অক্টোবর ০৬, ২০২২ ১৭:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৬ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন: কাদের-প্রথম আলো
  • প্রকৃত বিপ্লবই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে-সিরাজুল ইসলাম চৌধুরী-কালের কণ্ঠ
  • মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার: হিউম্যান রাইটস ওয়াচ- মানবজমিন
  • সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী-আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি-ইত্তেফাক
  • ইডেনের 'অপরাধী' চক্রকে দ্রুত গ্রেফতার করতে হবে: আ স ম‌ রব- যুগান্তর
  • আমি চাই নতুন নেতৃত্ব আসুক: প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ওরা সেটাই করে, যেটা মোদি বলেন’, খয়রাতি ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ কংগ্রেস-তৃণমূলের -সংবাদ প্রতিদিন
  • ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু! -আজকাল
  • মাল নদীতে হড়পা বানে প্রাণহানি–আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিদ্যুৎখাতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের। দৈনিক মানবজমিন এই শিরোনাম করেছে। ওবায়দুল কাদেরের এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?

২. ইরানে মাহসা আমিনি নামে এক তরুণীকে হত্যার অভিযোগ তুলে দেশের সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং এর পেছনে পাশ্চাত্য ও ইহুদিবাদ ইসরাইলের মদদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কতটা যৌক্তিক এই সহিংস কর্মকাণ্ড?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন: কাদের-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ (অকার্যকর) হওয়া একটি কারিগরি বিষয়। এমনটা যেকোনো সময় ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হলো, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গত মঙ্গলবার গ্রিড বিপর্যয়ের পর কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।

মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার: হিউম্যান রাইটস ওয়াচ-মানবজমিন

মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার পরেও নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের পদোন্নতিসহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার। বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি লিখেছেন, জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনসহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এসব কর্মকর্তারা। কিন্তু তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত না করে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত ৩০শে সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সেসময় র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সে ঘটনার এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, এতদিন এ দায়িত্বে থাকা ড. বেনজীর আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জানানো হয়েছে, তিনি র‍্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তার অধীনে থাকা কর্মকর্তারা মোট ১৩৬ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ১০টি গুমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এ জন্য বেনজীর আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা এড়িয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে পাঠানো প্রতিনিধি দলের সদস্য করে তাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে র‍্যাবকে সংস্কারের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি-ইত্তেফাক

জাতিসংঘ সম্মেলনে যোগদান ও বৃটেন সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের মধ্যেও আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি। এটা শুধু আমাদের কথা নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তাই বলছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকেই একটার পর একটা সংকট তৈরির চেষ্টা হয়েছে। জনগণের সমর্থন থাকায় আমরা এসব সংকট মোকাবিলা করতে পেরেছি। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

রা সেটাই করে, যেটা মোদি বলেন’, খয়রাতি ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ কংগ্রেস-তৃণমূলের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শুধু ভোটের আগে দেদার প্রতিশ্রুতি দেওয়া নয়। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার অর্থসংস্থান কোথা থেকে হবে, সেটাও জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে। হলফনামা আকারে পেশ করতে হবে প্রতিশ্রুতি পূরণের ফলে হতে চলা সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব। নির্বাচন কমিশনের এই নয়া পরামর্শকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, মোদি যা বলছেন নির্বাচন কমিশন (Election Commission) সেটাই করছে।

হড়পা বান নিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ডুয়ার্সের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বান। প্রাণ গিয়েছে অন্তত ৮জনের। আর কেউ নিখোঁজ নেই বলেই দাবি প্রশাসনের। মৃতের তালিকা প্রকাশিত হলেও এখনও নিখোঁজ অনেকেই। এথনও উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসনিক কর্তাব্যক্তিরা। তবে গাফিলতির অভিযোগ খারিজ করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। তাঁর দাবি, যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও আটজনের প্রাণহানি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই প্রথম নয়। এর আগে ভারতের বহু জায়গায়, এমনকি এ রাজ্যেও হড়পা বানের প্রভাবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত ৬৬ শিশু, ভারতীয় ওষুধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ হু-র-আজকাল

ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু! শিশু মৃত্যুর ঘটনাটি প্রকাশে আনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর জেরেই ভারতীয় ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গাম্বিয়ায় শিশু মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে নয়ডার মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক ওষুধ কোম্পানির বিরুদ্ধে। সূত্রের খবর, ওই কোম্পানি পশ্চিম আফ্রিকার নানা দেশে এই বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে। তার মধ্যে এই কফ সিরাপও আছে। যা খাওয়ার পরেই শিশুদের কিডনি বিকল হয়ে যায়। এখনও পর্যন্ত ৬৬ জন শিশু প্রাণ হারিয়েছে। 

তদন্ত শুরুর পর দেখা গেছে, ওই কফ সিরাপের মধ্যে বিষাক্ত কিছু কেমিক্যালের হদিশ মিলেছে। এই ওষুধ খাওয়ার পরেই পেটে ব্যথা, ঘন ঘন বমি করার মতো উপসর্গ দেখা যায়। কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত চিকিৎসকরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ