বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনা আবার বাড়ছে কেন?-প্রথম আলো
- জাতিসংঘ কীভাবে এত বড় ভুল করে: জয় যুগান্তর
- বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র –ইত্তেফাক
- এপির রিপোর্ট-বাংলাদেশের ‘মিরাকল অর্থনীতি’ প্রচণ্ড চাপে, দুর্নীতি-স্বজনপ্রীতিতে ক্ষোভ, দুর্বল বাণিজ্যিক ভারসাম্য - মানবজমিন
ভারতের শিরোনাম:
- রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সমাধান করতে পারেন একমাত্র মোদি! রাষ্ট্রপুঞ্জে জানাল মেক্সিকো -আজকাল
- এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামের চেয়েও খারাপ পার্থ-কাণ্ড, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সৌগত–আনন্দবাজার পত্রিকা
- বিরোধী ঐক্যে শান, সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন লালু-নীতীশ- সংবাদ প্রতিদিন- সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
করোনা আবার বাড়ছে কেন?-প্রথম আলো
দেশে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত অন্তত পাঁচটি ঢেউ এসেছে। এক ঢেউ থেকে আরেক ঢেউয়ের ব্যবধান বরাবরই দুই থেকে তিন মাসের বেশি পর্যন্ত থেকেছে। কিন্তু পঞ্চম বা সর্বশেষ, অর্থাৎ চলতি বছরের জুন থেকে শুরু পঞ্চম ঢেউ শেষ হওয়ার এক মাসের মধ্যেই আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘এত অল্প সময়ের ব্যবধানে সংক্রমণ বৃদ্ধি এর আগে ঘটেনি। এটিকে ষষ্ঠ ঢেউ বলা যেতে পারে।’ আগের ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই এত অল্প সময় এভাবে সংক্রমণ দ্রুত বেড়ে যাচ্ছে কেন? এর উত্তরে একাধিক কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমটি হলো, সর্বশেষ ঢেউয়ে, অর্থাৎ পঞ্চম ঢেউয়ে পরিপূর্ণভাবে সংক্রমণ না ছড়ানো। দ্বিতীয় হলো, জনসংখ্যার একটি বড় অংশের করোনার টিকার দ্বিতীয় ডোজ না নেওয়া। তৃতীয় হলো, অমিক্রনের নতুন ধরনের টিকার মাধ্যমে সৃষ্ট সুরক্ষাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং চতুর্থ, দীর্ঘ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সব ক্ষেত্রে উদাসীনতা।
বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ তাদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রদানের প্রস্তাব দিতে পেরে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ওষুধ, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ, জাহাজ নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম এবং কভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাতে চাই। ’তাঁর অবস্থানস্থলের হোটেলে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত উচ্চ-স্তরের পলিসি গোলটেবিলে ভাষণদান কালে তিনি বলেন, বাংলাদেশের উদার বিনিয়োগ নীতি রয়েছে, যার মধ্যে রয়েছে বিদেশী বিনিয়োগ সুরক্ষা, কর অবকাশ, রয়্যালটির রেমিটেন্স, অনিয়ন্ত্রিত প্রস্থান নীতি এবং পুরোপুরি প্রস্থানের সময় লভ্যাংশ ও মূলধন নিয়ে যাওয়ার সুবিধা।
জাতিসংঘ কীভাবে এত বড় ভুল করে: জয় যুগান্তর
জাতিসংঘের দেওয়া বাংলাদেশের গুম হওয়া ৭৬ ব্যক্তির তালিকাকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেছেন, তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকেই বাংলাদেশে বসবাস করছে, যার প্রমাণ মিলেছে। জাতিসংঘ কীভাবে এত বড় ভুল করে সেই প্রশ্নও তুলেছেন জয়। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কথা বলেন জয়। সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি তুলে ধরা হলো—বাংলাদেশে 'জোর করে গুমের' শিকার ৭৬ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। কিন্তু এই তালিকা প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক সংস্থাটির গ্রহণযোগ্যতাকে। তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকে বাংলাদেশে বসবাস করছে যার প্রমাণ মিলেছে। সেখানে দু’জন ভারতীয় নাগরিকের নাম আছে। আবার অনেক তালিকাভুক্ত পলাতক আসামির নাম রয়েছে এখানে। যার কারণে যেই এনজিওগুলোর ওপর নির্ভর করে জাতিসংঘের প্রতিবেদন তৈরি হয়েছে, সেই এনজিওসহ প্রশ্ন উঠছে খোদ জাতিসংঘের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে।
এপির রিপোর্ট-বাংলাদেশের ‘মিরাকল অর্থনীতি’ প্রচণ্ড চাপে, দুর্নীতি-স্বজনপ্রীতিতে ক্ষোভ, দুর্বল বাণিজ্যিক ভারসাম্য -মানবজমিন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলছেন, নির্বাচন না হলে কোটি টাকার এই ইভিএম মেশিন দিয়ে কি হবে? এই ডলারের টাকা কে দিবে? এই সরকার ও কমিশনের অধীনে তো নির্বাচন হবে না। জনগণ এই নির্বাচন মেনে নিবে না।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থা বদলের রূপরেখা নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আবদুর রব বলেন, সরকার বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে। সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সমাজের সবার সঙ্গে মতবিনিময় করবো। সরকার থেকে বলা হচ্ছে, নির্দেশ ছাড়া হামলা করা যাবে না। এতে বোঝা যায়, আগের হামলাগুলো সরকারের নির্দেশে হয়েছে। পালাবার রাস্তা পাবেন না। যাদের আত্মীয়স্বজনকে মেরেছেন তারা ধরবে। আমরা বলে দিবো ধরার জন্য।তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র জনগণের জন্য নয়।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র –ইত্তেফাক
মিয়ানমারের ভেতরে ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ১৭০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এবারের অতিরিক্ত মানবিক সহায়তার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে ৯৩ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে ৯ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেওয়া নিয়েছে। যাদের অনেকেই গণহত্যা, মানবতা ও জাতিগত নির্মূলের বিরুদ্ধে অভিযান থেকে বেঁচে ফিরেছেন। তাদেরকে মধ্যে ৫ লাখ ৪০ হাজারের বেশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে এ সহায়তা। এর মধ্যে রয়েছে খাদ্য, নিরাপদ পানীয়, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় ও মনোসামাজিক সহায়তা।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সমাধান করতে পারেন একমাত্র মোদি! রাষ্ট্রপুঞ্জে জানাল মেক্সিকো -আজকাল
রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে পারেন একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বললেন মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো লুইস এব্রান্ড ক্যাসাউবন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় এক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন মার্সেলো। এই কমিটির দায়িত্ব হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চিরস্থায়ী শান্তিস্থাপন। কমিটিতে মোদি ছাড়া আরও দু’জনের নাম করেছেন মেক্সিকোর বিদেশমন্ত্রী। তাঁরা হলেন পোপ ফ্রান্সিস এবং রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল অ্যান্টনিও গুতেরেস। ক’দিন আগেই উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২২তম বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। পুতিনকে তিনি বলেন, ‘এই যুগ যুদ্ধের নয়, শান্তির।’ মোদির এই উক্তিকে স্বাগত জানিয়েছে গোটা পশ্চিমী দুনিয়া।
বিরোধী ঐক্যে শান, সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন লালু-নীতীশ- সংবাদ প্রতিদিন
জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করে তুলতে সক্রিয় হচ্ছে বিরোধী দলগুলি। সেই কারণেই প্রায় সাত বছর পরে বৈঠকে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar) ও সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারই দিল্লিতে সোনিয়ার বাসভবনে দেখা করতে আসবেন নীতীশ। তাঁর সঙ্গে থাকবেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও (Lalu Prasad Yadav)। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ঐক্যকে শক্তিশালী করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির জোট ভেঙে বেরিয়ে এসে কংগ্রেসের সমর্থন নিয়ে বিহারে সরকার গঠন করেছেন নীতীশ। তারপর থেকেই ২০২৪-এর নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও তাঁর নাম উঠে আসছিল।
এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামের চেয়েও খারাপ পার্থ-কাণ্ড, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সৌগত–আনন্দবাজার পত্রিকা
এর আগেও এমন নানাবিধ মন্তব্য করে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়েছেন সৌগত। এ বারও তেমনটা হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘সারা ভারতেই এই রকম দুর্নীতির ব্যাপার কম হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ অনেক দিন জেলে ছিলেন। কিন্তু লালুর কাছ থেকে এত নোট তো বার হয়নি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুখরাম। তাঁর ওখান থেকে দু-তিন-চার কোটি টাকা উদ্ধার হচ্ছে দেখা গিয়েছে। এই ভাবে তো কোথাও কখনও দেখা যায়নি।’’
তবে দলের কোনও নেতাই প্রকাশ্যে সৌগতের এই মন্তব্য নিয়ে কিছু বলতে চাইছেন না। রাজ্য স্তরের এক নেতা বলেন, ‘‘উনি অস্বস্তিতে আছেন বুঝতে পারছি। কিন্তু সেটা প্রকাশ্যে বলে দলের অস্বস্তি যে বাড়াচ্ছেন সেটাও ঠিক। তবে উনি দলের প্রবীণ নেতা। তাই আমি এ নিয়ে কিছু বলতে পারব না। যা বলার দলনেত্রী বলবেন।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য শোনার পরে দলের ভিতরে কিছু বলেছেন কি না তা অবশ্য জানা যায়নি। শুক্রবার তাঁর মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের পক্ষে সৌগতকে ফোন করা হলে তিনি ওই বক্তব্যে অনড় বলেই জানান।#
পার্সটুডে/বাবুল আখতার /২৩