অক্টোবর ১৭, ২০২২ ১৬:৪০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মেয়াদের আগেই তথ্য সচিবের অবসর: মন্ত্রী বললেন- কিছুই জানি না-মানবজমিন
  • কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি: মকবুল হোসেন-ইত্তেফাক
  • এবার ভোটকক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি, আমরা সন্তুষ্ট : সিইসি-কালের কণ্ঠ
  • আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী -প্রথম আলো
  • বিএনপি আরেকটি ১/১১ সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে: কাদের- যুগান্তর 
  • বিএনপির এই গণসমাবেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য: রিজভী-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করা হয়েছে: মমতা ব্যানার্জি-আনন্দবাজার পত্রিকা
  • আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শিয়ালদা -আজকাল
  • ‘আপনি চাইলে বিকিনি পরুন, আমাদের মেয়েদের হিজাব খুলতে হবে কেন?’- হিজাব বিতর্কে মন্তব্য ওয়েইসির -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী –প্রথম আলো ও –ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের  এ খবরে লেখা হয়েছে, আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ অক্টোবর) সকালে ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে। খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আমরা সবাই যদি উৎপাদনে থাকি তাহলে খাদ্য সংকটে আমাদের পড়তে হবে না।

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি বলতে পারবো না। তথ্য সচিবের অবসরকে 'চলমান প্রক্রিয়া' হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রী। মানবজমিনের এ খবরের শিরোনাম ছিল এরকম-মেয়াদের আগেই তথ্য সচিবের অবসর: মন্ত্রী বললেন- কিছুই জানি না! ।দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, এদিকে বাধ্যতামূলক অবসর সম্পর্কে তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। কী কারণে তাকে অবসর দেয়া হয়েছে সে বিষয়েও কিছু জানেন না বলে মন্তব্য করেন তিনি। 

তবে মানবজমিনের অপর এক খবরের শিরোনাম এরকম-যে কারণে তথ্য সচিবের চাকরি গেল।মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর সঙ্গে মতভিন্নতার কারণে মকবুল হোসেনকে সরিয়ে দেয়া হয়ে থাকতে পারে। অনুদানের ছবি এবং বিভিন্ন মিশনে কাউন্সিলর (তথ্য) নিয়োগ নিয়ে মন্ত্রীর সঙ্গে সচিবের মতপার্থক্য ছিল। এ ছাড়া বেতার ও এফডিসি’র কেনাকাটা নিয়েও দু’জনের মধ্যে মতদ্বৈধতা ছিল বলে সূত্রের দাবি।বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলকে চিঠি দেয়া নিয়েও ভিন্নমত ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অণুবিভাগ এটা নিশ্চিত করেছে যে, মকবুল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।

গাইবান্ধা নির্বাচন-চিহ্নিত অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা?-মানবজমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ইসির বয়স সবেমাত্র সাত মাস। এর মধ্যে সংসদ নির্বাচন হিসেবে ইসির প্রথম চ্যালেঞ্জ ছিল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন। জনগণের আস্থা অর্জনের একটা সুযোগ ছিল এটি। নানা অনিয়মের কারণে দুপুরের মধ্যেই নির্বাচন বন্ধ করে দেয়ায় পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। কেউ বলছেন নির্বাচন বন্ধ করে সক্ষমতার প্রমাণ দিয়েছে ইসি। কেউ বলছেন, দুপুরের মধ্যেই একটি আসনের উপনির্বাচন বন্ধ করে দেয়া প্রমাণ করে তিন আসনে নির্বাচন করার সক্ষমতা নেই ইসির। কেউ কেউ বলছেন, সিইসি নির্বাচন বন্ধ করে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছে। তিনি এখনো তার অবস্থানে অনড়। এমন অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে যেসব অনিয়মের অভিযোগে পুরো নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে ইসি। নির্বাচন কমিশন কী এখানে ক্ষমতা প্রয়োগ করতে পারবে।শাস্তি নিশ্চিত করতে পারবে? এদিকে আজ দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট হয়েছে। সকাল ৯টায় নির্ধারিত সময়েই ৪৬২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে, একটানা বেলা ২টা পর্যন্ত চলে।

রাজনীতির দুটি খবর- যুগান্তর লিখেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি আরেকটি ১/১১ সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির এই গণসমাবেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

বার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’ মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হল সৌরভকে আইসিসিতে পাঠানো।আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।’’

‘আপনি চাইলে বিকিনি পরুন, আমাদের মেয়েদের হিজাব খুলতে হবে কেন?’- হিজাব বিতর্কে মন্তব্য ওয়েইসির-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হিজাব বিতর্কের জেরে সরগরম দেশ। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা হবে কি না সে বিষয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্তে আসতে পারেনি খোদ সুপ্রিম কোর্টও। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মুসলিমরা মেয়েদের জোর করে হিজাব পরতে বাধ্য করে না বলেই দাবি তাঁর। পাশাপাশি হিজাব দিয়ে মাথা ঢাকার অর্থ মস্তিষ্ককে চেপে রাখা নয়, এমনটাই মনে করেন ওয়েইসি। দেশের অগ্রগতিতে মুসলিম মেয়েদের অবদানও কম নয়, এ কথা মনে করিয়ে দিয়ে তিনি জানালেন, দেশের প্রধানমন্ত্রীর আসনে একদিন হিজাব পরা কোনও মহিলাকেই দেখতে চান তিনি। হিজাব ইস্যুতে বিভিন্ন মহলের চাপানউতোরের মধ্যেই ফের নতুন করে বিতর্ক উসকে দিলেন এআইএমআইএম প্রধান।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭

ট্যাগ