চিঠিপত্রের আসর প্রিয়জন
'সংবাদের মৌলিকতার কারণে নির্ভরযোগ্য গণমাধ্যম হয়ে উঠেছে রেডিও তেহরান'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন, আমি এবং আমি সোহেল আহম্মেদ এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: আজও আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) নিজ পুত্র ইমাম হুসাইন (আ.)-কে বলেছেন, "প্রিয় পুত্র আমার! কোনো পাপীকেই নিরাশ কর না। কেননা কত পাপে নিমজ্জিত ব্যক্তির শেষ পরিণতি ভালো হয়েছে! আবার কত পূণ্যাচারী লোকের শেষ পরিণতি হয়েছে মন্দ এবং সে জাহান্নামের পথ ধরেছে!"
সোহেল আহম্মেদ: আমরা সবাই এই মূল্যবান বাণীটি অনুসরণ করার চেষ্টা করব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেইলের ইনবক্সে বেশকিছু মেইল দেখতে পাচ্ছি যেগুলোতে বিশ্ব বেতার দিবসের প্রবন্ধ, অনুষ্ঠানাদি ও শুভেচ্ছাবার্তা রয়েছে।
রেজওয়ান হোসেন: 'বিশ্ব বেতার দিবস প্রসঙ্গে কিছু কথা, কিছু স্মৃতি' শিরোনামে সাড়ে সাতশ শব্দের একটি লেখা পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল।
এই লেখাতে তিনি রেডিও'র আবিস্কার, বেতারের গুরুত্ব এবং বিশ্ব বেতার দিবসের ইতিহাস তুলে ধরেছেন। আমি তার লেখার গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরছি: "অনলাইন ও টেলিভিশনের যুগে বেতারই একমাত্র মাধ্যম, যেখানে শুধু শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করতে হয়, অন্য কিছুর দরকার হয় না। ফলে এর বিশেষ গুরুত্ব আছে, যা মানুষের কল্পনাশক্তি বিকাশে সহায়ক হতে পারে। আমার সুদৃঢ় বিশ্বাস- রেডিও বিশ্ব শান্তি স্থাপনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শুধু সহযোগিতা, উদ্যোগ আর প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে।"
আশরাফুর রহমান: সময়োপযুগী বিষয়ে বস্তুনিষ্ঠ লেখাটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার কেন্দুয়া থানার স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি মোঃ রাসেল শিকদার। তিনি লিখেছেন, "বিশ্ব বেতার দিবসকে ঘিরে আমাদের শ্রোতাদের মাঝে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। প্রতিবারের মতো এবারো বাংলাদেশ বেতার আয়োজন করেছিলো বিশ্ব বেতার দিবস। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল রেডিও তেহরানের অসংখ্য শ্রোতা এবং লেখক। শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় আমি একটি পুরস্কার বিজয়ী হয়েছিলাম। আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি শাহাদাৎ হোসেন স্যার আমাকে পুরস্কারটি প্রদান করেন। যে কারণে আমি অনেক বেশি আনন্দিত।"
সোহেল আহম্মেদ: শ্রেষ্ঠ পত্রলেখক পুরস্কার পাওয়ায় ভাই রাসেল শিকদার আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতল খুচী থানার গাদোপোতা থেকে সহিদুল ইসলাম পাঠিয়েছেন পরের মেইলটি।
তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের আমি একজন নিয়মিত শ্রোতা ৷ প্রতিদিন রেডিও তেহরানের লাইফ স্ট্রিমিং ও পার্সটুডের সংবাদের লিংক বিভিন্ন গ্রুপ, পেইজ, হোয়াটস অ্যাপম মেসেজ্ঞারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছি। চিঠির শেষাংশের তিনি বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
রেজওয়ান হোসেন: বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত থেকে আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।
- বাংলাদেশের রাজশাহী জেলার দূর্গাপুর থেকে মোঃ সাইফুল ইসলাম থান্দার
- রংপুরের পীরগাছা থেকে আতাউর রহমান রঞ্জু
- আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা থেকে মোছাঃ রওশন আরা লাবনী
- ঢাকার সাভার থেকে রোমান সরদার
- ঠাকুরগাঁও জেলার মোহাম্মদপুর থেকে শ্রী বৃত্তি রায়
- ভারতের নতুন দিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী
- পৃথ্বিরাজ পুরকায়স্থ ভারতের অসমের জোরহাট থেকে
- এবং এস এম নাজিমউদ্দীন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে।
আশরাফুর রহমান: বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়ে মেইল পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সোহেল আহম্মেদ: বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদিরচর থেকে মোঃ সাগর মিয়া পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, "কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রেডিও সম্প্রচার প্রচার করছে। বিভিন্ন বেতার কেন্দ্র অনেক আগেই রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র রেডিও তেহরান শর্টওয়েভে অনুষ্ঠান সম্প্রচার করছে। এ বেতার থেকে আমরা শুনছি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা।"
চিঠির একাংশে তিনি উল্লেখ করেছেন, দিন দিন রেডিও তেহরানের শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও জনপ্রিয়তা বাড়ছে।
রেজওয়ান হোসেন: রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি পাচ্ছে জেনে ভালো লাগল। সুসংবাদটি জানিয়ে চিঠি লিখায় মোঃ সাগর মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর থেকে সুরজিৎ মাহান্তী পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "১৩ ফেব্রুয়ারি প্রিয়জন অনুষ্ঠানে বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর মূল্যবান মতামত শুনে খুব ভালো লাগল। কথাবার্তা অনুষ্ঠানে দুই দেশের বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়।"
আশরাফুর রহমান: ভাই সুরজিৎ মাহান্তী, মতামত জানিয়ে ইমেইল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘী থেকে। আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফনি।
তিনি লিখেছেন, "রমরমা রঙিন যুগে এসেও আমরা শ্রোতারা মনের মাধুরী মিশিয়ে রেডিও অনুষ্ঠান শুনি বিশেষ করে রেডিও তেহরান। রেডিও শোনা আমার শখ। তবে এই শখ শুধু অজানাকে জানা আর জ্ঞান আহরণ। সেইসাথে ইরান ও ইসলামকে আত্মা দিয়ে স্পর্শ করা।"
সোহেল আহম্মেদ: মোবারক হোসেন ফনি ভাই, আপনি কেন রেডিও তেহরান শোনেন- তা জানলাম আপনার চিঠিতে। আশা করি আবারো লিখবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী মিলন সংঘ থেকে মহ: হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব বিজয়ের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের 'আলোকোজ্জ্বল দশ প্রভাত' শুনলাম। হাজার বছরের মহাবিস্ময় হিসেবে স্বীকৃত এই বিপ্লবের সাফল্যের পালকে যুক্ত হচ্ছে প্রতি বছর একের পর এক অভাবনীয় নানা সাফল্য। বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সভ্যতার একটি আদর্শ মডেল গড়ে তুলতে সক্রিয় ইরানের ইসলামী বিপ্লবী জনগণ ও নেতৃবৃন্দ। তারা দিন দিন বিশ্বের জনগণের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এই জনপ্রিয়তার বেশ কয়েকটি প্রমাণ নিয়ে আজকের বস্তুনিষ্ঠ পরিবেশনা অত্যন্ত চমৎকার ছিল।"
রেজওয়ান হোসেন: 'আলোকোজ্জ্বল দশ প্রভাত' উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। মতামত জানিয়ে চিঠি লিখার জন্য ভাই হাফিজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলাদেশি এক শ্রোতাবোনের সঙ্গে সরাসরি কথা বলতে চাই।
রেজওয়ান হোসেন: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন বেশকিছু মেইল। একটিতে তিনি লিখেছেন, "প্রায় তিন দশকের বেশি সময় ধরে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সঙ্গী হয়ে রয়েছি। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে এখনও বহু শ্রোতা রেডিও তেহরানের সাথেই রয়েছে। শুধু খবরই নয়, খবরের বিশ্লেষণধর্মী পর্যালোচনা ও সংবাদভাষ্য 'দৃষ্টিপাত' আমাদের মুগ্ধ করে। খবরের ভেতরের খবরকে বিশ্লেষণের মাধ্যমে ঘটনার গতিপথ সমন্ধে আমাদের অবগত করাতে সদা তৎপর রেডিও তেহরানের ভাষ্যকারগণ। এক্ষেত্রে বাংলা বিভাগের অনুষ্ঠানে আইআরআইবি'র অন্যান্য বিভাগের ভাষ্যকারদের অনুবাদও পড়ে শোনানো হয়, যা ব্যতিক্রমধর্মী একটি বিষয়। সব মিলিয়ে সংবাদ ও সংবাদের এই মৌলিকতা বেশিরভাগ শ্রোতারই নির্ভরযোগ্য গণমাধ্যম হয়ে উঠতে পেরেছে রেডিও তেহরান।"
আশরাফুর রহমান: রেডিও তেহরানের সংবাদ সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই নাজিমউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে এখনও বেশকিছু ইমেইল রয়ে গেছে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আজকের আসরে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চিঠিগুলোর প্রাপ্তিস্বীকার করছি।
- বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস. এম. হৃদয় রহমান।
- আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা থেকে প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন
- শরিফা আক্তার পান্না কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে
- ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
- ময়মনসিংহ থেকে এ এস মাহমুদ
- কুমিল্লার ঝাকুনীপাড়া থেকে মাহফুজুর রহমান
- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া থেকে আলমিন সেখ হিরামন।
রেজওয়ান হোসেন: ইমেইল পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানও শেষ করব একটি গান শুনিয়ে। ভাষাশহীদদের নিয়ে লেখা গানটির কথা, সুর ও শিল্পী আমিরুল মোমেনীন মানিক।
আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২১