ডিসেম্বর ১৮, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আওয়ামী লীগকে উৎখাত করা এতই সোজা: প্রধানমন্ত্রী- যুগান্তর 
  • বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো আওয়ামী লীগ - মানবজমিন
  • পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে আলোচনা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ-প্রথম আলো
  • মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার ঘাটতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • আজ সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত, ‘বিপজ্জনক’ -কালের কণ্ঠ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদের দায়িত্ব আছে : পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ডামাডোলের রাজস্থানে ‘পাইলট’ হোন সচিন, রাহুলের সামনেই স্লোগান মুখ্যমন্ত্রী করার দাবিতে -আনন্দবাজার পত্রিকা
  • সুপ্রিম কোর্টে ধাক্কার পরেও লড়াই ছাড়তে নারাজ, ‘ন্যায় মিলবে’, আশাবাদী বিলকিসের আইনজীবী -সংবাদ প্রতিদিন
  • অসুস্থ আরও এক অনশনরত মেডিক্যাল পড়ুয়া, নিয়ে যাওয়া হল এমার্জেন্সিতে -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এবার ওয়াশিংটনে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। ১৫ ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লুর এই আলোচনা অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এত শক্ত, প্রত্যেকটা ওয়ার্ডে বিট পুলিশ রয়েছে। 

রাজনীতির কয়েকটি খবর- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে যেসব দাবি জানিয়েছেন, তার মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন, পূরণ করে দেবেন। আজ সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

বিএনপি বলেছে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-লুটপাটে ক্ষতি হয়েছে ৫১ লাখ টাকা। এদিকে, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে।

প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী-মানবজমিনসহ বিভিন্ন দৈনিকের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের সরকার প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে উৎখাত করা এতই সোজা।  প্রধানমন্ত্রী বলেন, শুধু আওয়ামী লীগই দেশে গণতন্ত্র নিশ্চিত করেছে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ ছাড়া আর কোন্ দল এত ভালোভাবে মানুষের অধিকার রক্ষা করেছে?

তবে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, এই সরকারের হাতে দেশের মানুষ কিংবা দেশে কর্মরত বিদেশিরা কেউই নিরাপদ নয়।  

বিবি থেকে সরকারের ঋণ ৫০,০০০ কোটি টাকা-যুগান্তরের অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে সরকারি খাতে আমদানি ব্যয়সহ অন্যান্য খাতে খরচ বেড়েছে। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বাড়তি খরচ মেটাতে চাহিদা অনুযায়ী আয় বাড়াতে পারছে না সরকার। ফলে সরকারের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাবে বড় ঘাটতি দেখা দিয়েছে।

এ ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। অন্যান্য সময় বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নিত। এখন তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে।

ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে গত ৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে সরকার ঋণ নিয়েছে ৫০ হাজার কোটি টাকা।

এদিকে, কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, বাতাসের মান 'বিপজ্জনক' নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। আজ শনিবার (১৮ ডিসেম্বর) ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩০৮। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১- এর বেশি স্কোরকে 'বিপজ্জনক' বলা হয়।

আজ সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত, ‘বিপজ্জনক’-কালের কণ্ঠের এ খবরে বলা হয়েছে, বাতাসের মান 'বিপজ্জনক' নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। আজ শনিবার (১৮ ডিসেম্বর) ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩০৮। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১- এর বেশি স্কোরকে 'বিপজ্জনক' বলা হয়।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সুপ্রিম কোর্টে ধাক্কার পরেও লড়াই ছাড়তে নারাজ, ‘ন্যায় মিলবে’, আশাবাদী বিলকিসের আইনজীবী-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধাক্কা খেয়েছেন বিলকিস বানো (Bilkis Bano)। ২০০২ সালে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের জেল থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন শনিবার খারিজ করেছে শীর্ষ আদালত। যদিও আদালতের এই সিদ্ধান্তকে আইনি হার বলতে নারাজ বিলকিসের স্বামী ও আইনজীবী শোভা গুপ্তা। বিসকিসের ধর্ষণের ঘটনায় ১১ দোষী সাব্যস্তের মুক্তির রায়ের পুনর্বিবেচনার আবেদন প্রসঙ্গে শোভা জানান, শীর্ষ আদালতের সিদ্ধান্ত তারা মেনে নিলেও বিষয়টিকে আইনি হার হিসেবে দেখছেন না। সংবিধান ও আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁদের। তাঁর কথায়, “ন্যায় মিলবে। লড়াই ছাড়লে চলবে না।

সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরের শিরোনাম-আপনিই প্রথম পাশে এসে দাঁড়ালেন’, সাংসদ শতাব্দী রায়কে দেখে আপ্লুত লালন শেখের স্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বগটুই কাণ্ডে সিবিআই (CBI)হেফাজতে থাকা অবস্থায় লালন শেখের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তাঁর বাড়িতে দেখা গেল শাসকদলের কোনও নেতাকে। রবিবার সকালে বগটুই গ্রামে গেলেন বীরভূমের তারকা তৃণমূল সাংসদ (TMC MP) শতাব্দী রায়। আর তাঁকে দেখে আপ্লুত লালনের স্ত্রী রেশমা বিবি। তিনি সাংসদের হাত ধরে বলেন, ”আপনিই প্রখম এলেন। এখনও তো কেউ পাশে এসে দাঁড়ায়নি। আমরা আইনের ভরসা লড়ছি। রাজ্যের উপর, বিচারব্যবস্থার উপর ভরসা আছে।” শতাব্দীও সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন বলে খবর। মার্চ মাসে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং সিবিআই হেফাজতে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় ১২ ডিসেম্বর। কীভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হল, সেই প্রশ্ন তোলেন। এদিকে, লালনের স্ত্রী সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। এই মৃত্যুর তদন্ত করছে সিআইডি

ডামাডোলের রাজস্থানে ‘পাইলট’ হোন সচিন, রাহুলের সামনেই স্লোগান মুখ্যমন্ত্রী করার দাবিতে-আনন্দবাজার পত্রিকা

রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ফের বেআব্রু হয়ে পড়ল। রবিবার ভারত জোড়ো যাত্রা যখন মরুরাজ্যের দৌসা অঞ্চল পেরোচ্ছে, তখন কিছু যুবক হঠাৎই সচিন পাইলটের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। “রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে পাইলটকেই চাই” বলে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন তাঁরা। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ