মার্চ ০২, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডলারের চাপ হজ যাত্রায়ও-মানবজমিন
  • বাংলাদেশে লাখ লাখ ভবন থাকলেও শত শত প্রকৌশলী নেই : প্রতিমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
  • সমন্বয়ের অভাবে আদালত থেকে জঙ্গি ছিনতাই হয়েছে: র‌্যাব ডিজি-ইত্তেফাক
  • ঢাবির প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে বছরে অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, তদন্তে কমিটি-প্রথম আলো
  • মুরব্বিয়ানা করতে পারবনা, নিজেরা নিরসন করে ভোটে আসুন: সিইসি-যুগান্তর
  • ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলায় সমন জারি-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • আফস্পা-ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি জোট-সংবাদ প্রতিদিন
  • তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে সাগরদিঘি জয় কংগ্রেসের -আনন্দবাজার
  • জামিন পেলেন নওশাদ সিদ্দিকী-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মধ্যস্থতাকারীর ভূমিকায় নিতে রাজি নন সিইসি। বাংলাদেশের পত্রিকার এই শিরোনাম সম্পর্কে আপনি কী বলবেন?

২. মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে চীনকে। এই হুমকিকে আপনি কীভাবে দেখছেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মুরব্বিয়ানা করতে পারব না, নিজেরা নিরসন করে ভোটে আসুন: সিইসি-যুগান্তর

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিরসন হবে বলে আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, দলগুলো নিজেরা মতপার্থক্য নিরসনে চেষ্টা করুক। নির্বাচন কমিশন এখানে মুরব্বিয়ানা করতে পারবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে আমরা আগেও বলেছি, তাদের প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন। নির্বাচন কমিশন এক্ষেত্রে মুরব্বিয়ানা করতে পারবে না।’

সব দলকে ভোটে আসার আহ্বানের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণমূলক ও নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে কমিশনের সব ধরনের পদক্ষেপের কথাও তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। বলেন, আমরা ভদ্রভাবে, বিনীতভাবে সব রাজনৈতিক দলকে বলব, আপনারা যেকোনো প্রকারেই হোক, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটকেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন, যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোটকেন্দ্রে একধরনের নিরপেক্ষতা এবং যথার্থতা প্রতিষ্ঠিত হয়।

সমন্বয়ের অভাবে আদালত থেকে জঙ্গি ছিনতাই হয়েছে: র‌্যাব ডিজি-ইত্তেফাক

ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকে এককভাবে বলি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকা ‌দরকার ছিল। সমন্বয়ের অভাবে এমন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত: 

নির্বাচন কমিশন গঠনে ভারতীয় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়-সংবাদ প্রতিদিন

এবার থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের নিযুক্তিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলের নেতা।

সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম যোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আজ বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দিয়েছেন। এই বিষয়ে কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হওয়া পর্যন্ত সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া এই নতুন বিধি চালু থাকবে বলে রায়ে জানানো হয়েছে।এখনো পর্যন্ত তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয় শুধু সরকারের সুপারিশে। প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে এই প্রথা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, নির্বাচনের স্বচ্ছতার জন্য নিযুক্তি প্রক্রিয়ায় বদল আনা জরুরি।ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের মেয়াদ ছয় বছরের। সচরাচর দেখা যায়, সরকারের অনুগত ও ঘনিষ্ঠ আমলাদেরই এই পদে নিযুক্তি দেওয়া হয়। এইভাবে মনোনয়ন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গত শতকের ১৯৯০–এর দশকে মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন কমিশনের মান ও নিরপেক্ষতাকে যে উচ্চতায় স্থাপন করেছিলেন, পরবর্তীকালে তা বজায় থাকেনি। ইদানীং কমিশনের বিরুদ্ধে শাসক দলের প্রতি চূড়ান্ত পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা।এই রায়ের পর নির্বাচন কমিশন এক স্বাধীন সচিবালয় পাবে। স্বাধীনভাবে নিয়মনীতি তৈরি করতে পারবে। নিজেদের বাজেট স্বাধীনভাবে তৈরি করতে পারবে। তহবিলের জন্য সরকারের মুখাপেক্ষী হতে হবে না। সরাসরি কেন্দ্রীয় ট্রেজারি থেকে টাকা তোলার ক্ষমতা পাবে।

আফস্পা-ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি জোট-সংবাদ প্রতিদিন

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্বের ভোটের দিকে নজর রয়েছে সকলের। ত্রিপুরায় বিজেপির আসন কমলেও সেখানে শেষ পর্যন্ত শেষ হাসি তারাই হাসতে চলেছে। একই ভাবে নাগাল্যান্ডেও গেরুয়া জোটের জয় প্রায় নিশ্চিত। মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলেও বাকি দুই রাজ্যের নির্বাচনে বিজেপির জয়জয়কার। নাগাল্যান্ডে ৬০ আসনের মধ্যে ৩৯টি আসনে এগিয়ে বিজেপি-ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি তথা এডিপিপি জোট।এর মধ্যে বিজেপি (BJP) ২টি ও এনডিপিপি (NDPP) ৭টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে। এছাড়াও ১২টি কেন্দ্রে এগিয়ে বিজেপি।

সাগরদিঘিতে ডুবল কেন তৃণমূলের বিজয়তরী-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উপনির্বাচনে সাধারণত জয়ী হয় শাসকদলই। ভোট অরণ্যের এই প্রাচীন প্রবাদ এ বার আর সত্যি হল না। সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে হেরে গেল বাংলার শাসক তৃণমূল। অতীতে উপনির্বাচনে শাসকের পরাজয়ের নজির নেই, তা নয়। বরং অনেক নজিরই রয়েছে। কিন্তু ২০২১ সালে তৃণমূল বিপুল শক্তি নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের হার। তা-ও এত দিন রাজ্য বিধানসভায় ‘শূন্য’ কংগ্রেসের কাছে।পরাজয়ের ময়নাতদন্তে একাধিক কারণ উঠে আসছে।তৃণমূলের পরাজয়ের একাধিক কারণে মধ্যে অন্যতম বলে যা মনে করা হচ্ছে, তা হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকিকে একক মাসেরও বেশি সময় ধরে জেলে রাখা।ঘটনাচক্রে, বৃহস্পতিবার ভোটগণনার মধ্যেই ৪০ দিন পরে কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন নওশাদ।

গণশক্তি পত্রিকা তার জামিন সম্পর্কে লিখেছে, দীর্ঘ একমাসের বেশি সময় জেলে থাকার পর জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট তাকে জামিন দিয়েছে। গত ২১ জানুয়ারি ধর্মতলা থেকে নওশাদ সহ ৮৮ জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়। একাধিক মিথ্যা মামলা দেওয়া হয় তাদের। নওশাদের নামে চাপানো হয় একের পর এক মিথ্যা মামলা। 

নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারির প্রতিবাদে রাস্তায় নামেন নাগরিকরা। কলকাতায় হয় মিছিল।

বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে ভালবাসি মোদিকেই’বললেন-ইটালির প্রধানমন্ত্রী

জি২০ বৈঠকে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানিয়ে দিলেন, বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভালবাসার যোগ্য মোদিই। সেই সঙ্গে তাঁর আশা, জি২০-র সভাপতি ভারত ইউক্রেনে রুশ হামলা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন একান্ত বৈঠকে মিলিত হন দুই বিশ্বনেতা।জি২০ বৈঠকে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানিয়ে দিলেন, বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভালবাসার যোগ্য মোদিই। সেই সঙ্গে তাঁর আশা, জি২০-র সভাপতি ভারত ইউক্রেনে রুশ হামলা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন একান্ত বৈঠকে মিলিত হন দুই বিশ্বনেতা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২