নভেম্বর ১৮, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিএনপির মাঠ দখলের টার্গেট, মোকাবিলায় প্রস্তুত সরকার -ইত্তেফাক
  • বহুমুখী সংকটে নাজুক দেশের অর্থনীতি -যুগান্তর
  • ফারদিনের গতিবিধি জানা গেলেও খুনি শনাক্ত হয়নি -প্রথম আলো
  • নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ -কালের কণ্ঠ
  • পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ঢাকায় মামলা -মানবজমিন
  • বিএনপির গণসমাবেশ: শেষ সময়ে বাড়ল উদ্বেগ-উৎকণ্ঠা-বাংলাদেশ প্রতিদিন

 কোলকাতার শিরোনাম:

  • দিল্লি হত্যাকাণ্ডে আফতাব নয়, ‘দোষী’ শ্রদ্ধাই! কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে তুঙ্গে বিতর্ক -সংবাদ প্রতিদিন
  • বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস -আজকাল
  • অ্যারেস্ট মেমো’তে সই করেননি অনুব্রত! ওয়ারেন্ট আনতে দিল্লি ছুটলেন ইডির তদন্তকারীরা -আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বুয়েট শিক্ষার্থী খুন ফারদিনের গতিবিধি জানা গেলেও খুনি শনাক্ত হয়নি-প্রথম আলো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের সর্বশেষ অবস্থান তারাব বিশ্বরোড এলাকায় ছিল বলে মামলার তদন্তকারী সংস্থা ডিবি বলছে। এর আগে ফারদিন হত্যার ছায়া তদন্তের সঙ্গে যুক্ত র‍্যাব বলেছে, তাঁর সর্বশেষ অবস্থান ছিল নারায়ণগঞ্জের চনপাড়া। তথ্যপ্রযুক্তির সহায়তায় সংস্থা দুটি ফারদিনের গতিবিধির সব তথ্য পেলেও কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, সেটি নিশ্চিত হতে পারেনি।

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ঢাকায় মামলা-মানবজমিন

পিনাকী ভট্টাচার্য

লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিদেশে অবস্থানরত পিনাকীর বিরুদ্ধে ঢাকায় মামলা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)  বিভাগ গত ১৫ই অক্টোবর রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে। মামলায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

বিএনপির মাঠ দখলের টার্গেট, মোকাবিলায় প্রস্তুত সরকার-ইত্তেফাক

আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণসমাবেশের মাধ্যমে মাঠ দখলের টার্গেট নিয়েছে বিএনপি। তারা এদিন সর্বোচ্চ গণজমায়েত ঘটানোর পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। দলের নেতারা এই মহাসমাবেশ ঘিরে গত এক মাস ধরে নানা ধরনের হুমকি-হুঁশিয়ারি দিয়ে আসছেন।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহাসমাবেশ প্রস্তুত আওয়ামী লীগও

নেতারা বলছেন, সব বাধা উপেক্ষা করে ১০ ডিসেম্বর সবচেয়ে বড় মহাসমাবেশ হবে। অচল করে দেওয়া হবে রাজধানী।

বিএনপি সমাবেশ (ফাইল ফটো)

পক্ষান্তরে এই সমাবেশ ঘিরে ‘বিশৃঙ্খল পরিস্থিতি’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। পাল্টা শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজপথ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে। বিএনপিকে মোকাবিলায় সর্বোচ্চ কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অরাজকতা পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখবে সরকার। 

বহুমুখী সংকটে নাজুক দেশের অর্থনীতি-যুগান্তর

বহুমুখী সংকটে রয়েছে দেশের অর্থনীতি। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য এ অবস্থার সৃষ্টি হলেও আছে অভ্যন্তরীণ অবকাঠামোগত নানা কারণও।

বহুমুখী সংকটে নাজুক দেশের অর্থনীতি

ফলে খাদ্য নিরাপত্তা, চড়া মূল্যস্ফীতি, রিজার্ভ কমে যাওয়া, প্রবাসী আয়ে টান এবং রপ্তানি কমে যাওয়ায় বহুমুখী এই সংকট দেখা দিয়েছে। এছাড়া আছে খেলাপি ঋণ বৃদ্ধি, হুন্ডির মাধ্যমে দ্বিমুখী ক্ষতি (অর্থাৎ একদিকে রেমিট্যান্সের ডলার দেশে না আসা, অপরদিকে এদেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়া)-সহ নানা সমস্যাও। এসব সমাধানে নীতি প্যারালাইসিস, রাজস্ব আয় কমসহ কার্যকর উদ্যোগের অভাবকেও দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক সেমিনারে এসব বিষয় তুলে ধরা হয়েছে। সেলিম রায়হান বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে স্বল্প আয়ের মানুষের প্রকৃত আয় কমেছে। তাদের খাদ্যতালিকা থেকে মাছ-মাংস বাদ দিতে হচ্ছে। তবে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার হলে মাছ-মাংস ‘বিলাসী পণ্য’ হয় কীভাবে-এটাই একটা বড় প্রশ্ন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

দিল্লি হত্যাকাণ্ডে আফতাব নয়, ‘দোষী’ শ্রদ্ধাই! কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে তুঙ্গে বিতর্ক-আনন্দবাজার পত্রিকা

শ্রদ্ধা ওয়াকার ও আফতাব

শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করেছিল লিভ-ইন পার্টনার আফতাব । এই ঘটনায় স্তম্ভিত দেশ। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের গলায় একেবারেই উলটো সুর। তাঁর দাবি, এই ঘটনার জন্য আসলে দায়ী শ্রদ্ধাই! স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীর মুখে যে নারীশক্তির জয়গান শোনা যায় তা যদি সত্যি হয় তাহলে তাঁর উচিত অবিলম্বে ওই মন্ত্রীকে বহিষ্কার করা।

শ্রদ্ধা ওয়াকার খুনের আসামি লিভ ইন পার্টনার আফতাব

তিনি বলেছেন, ”অবশ্যই মেয়েটি দায়ী এই ঘটনার জন্য। ওঁর মা আপত্তি করেছিলেন। বাবা আপত্তি করেছিলেন। একজন শিক্ষিত মেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছে। এটা ভুল। যদি সত্য়িই কেউ কাউকে ভালবাসে, তাহলে তাঁদের বিয়ে করে নেওয়া উচিত। বিয়েটা করো। লিভ-ইন আবার কী? এই সবের জন্য়ই সমাজে অপরাধ বাড়ছে।”

এদিকে আনন্দবাজার পত্রিকায় এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, মেলেনি শ্রদ্ধাকে খুনের ছুরি, বহু প্রমাণই এখনও অধরা, শাস্তি কি এড়িয়ে যাবেন আফতাব?

জগদীপ ধনকড়ের পর বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস-সংবাদ প্রতিদিন

জগদীপ ধনকড়ের পর নতুন রাজ্যপাল পেল বাংলা। রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরল ক্যাডারের প্রাক্তন আমলাকে রাজ্যপাল নিযুক্ত করেন। বর্তমানে তিনি মেঘালয় সরকারের মুখ্য উপদেষ্টা ছিলেন। জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর লা গনেশনকে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই সি ভি আনন্দ বোস বাংলার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

সরকারি আমলা থেকে রাজনীতি। বিশ্ববিদ্যায়ের উপাচার্য থেকে সরকারের উপদেষ্টা। একাধারে তিনি ইংরাজি, হিন্দি ও মালয়ালি ভাষার কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক। এছাড়া গৃহ ও পরিবেশ বিশেষজ্ঞ। চারিদিকে ছড়িয়ে সদ্য নিযুক্ত বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কর্মকাণ্ড। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ