সাকিবের আউট বিস্ময়! যন্ত্রণা, বঞ্চনায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৬ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সিলেটে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ, পাশে কাঁদছিল শিশুসন্তান-মানবজমিন
- সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় লাগবে ফি-কালের কণ্ঠ
- যন্ত্রণা, বঞ্চনায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়-প্রথম আলো
- ডলারের সঙ্কট নেই টানাটানি আছে: পরিকল্পনামন্ত্রী-ইত্তেফাক
- বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য, জানালেন সাকিব-বাংলাদেশ প্রতিদিন
- সমালোচনা ছাড়া বিএনপির কোনো কাজ নেই: ওবায়দুল কাদের- যুগান্তর
ভারতের শিরোনাম:
- ‘বিতর্কিত’ ম্যাচে হার বাংলাদেশের, বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান-সংবাদ প্রতিদিন
- কলম এখন ক্ষমতার বন্দুকের নিশানায়, কলমকে নরেন্দ্র মোদীর কেন এত ভয়?-–আনন্দবাজার পত্রিকা
- 'ভয়াবহ' দিল্লির বাতাস, সূচক প্রায় ৩৫০!-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ। নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরের সাক্ষাৎকার ছেপেছে দৈনিক প্রথম আলো এবং এই শিরোনাম করেছে। কী বলবেন আপনি?
২. মার্কিন প্রেসিডেন্ট জো বইডেন দুই দিন আগে বলেছিলেন ইরানের জনগণকে মুক্ত করবে আমেরিকা। কিন্তু সেই বক্তব্য থেকে সরে গেল ওয়াশিংটন। কারণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
যন্ত্রণা, বঞ্চনায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়-প্রথম আলো
ল্যাংটন রুসেরে লিখে গুগলে সার্চ দিলে যে লিংকগুলো সামনে আসে, সবই তাঁর ভুলের খবর। কবে কোন ম্যাচে আম্পায়ার হিসেবে তিনি ভুল করেছেন, সেসবের তালিকা। আজকের আগে দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার সম্পৃক্ত ছিলেন এই বিশ্বকাপেরই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের এক ভুলের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় একটা ওভার ৫ বলেই শেষ করে দিয়েছিলেন তিনি ও পাকিস্তানের আম্পায়ার আলিম দার।
রুসেরে এ রকম অনেক ভুল আগেও করেছেন, যে তালিকায় সর্বশেষ সংযোজন আজ টেলিভিশন আম্পায়ার হিসেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে দেওয়া এলবিডব্লু। সাকিবের ওই ভুল আউটের পরই যেন বাংলাদেশের ব্যাটিংয়ের সুরটা কেটে যায়। ১ উইকেটে ৭৩ রান থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৩!
অন্যায় সিদ্ধান্তের শিকার হয়ে অধিনায়কের ফিরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়ানো হয়নি বাংলাদেশের। এরপর মাত্র ৫৩ রানে পড়েছে আরও ৫ উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৭ রান করে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের জন্য লক্ষ্যটা কঠিন ছিল না মোটেও। তারপরও লক্ষ্যে পৌঁছানোর আগে তাদের হারাতে হয়েছে ৫ উইকেট, অপেক্ষা করতে হয়েছে ১৯তম ওভার পর্যন্ত। দুই নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল উঠে গেছে বাবর আজমের দল। ভারত আজ নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান।
সাকিবের আউট নিয়ে অ্যাডিলেড ওভালে বিস্ময়-প্রথম আলো
অদ্ভুত, বিস্ময়কর, রহস্যজনক! আর কী কী বিশেষণ দেওয়া যেতে পারে এই ঘটনাকে? শাদাব খানের বলটা সাকিব আল হাসানের ব্যাট ছুঁয়ে বুটে লাগল। অথচ আম্পায়ার কিনা দিয়ে দিলেন এলবিডব্লু!
সৌম্য সরকার আউট হওয়ার পর উইকেটে এসে শাদাব খানের প্রথম বলটাই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু শটটা ঠিকভাবে খেলতে পারলেন না। বল সাকিবের বুট ছুঁয়ে চলে গেল। পাকিস্তানের বোলার-ফিল্ডারদের আবেদন সাড়া দিয়ে আম্পায়ার এলবিডব্লু দিয়ে দিলেন সাকিবকে।
সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। মাঠে তাঁর শরীরিভাষাই বলে দিচ্ছিল, তিনি নিশ্চিত এলবিডব্লু হননি। টেলিভিশন রিপ্লেতেও পরিষ্কার দেখা গেছে সাকিবের ব্যাট অতিক্রম করার সময় সেটি ছুঁয়ে গেছে শাদাবের বল। কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে জিম্বাবুয়ের টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্তই বহাল রাখেন।
আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই বিস্ময় প্রকাশ করেন সাকিব। কারণ তিনি নিশ্চিত ছিলেন বল তাঁর ব্যাট ছুঁয়ে তবেই বুটে লেগেছে। ওদিকে আম্পায়ারের নাকি মনে হয়েছে বল ব্যাটে লাগেনি, সরাসরি বুটে লেগেছে। আল্ট্রা এজে যেটা দেখা গেছে সেটা ব্যাট এবং মাটির সংঘর্ষের কারণে। যদিও পরে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, সাকিবের ব্যাট মাটিতে স্পর্শই করেনি।
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে তবু ডাগআউটে ফিরে যান সাকিব। সেখানেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। অ্যাডিলেড ওভালের প্রেসবক্স ও কমেন্ট্রিবক্সেও বিস্ময়। বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খান তো কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, ব্যাট মাটির অনেক ওপরে ছিল। কাজেই ওটা ব্যাটের সঙ্গে মাটির সংঘর্ষ নয়। তিনি বুঝতে পারছেন না কেন সাকিবকে আউট দেওয়া হলো! বিস্মিত পাকিস্তানের সাংবাদিকেরাও।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি ছিল বাংলাদেশের। ভারতের ‘ফেক ফিল্ডিং’ সত্ত্বেও ৫ রান না পাওয়া, বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করে দেওয়া; আপত্তি ছিল এসব নিয়ে।
ডলারের সঙ্কট নেই টানাটানি আছে: পরিকল্পনামন্ত্রী-ইত্তেফাক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে ডলারের কোন সঙ্কট নেই, টাকার সঙ্কট আছে। এই টাকা বিভিন্ন জিনিস বিক্রি করে আসে। সেই জিনিস বিক্রি যত বাড়বে, টাকার পরিমাণ বেড়ে যাবে। টাকার পরিমাণ বাড়লে সরকার কর বেশি পাবে, দেশের মানুষ ভালো থাকবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো, সেগুলো বিক্রি করলে টাকা পাবো। ডলার আমাদের তখন লাগে, যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোন সঙ্কট নেই, তবে টানাটানি আছে এই মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে।
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় লাগবে ফি-কালের কণ্ঠ
দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।
সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষায় ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।এর আগে ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়। তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
লখনউয়ে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু, হাই কোর্টের তোপের মুখে যোগী প্রশাসন-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজ্যের ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছে বিরোধীরা। অথচ বিজেপিশাসিত ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এনিয়ে রীতিমতো এলাহাবাদ হাই কোর্টের তোপের মুখে পড়েছে যোগী সরকার। লখনউ বেঞ্চ জানিয়েছে, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে রাজ্যের প্রকৃতবস্থা খতিয়ে দেখতেন বিচারপতিরা। যাচাই করে দেখতেন রাজ্যের হলফনামা। আদালতের কড়া পর্যবেক্ষণের পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। ডেঙ্গু মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।এবছর ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। এ রাজ্যের বিভিন্ন জেলায়ও ভয়াবহ পরিস্থিতি।
কলম এখন ক্ষমতার বন্দুকের নিশানায়, কলমকে নরেন্দ্র মোদীর কেন এত ভয়?-আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, কলম এখন ক্ষমতার বন্দুকের নিশানায়, কলমকে নরেন্দ্র মোদীর কেন এত ভয়? রবীন্দ্রনাথের আধুনিক ভারতের কল্পনায় ছিল, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। লজ্জা, ঘৃণা, ভয়— ব্যক্তিজীবনে এই তিন প্রবৃত্তিকেই পরিহার করার পরামর্শ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। কিন্ত এখন সমাজ বা রাষ্ট্র, যে দিকেই তাকাই, মনে হয় আমরা ভয়ের রাজত্বে বাস করছি। ভয় এবং ঘৃণার জাল যেন আষ্টেপৃষ্ঠে চারদিক থেকে আমাদের বেঁধে রেখেছে। অদৃশ্য জুজুর ভয় দেখিয়ে বাচ্চাদের যেমন এক কালে চুপ করানোর চেষ্টা করা হত, এখন পুরো সমাজকেই তেমন এক গভীর ভয়ের ঘেরাটোপে আবদ্ধ রেখে শাসন পরিচালনার কাজ চলছে।
'ভয়াবহ' দিল্লির বাতাস, সূচক প্রায় ৩৫০!-আজকাল
পরিস্থিতির কোনও পরিবর্তন নেই। দীপাবলির পর থেকে দিল্লির পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রবিবারেও তা অব্যাহত। এখনও বাতাস 'ভয়াবহ'। যদিও শনিবারের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবুও তা অত্যন্ত ক্ষতিকারক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রবিবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৩৯। নিকটবর্তী এলাকায় কোথাও কোথাও দূষণের মাত্রা আরও বেশি। নয়ডায় রবিবার সকালে দূষণের সূচক ৩৪৯। গুরুগ্রামে দূষণের সূচক ৩০৪। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি ক্ষেত্রেই তা ‘ভয়াবহ’।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬