ডিসেম্বর ২৬, ২০২২ ১৭:৪৫ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সরকারের সময় শেষ: খন্দকার মোশাররফ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২৬ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন-যুগান্তর
  • জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে গণ অধিকার পরিষদের উদ্বেগ-দৈনিক প্রথম আলো
  • আওয়ামী লীগ সরকারের সময় শেষ: খন্দকার মোশাররফ-দৈনিক সমকাল
  • রাশিয়ার উদ্দেশ্যে জার্মানির রাষ্ট্রদূত-পিটার হাসের শাহীনবাগে যাওয়া ইউক্রেনে হামলার চেয়েও মারাত্মক!-মানবজমিন

  • পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • প্রতিদিন ১০ লক্ষ পেরতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা, আশঙ্কা চিনের স্থানীয় প্রশাসনের -সংবাদ প্রতিদিন
  • উত্তপ্ত নন্দীগ্রাম! রক্তারক্তি, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং বিজেপির -আনন্দবাজার পত্রিকা
  • আত্মরক্ষায় ঘরে ধারালো অস্ত্র রাখুন’, কট্টরপন্থীদের সভায় নিদান বিজেপি সাংসদ প্রজ্ঞার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন-যুগান্তর

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলাম তখন অনেক বাধা সৃষ্টি হয়। দেশের বাইরের রাষ্ট্রপ্রধানরাও এই বিচারের অনেক বাধা দেয়ার চেষ্টা করে, এমনকি কেউ কেউ আমার কাছে টেলিফোন করে কথাও বলে। তাদের আমি একটি কথা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার তো এখনো হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষের ওপর যারা নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে তাদের বিচার হবে না কেন। এ ধরনের চাপ আমাদের ওপর হয়েছিলো তারপরও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারকদের বাসস্থানের জন্য আমরা ফ্লাট করে দিচ্ছি। এটা শুধু ঢাকা শহরে না প্রতিটি জেলায় জেলায় আমরা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেব। সেইসঙ্গে বিচারকদের গাড়ি ব্যবস্থা নিশ্চিতের জন্য গাড়ি ঋণ নগদায়নের পদক্ষেপ গ্রহণ করব।

জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে গণ অধিকার পরিষদের উদ্বেগ-দৈনিক প্রথম আলো

জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পৈতৃক বাড়িতে পুলিশ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক এ উদ্বেগ জানান।

বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, সাংবাদিক জিল্লুর রহমানকে পুলিশি হয়রানি অনভিপ্রেত ও উদ্বেগজনক। দেশে সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ মূলত গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির নামান্তর। সুপরিকল্পিতভাবে এসব হয়রানি করা হচ্ছে।তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় গণ অধিকার পরিষদ।

২২ ডিসেম্বর রাতে এক ফেসবুক পোস্টে জিল্লুর রহমান বলেন, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে গেছে। এটা জেনে তিনি বিস্মিত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই-কালের কণ্ঠ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এই বার্তা সব দেশের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘হ্যাঁ।সে যে দেশই হোক। আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। ’মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনো দেশের ‘প্রেসক্রিপশন’ দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ডিএনএর গভীরেই আছে।  

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।

রাশিয়ার উদ্দেশ্যে জার্মানির রাষ্ট্রদূত-পিটার হাসের শাহীনবাগে যাওয়া ইউক্রেনে হামলার চেয়েও মারাত্মক!-মানবজমিন

গত ২২ শে ডিসেম্বর নিয়মিত এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা 'ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা' বলে মন্তব্য করেছেন। রুশ ভাষায় করা ওই ব্রিফিংয়ের ইংরেজি ট্রান্সক্রিপ্ট আজ (রবিবার) গণমাধ্যমকে সরবরাহ করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস যেখানে দেখা যায়ঃ বাংলাদেশের নাগরিকদের অধিকারের প্রতি যত্নবান হওয়ার অজুহাতে ক্রমাগতভাবে এ দেশের অভ্যন্তরীণ বিষয়াদিতে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন অভিযোগ করে রুশ মুখপাত্র বলেছেন, বাংলাদেশে বৃটিশ ও জার্মান কূটনৈতিক মিশনে তার (মার্কিন রাষ্ট্রদূতের) সহকর্মীরা (বৃটিশ হাইকমিশনার, জার্মানির রাষ্ট্রদূত) একই ধরনের কাজ করছেন।

খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।  তার সাথে ক্যাপশনে জার্মান রাষ্ট্রদূত 'যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শাহীনবাগ সফর' এর দিকে সুস্পষ্ট ইঙ্গিত করে তার সাথে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তুলনা করে লিখেছেনঃ

"(পিটার হাসের শাহীনবাগে যাওয়া) একেবারেই, ক্ষমার অযোগ্য! একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রের উপর নৃশংস বেআইনি আক্রমণ, হাজার হাজার মানুষকে হত্যা এবং অপহরণ, অতি প্রয়োজনীয় বেসামরিক ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করা, পুরো বিশ্বকে কষ্ট দেওয়ার চেয়েও অনেক বেশি মারাত্মক।"

আওয়ামী লীগ সরকারের সময় শেষ: খন্দকার মোশাররফ-দৈনিক সমকাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে। জনগণ বলছে- এই নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় শেষ। আমরা সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।  সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। 

উত্তপ্ত নন্দীগ্রাম! রক্তারক্তি, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং বিজেপির -আনন্দবাজার পত্রিকা

হামলা এবং পাল্টা হামলায় আবার সরগরম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার রাতে নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে এনে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্য দিকে তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের সমর্থকদের মারধর করা হয়েছে। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

ভেকুটিয়ায় সমবায় সমিতির ভোটের পর আবার উত্তপ্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ‘এপিসেন্টার’ নন্দীগ্রাম। যে ভাবে প্রতি দিন রাজনৈতিক ঝামেলা হচ্ছে, তার জেরে পঞ্চায়েত ভোটের মুখে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রতিদিন ১০ লক্ষ পেরতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা, আশঙ্কা চিনের স্থানীয় প্রশাসনের -সংবাদ প্রতিদিন

প্রতিদিন কম পক্ষে ১০ লক্ষ মানুষ কোভিড (Covid) আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। অতিমারী শুরু হওয়ার পরে এই প্রথমবার এত মানুষ আক্রান্ত হচ্ছেন চিনে (China)। স্থানীয় প্রশাসনের সূত্র মারফত কোভিডের ভয়াবহতার বিষয়টি জানা গেলেও মুখে কুলুপ এঁটেছে চিনের সরকার। প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। জানানো হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি চিনে। কিন্তু সূত্র মারফত অন্য খবর জানা যাচ্ছে।

যেসমস্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই, তাঁদের কোভিড আক্রান্ত হিসাবে ধরছে না চিন প্রশাসন। তা সত্বেও হাসপাতালগুলিতে কোভিড আক্রান্তের ভিড় উপচে পড়ছে। আইসিইউ-সহ হাসপাতালের একাধিক জরুরি বিভাগের ডাক্তারদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন না কোভিড আক্রান্তরা, তার ফলে হাসপাতালে ভরতি করা যাচ্ছে না অন্যদের। একজন চিকিৎসকের মতে, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না চিনের চিকিৎসা ব্যবস্থার।

আত্মরক্ষায় ঘরে ধারালো অস্ত্র রাখুন’, কট্টরপন্থীদের সভায় নিদান বিজেপি সাংসদ প্রজ্ঞার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আত্মরক্ষার জন্য নিজেদের ঘরে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুদের এই বিতর্কিত নিদান দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। প্রজ্ঞার মতে, হিন্দুদের উপর হামলা চালানো হলে নিজেদের বাঁচাতে এবং আত্মসম্ভ্রম বজায় রাখতে হামলাকারীকে যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে তাঁদের।

রবিবার কর্নাটকের শিবমোগায় হিন্দুদের একটি সম্মেলনে প্রজ্ঞা বলেন, ‘‘আপনাদের ঘরে অস্ত্র রাখুন। যদি কিছু না থাকে, তা হলে অন্তত সব্জি কাটার ছুরিতে শান দিন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে, তাঁদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের।’’

‘হিন্দু জাগরণ বেদিকে’ নামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত এক সংগঠনের দক্ষিণাঞ্চলীয় শাখার বার্ষিক সম্মেলনে রবিবার উপস্থিত ছিলেন প্রজ্ঞা। সেখানে নিজের ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম না করে তাঁদের আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রজ্ঞার দাবি, ‘‘ওদের লভ জিহাদ ছাড়া আর কিছুই নেই। ওদের ওই পরম্পরা রয়েছে। ওরা ভালবাসলেও তাতে জিহাদ করে। আমরাও (হিন্দুরা) ভালবাসি। তবে আমাদের ভালবাসা ঈশ্বরের প্রতি।’’

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ