ডিসেম্বর ০৮, ২০২২ ১৬:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৮ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • পল্টনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার-ইত্তেফাক
  • ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে-ফখরুল-মানবজমিন
  • অবরুদ্ধ বিএনপি কার্যালয়, থমথমে নয়াপল্টন-ইত্তেফাক
  • যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!-যুগান্তর
  • যে হাত মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
  • তারেক জিয়াকে দেশে এনে বিচার করব : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না: কর্নেল অলি-মানবজমিন
  • কার্যালয়ে বোমা রেখে নাটক তৈরি করা হয়েছে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল- বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • যোগীরাজ্যে ভরাডুবি, হার রাজস্থান, ওড়িশাতেও! গুজরাট ছাড়া সব রাজ্যে মুখ পুড়ল বিজেপির-সংবাদ প্রতিদিন
  • হাইকোর্টের রায়ে স্বস্তি, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে স্থগিতাদেশ-আজকাল
  • হিমাচলে ক্ষমতা দখলের সম্ভাবনা স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কংগ্রেসে তৎপরতা শুরু -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে যে রাজনৈতিক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার বলি হয়েছেন অন্তত একজন। এছাড়া বহু গ্রেপ্তার হয়েছেন এবং বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। আপনার কী মনে হয়?

২. চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফরে গেছেন এবং রিয়াদ তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। যখন আমেরিকার সঙ্গে সৌদি আরবের টানাপোড়া চলছে তখন চীনকে এত বেশি গুরুত্ব দিচ্ছে রিয়াদ। এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষ কোনো পরিবর্তন আনতে যাচ্ছে কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

যে হাত মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে।’ তিনি সারা দেশে দলের প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে আজ বৈঠক ডেকেছিল আওয়ামী লীগ। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে।’ তিনি সারা দেশে দলের প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে আজ বৈঠক ডেকেছিল আওয়ামী লীগ। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। গণমাধ্যমের মালিকদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে আছে বিএনপিকে তেল মারছে। এত তেল মারা কিসের জন্য। কত তেল আছে, আমি তাদের দেখব।’

আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না: কর্নেল অলি-মানবজমিন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ

বাংলাদেশে এখন একাত্তরের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাশত করবে না। আগুন নিয়ে খেলা বন্ধ করেন। নয়তো সামাজিক পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই বিবৃতি দেন ড. অলি আহমদ।

বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধীদলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড, ব্যাংক ডাকাতি, অর্থনৈতিক বিপর্যয়, বিচার বিভাগের বিপর্যয়, গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয় রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেয়ার জন্য একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনাপ্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে।’

অলি আহমদ আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পূর্বে তাদের গুন্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পোড়ানো বা সংঘর্ষে জড়িত ছিল না।’

বিগত ৭ দিন ধরে পুলিশ বাহিনী হিটলারি কায়দায় ইসরায়েলের বর্বর বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে’ উল্লেখ করে বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রুজু ও গ্রেপ্তার করেছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহকে ভয় করেন। মিথ্যা বলা বন্ধ করেন। অন্যায় ও মিথ্যার আশ্রয় নেয়া বন্ধ করেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে আজকের এই খেলা খেলা ভাব কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।’

প্রথম আলোর অপর একটি খবর: লাশ ফেলার দুরভিসন্ধি গতকাল বিএনপি কার্যকর করেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে। তারা লাশ ফেলার দুরভিসন্ধি গতকাল বুধবার কার্যকর করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে আগুন-সন্ত্রাস শুরু করে দিয়েছে। তারা বিআরটিসির বাস পুড়িয়েছে। পুলিশের ওপর হামলা করেছে। বিএনপির এসব কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ আতঙ্কে আছে।সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পুলিশ রাস্তায় পড়ে ছিল, সেই ছবি মিডিয়া দেখায়নি। তারা সরকারি গাড়ি পুড়িয়ে ফেলবে, সেই ছবি মিডিয়া দেখাবে না। এমন আচরণ মিডিয়া কেন করছে? মিডিয়ার একটি অংশ কেন একটি পক্ষ নিচ্ছে? এটা তাঁর অভিযোগ। কক্সবাজারে এত বড় সমাবেশ, মিডিয়া ঠিকভাবে দেখায়নি। মিডিয়ার কাছে তাঁরা প্রত্যাশা করেন, মিডিয়া যা দেখবে, তা দেখাবে। তাঁরা সত্যকে তুলে ধরার আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ তাঁরা করতে দেবেন না। জনগণকে ভোগান্তি দেওয়া যাবে না।

এদিকে, দৈনিকটি লিখেছে,বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৪৫০।তবে ইত্তেফাক লিখেছে, পল্টনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার। দৈনিকটির অপর এক খবরের শিরোনাম- রাজধানীর প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট।

অবরুদ্ধ বিএনপি কার্যালয়, থমথমে নয়াপল্টন-ই্ত্তেফাক

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাজধানীর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ আছে। এলাকাজুড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!-যুগান্তর

রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ বাবা মো. মিল্লাত হোসেনকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার রাত ১২টার পর রাজধানীর ওয়ারী থানার ৩০নং গোপী মোহন বসাক লেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যা র সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত স্লোগান দিতে দিতে ওই বাসার দিকে যায়। কিছুক্ষণ পরই চিৎকার চেচামেচির আওয়াজ শোনা যায়। পরে এলাকাবাসী ওই বাসায় গিয়ে মিল্লাত হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে তার বাবা মারা গেছে দাবি করে তিনি বলেন, জানি এই হত্যাকাণ্ডের বিচার পাব না। তবু আমি আমার বাবার হত্যার বিচার চাই। যারা আমার নিরপরাধ বয়স্ক বাবাকে হত্যা করেছে, এ দুনিয়ায় বিচার না পাইলে আল্লাহ একজন আছেন, তিনি অবশ্যই শেষ বিচার করবেন। কী দেশে আছি, মধ্যরাতে কেউ কারও বাসায় গিয়ে এভাবে হামলা চালায়? মানুষ খুন করে? আমাদের কি সুষ্ঠু সুন্দরভাবে পরিবার নিয়ে বেঁচে থাকার বা রাজনীতি করার অধিকার নেই?

তবে এ বিষয়ে ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার যুগান্তরকে বলেন, রাতে ওয়ারী এলাকার অজ্ঞাত কতিপয় ব্যক্তি ওই বাসায় গিয়ে ওই বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তিনি তিন বছর থেকে কার্ডিয়াক রোগী ছিলেন। ঘটনার সময় উত্তেজিত হয়ে পড়ে গিয়ে আহত হন। তার ছেলে ও ছেলের বউ এ বিষয়ে থানায় লিখিত দিয়েছে বলে দাবি করেন তিনি।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

গুজরাট ছাড়া সব রাজ্যে মুখ পুড়ল বিজেপির- সংবাদ প্রতিদিন পত্রিকা/আনন্দবাজার

হিন্দুত্ব ও দেশাত্ববোধের প্রকল্প। যার একনিষ্ঠ কারিগর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রাক্তনী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)। এই হল গত দেড় দশকে দেশে গেরুয়া ঝড়ের অন্যতম কারণ। সঙ্গে রয়েছে উন্নয়নমুখী আত্মনির্ভর ভারতের প্রচার। এত করেও কেবল গুজরাটেই নিরুঙ্কুশ জয় পাচ্ছে বিজেপি)। পিছু ধাওয়া করলেও হিমাচলে কংগ্রেসই সংখ্যা গোরীষ্ঠ দল হতে চলেছে। রাহুল গান্ধীর দলের জয় সেখানে নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। তবে ঘোড়া বেচাকেনা হলে কী হবে, ‘অপরেশন লোটাসে’র ঝামেলা হবে কিনা, তা এখনও বলা কঠিন। তবে পাঁচ রাজ্যে উপনির্বাচনে ফল ভাল হচ্ছে না মোদি-শাহদের। এমনকী খারপ ফল হল যোগীরাজ্য উত্তরপ্রদেশেও।

হিমাচলে ক্ষমতা দখলের সম্ভাবনা স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কংগ্রেসে তৎপরতা শুরু-আনন্দবাজার পত্রিকা

হিমাচলে কংগ্রেসের ক্ষমতা দখলের উজ্জ্বল সম্ভাবনা

হিমাচল প্রদেশে ক্ষমতা দখলের সম্ভাবনা উজ্জ্বল হতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। ইতিমধ্যে প্রকাশ্যে এই পদের দাবিদার হিসাবে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা সিংহ। তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর বীরভদ্রের মুখ চেয়েই ভোট দিয়েছেন রাজ্যবাসী।” সরাসরি না বললেও তিনি যে মুখ্যমন্ত্রী পদের দাবিদার সেই ইঙ্গিতও দিয়েছেন প্রতিভা। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, বীরভদ্র সিংহের পরিবার কোনও দর কষাকষির মধ্যে যাবে না। বিধায়কদের মতামত এবং হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবেন তিনি। শুধু প্রতিভা একা নন, একাধিক নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদের জন্য। যদিও তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি। একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী বাছাটাই এখন কংগ্রেসের মাথাব্যথার বড় কারণ হতে চলেছে বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ।

‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের-সংবাদ প্রতিদিন

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সর্বত্র। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেই এবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন বলেই জানালেন তিনি। এছাড়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথা ‘এনজয়’ করেন বলেও জানান কলকাতা হাই কোর্টের বিচারপতি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮

ট্যাগ