নভেম্বর ২৮, ২০২২ ১৬:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ‘কলিজার টুকরার’ শরীরের একটা টুকরাও যদি ভেসে আসে, সে আশায় সাগরপাড়ে অপেক্ষা -প্রথম আলো
  • ১০ প্রকল্পে অতিরিক্ত খরচ ৫২০০০ কোটি টাকা-দুটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের সমান-যুগান্তর
  • প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি-মানবজমিন
  • ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • এসএসসির ফল প্রকাশ : পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ-কালের কণ্ঠ
  • হামলার শিকার বিএনপির সাবেক এমপি শাহজাহান মারা গেছেন -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • হামলার শিকার বিএনপির সাবেক এমপি শাহজাহান মারা গেছেন -সংবাদ প্রতিদিন
  • খুনের পর শ্রদ্ধার আংটি খুলে নতুন বান্ধবীকে উপহার! আফতাবের ‘বহুরূপ’ ভাবাচ্ছে পুলিশকে - আনন্দবাজার পত্রিকা
  • রাজ্যসভার মন্ত্রিসভার গ্রেফতারির দাবি শুভেন্দুর, বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ –আজকাল/আনন্দবাজার

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এস এস সি ও সমমান পরীক্ষার ফল ঘোষিত হয়েছে। এ খবরটি আজকের সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এখবরে লেখা হয়েছে, জিপিএ-৫ পেল ২,৬৯,৬০২ জন। তবে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, ৫০ স্কুলের সবাই ফেল করেছে। এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

মানবজমিনের রাজনীতির   খবরে লেখা হয়েছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অতীতের থেকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে বিশ্বাস করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার মতে, সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ভালো নির্বাচন করা সম্ভব। শুধু জাপান নয়, সমমনা দেশগুলোও আগামী নির্বাচন নিয়ে একই ধারণা পোষণ করে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সরকারের পতন অনিবার্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকারের লুটেরা বাহিনী লুণ্ঠন করে বিদেশে বিপুল অর্থবিত্তের পাহাড় গড়ছে। দেশের কৃষক যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছে তাদের ওপর চলছে সীমাহীন জুলুম ও অত্যাচার।

সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে নয়টি বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। এখন দলটি ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।তবে বিএনপিকে ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে। নয়াপল্টনে দলটিকে সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে অনড় সরকার। তবে আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এ জন্য দলটি ১৫ নভেম্বর ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। তবে প্রধানমন্ত্রী রোববার বিকেলে গণভবনের বৈঠকে নেতাদের বলেছেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশ করতে দেওয়া হবে না। রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে সমাবেশ করতে কাউকে দেওয়া হবে না। 

আলিনা ইসলাম আয়াত

‘কলিজার টুকরার’ শরীরের একটা টুকরাও যদি ভেসে আসে, সে আশায় সাগরপাড়ে অপেক্ষা-প্রথম আলো

আলিনা নিখোঁজ হলে ১০ দিন পর্যন্ত মা–বাবা অপেক্ষায় ছিলেন, এই বোধ হয় মেয়ে ঘরে ফিরল। কিন্তু মা–বাবা এখন জেনে গেছেন তাঁদের কলিজার টুকরা মেয়েকে কয়েক টুকরা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এখন মেয়েটির স্বজনেরা সাগরপাড়ে ছুটছেন,যদি তার শরীরের কোনো টুকরা, জামা, জুতা, হিজাব বা অন্য কিছু পাওয়া যায়,সে আশায়।

শিশু আয়াতের খুনি আবির

আলিনার বাবা মো. সোহেল রানা মুঠোফোনে বললেন,‘কলিজার শরীরের একটা টুকরাও যদি পাইতাম, দাফনটা তো করতে পারতাম। কলিজার তো কিছুই পাইলাম না।’

১০ প্রকল্পে অতিরিক্ত খরচ ৫২০০০ কোটি টাকা

১০ প্রকল্পে অতিরিক্ত খরচ ৫২০০০ কোটি টাকা-দুটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের সমান-যুগান্তর

নির্ধারিত সময় ও ব্যয়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দেশের গুরুত্বপূর্ণ ১০টি উন্নয়ন প্রকল্প। দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি, নকশায় ত্রুটি, সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই না হওয়া, পণ্যমূল্য বেড়ে যাওয়া এবং যথাসময়ে অর্থ না পাওয়ার কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া আছে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন ব্যয়বৃদ্ধি,অহেতুক দীর্ঘসূত্রতা, বাস্তবায়নে নানা অনিয়ম এবং নতুন কাজ অন্তর্ভুক্ত করার বিষয়টিও। এতে প্রকল্পগুলোয় এখন পর্যন্ত অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪১ কোটি ৯৫ লাখ টাকা, যা দুটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের সমান। এছাড়া কোনো প্রকল্পই নির্ধারিত মেয়াদে শেষ হয়নি। ফলে বাস্তবায়নের মেয়াদ কমপক্ষে আড়াই বছর এবং সর্বোচ্চ ৯ বছর বাড়তি সময় নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত সমস্যাগুলো জরুরি ভিত্তিতে দূর করা না হলে বর্ধিত মেয়াদের মধ্যেও কয়েকটির বাস্তবায়ন শেষ নাও হতে পারে, সেক্ষেত্রে আবার বেড়ে যেতে পারে প্রকল্প ব্যয়-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে তিনি এ নির্দেশ দেন। পাশাপাশি সব মন্ত্রণালয়ের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যাংকিং খাত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে মিটিংয়ে ইনডাইরেক্ট আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্স ডিভিশনকে। চারদিকে এতো কথাবার্তা উঠছে,আসল সিনারিওটা কী সেটা শিগগিরই দেখে অবহিত করবেন আমাদের।

প্রথম আলোর অর্থনীতি বিষয়ক একটি খবরের শিরোনাম এরকম- সচিবদের প্রতি প্রধানমন্ত্রী দুর্ভিক্ষ যাতে ক্ষতি করতে না পারে, সে জন্য আগাম ব্যবস্থা নিন। 

প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি-মানবজমিন

প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নাম্বার চুরি হয়েছে। মেসেজিং অ্যাপটির ইতিহাসের সবথেকে বড় তথ্য চুরির ঘটনার একটি এটি।  হ্যাকিং ফোরামে এরইমধ্যে এই তথ্য বিক্রির চেষ্টা চলছে। এনক্রিপ্টেড সিস্টেম এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও এই তথ্য চুরির ঘটনা ঘটলো। হ্যাকাররা ঠিক কীভাবে এই তথ্য হাতিয়ে নিয়েছে তা এখনও জানা যায়নি।উইওনের খবরে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ২ বিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে ৪৮৭ মিলিয়নের তথ্যই হাতিয়ে নেয়া হয়েছে। বিশ্বের মোট ৮৪টি দেশে থাকা মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির ব্যবহারকারীর তথ্য খোয়া গেছে। অনলাইনে প্রাপ্ত কিছু নমুনা নিয়ে তদন্ত করতে গিয়েই এ তথ্য জানা গেছে। একটি ‘হ্যাকিং কমিউনিটি ফোরাম’-এ কিছুদিন আগে দাবি করা হয়, তাদের কাছে ৪৮ কোটি ৭০ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য রয়েছে। সেই তথ্য বিক্রি করা হচ্ছিল।

এই হ্যাকিং এর ফলে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রায় ২৫ শতাংশই এখন প্রাইভেসি ঝুঁকিতে পড়েছেন। ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে সাইবার অপরাধীদের কাছে।

হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করলে প্রমাণ হিসেবে তারা বৃটেনের এক হাজার ব্যবহারকারীর নাম্বার পাঠিয়েছে। এটিই প্রথম মেটার কোনো প্ল্যাটফর্মে হ্যাকের ঘটনা নয়। গত বছরও ফেসবুকে ৫০০ মিলিয়ন মানুষের তথ্য চুরি হয়েছিল।

প্রথম আলোর মতামত কলামে প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হোসেন লিখেছেন, ওএমএসের চালের জন্য ১৮ ঘণ্টা অপেক্ষা ও বেতাল রাজনীতি-।

এই মুহূর্তে বাংলাদেশে সংগঠিত-অসংগঠিত চারটি জনস্রোত। এর মধ্যে তিনটি স্থায়ী। একটি অস্থায়ী। অস্থায়ী জনস্রোতের কথাটিই আগে বলে নিই। বিশ্বকাপ ঘিরে পাড়ায় পাড়ায় উন্মাদনা চলছে। অনেকে আয়োজন করে বড় পর্দায় খেলা দেখছেন। পছন্দের দল জয়ী হলে উল্লসিত হন তাঁরা। পরাজিত হলে বিমর্ষ হয়ে পড়েন। বিশ্বকাপ শেষ হলে এই জনস্রোত আর থাকবে না।

বাকি তিনটি জনস্রোত স্থায়ী বলে মনে হয়। একটি ক্ষমতাসীন আওয়ামী লীগের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এই জনস্রোতে শামিল হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তারা সম্মেলন-সমাবেশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, এটাই আগামী নির্বাচনের প্রস্তুতি। তিনি নৌকা মার্কায় ভোট চাইছেন। প্রধান বিরোধী দল বিএনপিকে ঘিরে যে আরেকটি জনস্রোত আছে, তারাও সংগঠিত হচ্ছে। নানা বাধাবিঘ্ন ডিঙিয়ে বিএনপির নেতা-কর্মীরা  ৮টি সমাবেশ করেছেন। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কথা তাঁদের। সমাবেশের আগেই রাজশাহীতে উত্তপ্ত অবস্থা। পরিবহনমালিকেরা জানিয়েছেন, সমাবেশের আগে ধর্মঘট চলবে। নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলারও অভিযোগ আছে। এদিকে ঢাকার সমাবেশের স্থান নিয়ে বিবাদ দেখা দিয়েছে। সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে। বিএনপি বলছে, নয়া পল্টনে দলীয় অফিসের সামনেই সমাবেশ হবে।

সরকারি হিসাবে দারিদ্র্যসীমার নিচে বাস করে ২০ শতাংশ মানুষ। দেশের জনসংখ্যা ১৭ কোটি হলে সেই সংখ্যা দাঁড়ায়  প্রায় সাড়ে ৩ কোটি। এই যে বিশাল জনস্রোতের খোঁজ কতটা রাখে  ক্ষমতাসীন আওয়ামী লীগ? কতটা রাখে বিরোধী রাজনৈতিক দলগুলো? দেশের বৃহত্তর জনস্রোত অর্থাৎ গরিব-দুঃখী মানুষের সঙ্গে  রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ক্ষীণ থেকে ক্ষীণতর। সরকারের সব উন্নয়ন নীতি ও পরিকল্পনায়ও তারা অনুপস্থিত।  

এই দুই জনস্রোতের বাইরে আরেকটি নীরব জনস্রোত দেখা যাচ্ছে ওএমএসের দোকানের সামনে। দরিদ্র ও অভাবী মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন কম দামে চাল ও আটা পাওয়ার আশায়। কম দামে মানে একদা ‘সরকার-প্রতিশ্রুত’ ১০ টাকা কেজি দরের চাল নয়। কম দাম মানে ৩০ টাকা কেজি দরে চাল। আর ২৪ টাকা কেজি দরে আটা। বাজারে ৫৫ টাকার নিচে কোনো চাল নেই। আটার দাম ৬৫ টাকা। যাঁরা গরিব ও স্বল্প আয়ের মানুষ, তাঁদের পক্ষে এই দামে চাল-আটা কেনা সম্ভব নয়। এই গরিবের সংখ্যা কত? সরকারি হিসাবে দারিদ্র্যসীমার নিচে বাস করে ২০ শতাংশ মানুষ। দেশের জনসংখ্যা ১৭ কোটি হলে সেই সংখ্যা দাঁড়ায়  প্রায় সাড়ে ৩ কোটি। এই যে বিশাল জনস্রোতের খোঁজ কতটা রাখে  ক্ষমতাসীন আওয়ামী লীগ? কতটা রাখে বিরোধী রাজনৈতিক দলগুলো? দেশের বৃহত্তর জনস্রোত অর্থাৎ গরিব-দুঃখী মানুষের সঙ্গে  রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ক্ষীণ থেকে ক্ষীণতর। সরকারের সব উন্নয়ন নীতি ও পরিকল্পনায়ও তারা অনুপস্থিত।  

সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখানে এক দল ক্ষমতায় গিয়ে সবকিছু নিজের দখলে রাখে। আবার কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথ গরম করেন। কিন্তু দেশের দিন আনা দিন খাওয়া কোটি কোটি মানুষের খোঁজ রাখেন না কেউ। আওয়ামী লীগ ও বিএনপি যখন জনসভার স্থান নিয়ে ঝগড়া করছে, তখন দেশের সাধারণ মানুষের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।  নেতা-নেত্রীরা বাসে-ট্রেনে চলেন না। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়েন। ঢাকা শহরের মোড়ে মোড়ে তাদের গাড়ি যখন সিগনালে থেমে যায়, তা্রা কি কাচ নামিয়ে একটু দুই পাশে তাকিয়ে দেখেছেন, রাস্তায় হঠাৎ ভিক্ষাপ্রার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে। নেতা-নেত্রীরা গরিব মানুষকে গ্রামে গিয়ে কাজ করার সুপরামর্শ দেন। কিন্তু গ্রামে যদি কাজের সুযোগ না থাকে, তা্দের না খেয়ে মরতে হবে। এ কারণেই ওএমএসের দোকানের সামনে লম্বা লাইন। এ কারণেই রাস্তার মোড়ে মোড়ে নিরন্ন মানুষের ভিড়।

২৬ নভেম্বর প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেনের প্রতিবেদন থেকে জানতে পারি, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লায় ওএমএসের চাল-আটা নিতে নারীদের মধ্যে কেউ কেউ ১৮ ঘণ্টা অপেক্ষার পর (বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত) পেলেন শুধু আটা। চাল না পেয়ে কষ্ট নিয়েই বাড়ি ফিরেছেন অনেকে। অনেকে আবার চাল বা আটা কোনোটাই পাননি। ওই এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধ মাজিয়া বেগম বলেছেন, ‘আগের দিন বিক্যাল থাইক্যা লাইনে দাঁড়ালছিনু। সারা রাত জাইগ্যা মশার কামড় খাইয়্যা পরদিন দুপুর ১২টার দিকে পাঁচ কেজি আটা পাইয়্যাছি। চাল পাইনি। যারা আগেই লাইনে ছিল, তারা কেহু কেহু চাল-আটা দুটাই প্যাইয়্যাছে। বাড়িতে বেটির্জা জালসা শুনতে আসবে। তাই এ আটার মধ্যে থাইক্যা আরেকজনকে আড়াই কেজি আটা দিয়্যা আড়াই কেজি চাল বদলাইয়্যা লিয়্যাছি। এতে দুদিন চালাইতে হবে।’ লাইনে দাঁড়ানো কেউ কেউ চাল পেয়েছেন, কেউ আটা পেয়েছেন। আবার কেউ শূন্য হাতে ফিরে গেছেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

নারীদের পোশাক নিয়ে যোগগুরু রামদেবের বিতর্কিত মন্তব্য, নিন্দার ঝড়

মহিলাদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য রামদেবের, মঞ্চে বসে হাসি ফড়নবিসের স্ত্রীর, নিন্দা নেটদুনিয়ায়-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পোশাক ছাড়া মেয়েদের দেখতে ভালোই লাগে, একটি অনুষ্ঠানে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগগুরু রামদেব (Ramdev)। তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই নিন্দায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা। মহিলাদের অসম্মান করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। রামদেবের বিরুদ্ধে নোটিস জারি করে মহারাষ্ট্রের মহিলা কমিশন। তারপরেই ক্ষমা চেয়েছেন যোগগুরু। প্রসঙ্গত, একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন রামদেব।

শুক্রবার মুম্বইয়ে (Mumbai) পতঞ্জলির যোগপীঠের আয়োজনে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যের একটি যোগ প্রশিক্ষণ শিবিরে ছিলেন রামদেব। ‘মুম্বই মহিলা পতঞ্জলী যোগ স্মৃতি’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিণ্ডে, মহারাষ্ট্রের (Maharashtra) বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী তথা গায়িকা অম্রুতা ফড়নবিশ-সহ বিজেপির (BJP)বেশ কয়েক জন নেতা। সকল অতিথির সামনেই রামদেব বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন,”শাড়ি পরলে মেয়েদের ভাল লাগে। সালোয়ার-কামিজ পরলে ভাল লাগে মেয়েদের। আমার তো মনে হয় কিছু না পরলেও মেয়েদের দেখতে ভাল লাগে।”

প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী

সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি দৈনিকের খবর,  মোদির দেখানো অস্ত্রেই মোদি বধ করার রণকৌশল নিয়েছেন রাহুল গান্ধী। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস (Congress) শীর্ষনেতাকে আক্রমণে নানা রকমের ‘কৌশল’ নিয়েছেন প্রধানমন্ত্রী। কখনও তাঁর গায়ে সেঁটে দেওয়া হয়েছে পাপ্পু তকমা। কখনও আবার কংগ্রেসকে পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে আক্রমণে দেখানো হয়েছে ‘যুবরাজ’ হিসাবে। একটা বড় সময় আবার রাহুলের (Rahul Gandhi) নাম মুখেই আনেননি মোদি। যেন কোনও গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই কংগ্রেস নেতাকে। মোদির হয়ে সেই কাজগুলি করতেন বিজেপির তুলনামূলক ছোট নেতারা। এবার ঠিক সেই পথেই হাঁটা শুরু করেছেন রাহুল।কংগ্রেস সূত্রের খবর, এভাবেই মোদিকে (Narendra Modi) গুরুত্ব না দিয়ে তাঁকে ও বিজেপিকে হতচকিত করে দিতে চাইছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

শ্রদ্ধা ওয়ালকার- তার প্রেমিক আফতাব

খুনের পর শ্রদ্ধার আংটি খুলে নতুন বান্ধবীকে উপহার! আফতাবের ‘বহুরূপ’ ভাবাচ্ছে পুলিশকে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর তাঁর হাতের সোনার আংটি অন্য এক বান্ধবীকে উপহার দিয়েছিলেন অভিযুক্ত প্রেমিক আফতাব! শ্রদ্ধা হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল দিল্লি পুলিশের হাতে। পুলিশ শ্রদ্ধার হাতের সেই আংটি ইতিমধ্যেই খুঁজে পেয়েছে।আংটি উদ্ধার করে আফতাবের ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, ওই যুবতী পুলিশকে জানান যে আফতাবের সঙ্গে দেখা করতে ফ্ল্যাটে যাওয়ার পর তাঁকে ওই আংটি উপহার দেন আফতাব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ