসম, ঝড়খন্ড, মধ্যপ্রদেশ বিধানসভার একাধিক বিরোধী শিবিরের বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। অর্থাৎ তাঁদের ভোট গিয়েছে মুর্মুর পক্ষে। দ্রৌপদী মুর্মুকে ক্রস ভোট দেওয়ার জন্য, বিরোধীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
নগ্নতায় ভরেছে ফেসবুক, কমছে মহিলা ইউজার! চিন্তায় কর্তৃপক্ষ-সংবাদ প্রতিদিন
গবেষণা বলছে, ভারতে ফেসবুকের যা ইউজার সংখ্যা তা বিশ্বের মধ্যে সর্বাধিক। তবে সোশ্যাল মিডিয়ার ‘জায়ান্ট’ ফেসবুক (Facebook)। তবু ভারতে সেই ফেসবুকেই ভাটার টান! প্রাথমিক ভাবে সংস্থার অর্থ সচিব জানান, এর পিছনে আসল কারণ ডেটার খরচ বৃদ্ধি। কিন্তু ওই একই দিনই সামনে এসেছিল অন্য কারণগুলি। বলা হয়েছে,পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও পুরুষশাসিত। ফলে এখানে নিজেদের বিপন্ন অনুভব করেন ভারতীয় মহিলারা। নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই তাঁরা ফেসবুক ছাড়ছেন। এছাড়াও ইউজার কমার ক্ষেত্রে একটা বড় কারণ নগ্নতা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২