অক্টোবর ০৫, ২০২২ ১৫:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ  ৫ অক্টোবর বুধবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন এবং আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক: মানবজমিন
  • অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বিগো বাংলার পকেটে ১০৮ কোটি টাকা, পাচার ৭৯ কোটি -দৈনিক প্রথম আলো
  • বিএনপি হাইকমান্ডের সঙ্গে ৩ বিভাগীয় নেতাদের বৈঠক, ‘এবার কেউ বেইমানি করলে প্রতিহত করার ঘোষণা’ –যুগান্তর।
  • সিইসি বললেন, ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ -কালের কণ্ঠ
  • জাতীয় গ্রিডে বিপর্যয় : পিজিসিবি কমিটি তদন্ত শুরু করেছে -নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • কাশ্মিরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের-- দৈনিক কলম
  • ভারত চায় ইউক্রেনের ‘অখণ্ডতা’, ফোনে জেলেনস্কিকে বার্তা মোদির, পালটা ধন্যবাদ কিয়েভের - সংবাদ প্রতিদিন  
  • গান্ধীর মতো দেখতে অসুর! উদ্যোক্তা চন্দ্রচূড়কে নিগ্রহের অভিযোগ, কসবা থানায় গেল হিন্দু মহাসভা-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে।

অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বিগো বাংলার পকেটে ১০৮ কোটি টাকা, পাচার ৭৯ কোটি শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘বিগো অ্যাপে’ অশ্লীলতা ছড়িয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ১০৮ কোটি টাকা আয়ের তথ্যপ্রমাণ পেয়েছে। এ ঘটনায় বিগো বাংলার ব্যবস্থাপনা পরিচালক চীনা নাগরিক ইয়াও জি–সহ পাঁচজনের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। মামলায় চীনা নাগরিক ইয়াও জির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। বাংলাদেশে বিগো অ্যাপের ব্যবহারকারীদের বিরুদ্ধে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি ছড়ানোর অভিযোগ রয়েছে। বিগো অ্যাপের ব্যবহারকারীদের বড় অংশ তরুণ-তরুণী এবং প্রবাসী বাংলাদেশি নাগরিক।

বিএনপি হাইকমান্ডের সঙ্গে ৩ বিভাগীয় নেতাদের বৈঠক এবার কেউ বেইমানি করলে প্রতিহত করার ঘোষণা - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, দলের সিদ্ধান্ত অমান্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবে কিংবা অভিপ্রায় ব্যক্ত করবেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জেলা পর্যায়ের নেতারা। তারা বলেছেন, ‘নিরপেক্ষ ও নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তই সঠিক। তৃণমূলের ধারাবাহিক কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বার্তা পেয়েছি, কেউই দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। বিএনপির তৃণমূল কখনো বেইমানি করেননি। কেন্দ্রীয় কিছু নেতা লোভে পড়ে বিগত দিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। কিন্তু এবার যদি একইরকমভাবে কেউ ভুল করার সাহস দেখান তাহলে তাকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে।’

সিইসি বললেন, ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ব্যালট বা ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্য থাকলেও তা নিয়ে সংশয় রয়েছে। আর্থিক সংস্থান যথার্থ মনে না হলে সরকার এটি বাতিল করতেও পারে। ব্যালট বাক্সে অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে গুরুত্বপূর্ণ—এমনটি জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম বা ব্যালট মূল কথা নয়। মূল কথা হলো, সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য।

জাতীয় গ্রিডে বিপর্যয় : পিজিসিবি কমিটি তদন্ত শুরু করেছে -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তদন্ত কমিটি জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিট থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি হয়। তদন্ত সংস্থার প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিএন্ড ডি) ইয়াকুব এলাহী চৌধুরী ইউএনবিকে বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে গ্রিড বিপর্যয়ের সম্ভাব্য কারণ খুঁজে বের করার জন্য আমাদের তদন্ত শুরু করেছি।’

শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

কাশ্মিরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের-শীর্ষক খবরে দৈনিক কলম লিখেছে, জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজৌরি থেকে উপত্যকার মানুষদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ঘোষণা করেন তিনি। অমিত শাহ ঘোষণা করেন, গুজ্জর এবং বাকরওয়ালদের পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়ও শীঘ্রই তফসিলি উপজাতি (এসটি) হিসাবে স্বীকৃতি পাবে। এরা সবাই শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ পাবে। কেন্দ্রীয় সরকারকে তার জন্য সংসদে সংরক্ষণ আইন সংশোধন করতে হবে। উল্লেখ্য অমিত শাহ বলেছেন, “কমিশন রিপোর্ট পাঠিয়েছে। গুজ্জর, বাকারওয়াল ও পাহাড়ি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের সুপারিশ করেছে।

ভারত চায় ইউক্রেনের অখণ্ডতা, ফোনে জেলেনস্কিকে বার্তা মোদির, পালটা ধন্যবাদ কিয়েভের -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। যুদ্ধ থেকে সরে এসে দুই দেশের আলোচনায় বসা উচিত বলেই ফোনে জানিয়েছেন মোদি। যদিও জেলেনস্কি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রুশ (Russia) সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইউক্রেন। সেই সঙ্গে পুতিনের দেওয়া পারমাণবিক হামলার হুঁশিয়ারি নিয়ে জেলেনস্কির মন্তব্য, ”এটা ইউক্রেনের নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ের কথা।” পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের প্রতি ভারতের ‘সমর্থনে’র জন্য মোদিকে ধন্যবাদও দিলেন তিনি।

গান্ধীর মতো দেখতে অসুর! উদ্যোক্তা চন্দ্রচূড়কে নিগ্রহের অভিযোগ, কসবা থানায় গেল হিন্দু মহাসভা শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, দক্ষিণ কলকাতার রুবি পার্কের একটি মণ্ডপে দেখা গিয়েছিল অবিকল মহাত্মা গান্ধীর মতো দেখতে অসুরকে। তা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। পরে জানা যায়, এই পুজোর মূল উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা চন্দ্রচূড় গোস্বামী। বুধবার সেই চন্দ্রচূড়কেই নিগ্রহ করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই বিষয়ে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু মহাসভা।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।