ডিসেম্বর ২১, ২০২২ ১৯:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আ.লীগ কী করেছে, একটু ভেবে দেখবেন: প্রধানমন্ত্রী- যুগান্তর 
  • বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী- মানবজমিন
  • জেড আই খান পান্নার সাক্ষাৎকার ডান্ডাবেড়ি পরানো সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী- প্রথম আলো
  • সংসদ নির্বাচন নিয়ে ইসির ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি- ইত্তেফাক
  • চতুর্থ দফায়ও জামিন পেলেন না ফখরুল-আব্বাস- কালের কণ্ঠ
  • সড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় : কাদের- বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ডিসেম্বরে সরকার বদলের কথা বলেননি- শুভেন্দু, আবার তারিখ দিলেন-আনন্দবাজার পত্রিকা
  • করোনা বিদায় নেয়নি, বিধি মানুন’, উৎসবের আগে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের-সংবাদ প্রতিদিন
  • ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার মেডিকেল কলেজের-আজকাল

 শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-মানবজমিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও এ ধরনের হত্যা সমর্থন করে না।বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না। কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাই দেশে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না। সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক সভাপতি ও ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য।বিএনপির সমাবেশ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর বিশেষ অভিযান, দলটির নেতা–কর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার, তাঁদের প্রতি সংবিধান ও আইন পরিপন্থী আচরণ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। গত মঙ্গলবার গাজীপুরে ‘গায়েবি’ মামলার কারাবন্দী বিএনপি নেতা আলী আজম মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান। তাঁকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে দেখা যায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। আইনের দৃষ্টিতে এর ব্যাখ্যা কী? এ বিষয়ে তিনি বলেন, এই ঘটনা খুবই অমানবিক। একই সঙ্গে আমাদের সংবিধান, আইন ও উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী। হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিতে বাধ্য করার ঘটনায় স্পষ্টতই ওই ব্যক্তির মানবাধিকারেরও চরম লঙ্ঘন হয়েছে। আইন অনুযায়ী, যেকোনো আসামি বা অভিযুক্ত, এমনকি দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির সঙ্গেও এমন আচরণ করার কোনো সুযোগ নেই।জানাজার সময় আলী আজমের হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দেওয়ার জন্য তাঁর স্বজন ও এলাকাবাসীরা অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের সেই কথায় পাত্তা দেয়নি। এ সম্পর্কে আইনজীবী জেডআই খান পান্না বলেন, শুধু পুলিশ নয়, কারা কর্তৃপক্ষসহ এ ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সংবিধান লঙ্ঘন করেছেন, আইন ভঙ্গ করেছেন। একই সঙ্গে তাঁরা এ রকম একটি অমানবিক ঘটনার মাধ্যমে মানবাধিকারেরও লঙ্ঘন করেছেন। এ জন্য এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।

সংসদ নির্বাচন নিয়ে ইসির ওপর আন্তর্জাতিক চাপ নেই: সিইসি-ইত্তেফাক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সকল দলকে অংশ গ্রহণ করতে আহ্বান করছি।

আ.লীগ কী করেছে, একটু ভেবে দেখবেন: প্রধানমন্ত্রী-যুগান্তর

দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ও বিরোধী দলগুলোর কার্যক্রম তুলনামূলক বিশ্লেষণ করে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাইকে মনে রাখতে হবে যে কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল। আর কখন দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির কবলে পড়ে নিজের জীবনমানকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এগুলো বিচার বিশ্লেষণ করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আগামী দিনে কী চান।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

করোনা বিদায় নেয়নি, বিধি মানুন’, উৎসবের আগে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের-সংবাদ প্রতিদিন

আবার কি ভয়ংকর কালো দিন ফিরবে! নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা (COVID)। চিন, জাপান, দক্ষিণ করোয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় গতকাল প্রাথমিক সতর্কতা জারি করেছিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের (Mansukh Mandaviya) নেতৃত্বে বৈঠকের পর রাজ্যগুলিকে অন্যতম বার্তা, উৎসবের মরসুমে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। বেলাগাম হলে বিপদ বাড়তে পারে

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার মামলাকারীর আইনজীবীকে এক বছর বাদে মক্কেলের জামিনের কথা ভাবতে বলে এই নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।আদালত আরও জানিয়েছে, “একজন সরকারি কর্মী হয়ে তাঁর উচিত কর্তব্য পালন করা। যেটা তিনি এড়িয়ে যেতে পারেন না। এই দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে।”

আনন্দবাজার পত্রিকার খবর, শুভেন্দু অধিকারী প্রণীত ‘ডিসেম্বর রহস্য’ শেষ হল। বুধবার কাঁথির সভা থেকে বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, তিনি বলেননি ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে, এমন কিছু বলেননি। বুধবার তাঁর ‘খাসতালুক’ বলে পরিচিত কাঁথির সভা থেকে শুভেন্দু বলেন, ‘‘আমি বলেছিলাম ডিসেম্বরের তিনটি গুরুত্বপূর্ণ তারিখের কথা। আমি কখনও বলিনি যে, আমরা সরকার বদলে দেব। আপনারা কি চান এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না কি ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসুক?’’

১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার মেডিকেল কলেজের-আজকাল

অনশন প্রত্যাহার করলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। ১২ দিনের মাথায় বিশিষ্ট সমাজকর্মী এবং চিকিৎসক বিনায়ক সেনের হাত থেকে ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন তাঁরা। আগামী ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনশন শুরু করেছিলেন ছাত্ররা। সোমবার অনশন তুলে নেওয়ার পর ছাত্রদের দাবি, ২২ ডিসেম্বরই নির্বাচন হবে। যদি কর্তৃপক্ষ নির্বাচন না করেন তাহলে ছাত্ররা নিজেরাই নির্বাচন করবেন। এই অনশনকে নিজেদের নৈতিক জয় বলেও দাবি পড়ুয়াদের। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন দুই পড়ুয়া। অনশন প্রত্যাহারের সিদ্ধান্তে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায় বলেন, 'অনশন প্রত্যাহারের খবর শুনে খুবই ভালো লাগলো। কিন্তু এটা যেহেতু কলেজ তাই এখানকার কিছু নিয়মকানুন আছে। পড়ুয়ারা যেভাবে নির্বাচন করার কথা বলছেন সেভাবে নির্বাচন করা যায় না। নির্বাচন অবশ্যই হবে এবং কর্তৃপক্ষই সেই নির্বাচন করাবে। সামনে যেহেতু বড়দিন বা গঙ্গাসাগর মেলা আসছে তাই আমরা সবদিক দেখেশুনেই কলেজে নির্বাচনের দিন ঘোষণা করব।'#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১

ট্যাগ