মার্চ ০৬, ২০২৩ ১৬:৪৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১ মার্চ (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনের খবর বিশেষ গুরুত্ব পেয়েছে।  প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না: ওবায়দুল কাদের: মানবজমিন
  • সরকার আবার পুরনো খেলায় মেতে উঠেছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত
  • আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠকধ কাতারের কাছে আরো ১ মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ- বণিকবার্তা
  • আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী: যুগান্তর
  • মুরগি খামারি পর্যায়ে কেজি ১৬০ টাকা, ঢাকায় ঢুকতেই ২৫০: কালেরকণ্ঠ
  • ২ হাজার ঝুপড়ি পুড়িয়ে থামল রোহিঙ্গা ক্যাম্পের আগুন: দৈনিক বাংলা

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দিই আমরা, বেতন কাঠামোতেও তফাত, ডিএ নিয়ে পাল্টা যুক্তি মমতার: আনন্দবাজার
  • বিরোধীদের রুখতে যোগী-মমতার মধ্যে ফারাক নেই: সেলিম
  • সরাসরি গরীবদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে ২.১৬ লক্ষ কোটি সাশ্রয় করেছে মোদী সরকার: হিন্দুস্তান টাইমস
  • ১৪ দিনের জেল হেফাজত সিসোদিয়ার: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না: ওবায়দুল কাদের: মানবজমিন

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি। গণতন্ত্র ব্যাকডোরে আলোচনা না। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখনো দেখছি না। আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না। নির্বাচনকে সমানে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘনিভূত হলেও তা কেটেও গেছে। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এ সংকট কেটে যাবে।

সরকার আবার পুরনো খেলায় মেতে উঠেছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনির্বাচিত, অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার পুরনো খেলায় মেতে উঠেছে। মিথ্যা, গায়েবি মামলা, গ্রেফতার, ঘরে ঘরে তল্লাশি এবং হয়রানি করে নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার হীন পরিকল্পনায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও অনেক সিনিয়র নেতাসহ অসংখ্য কর্মীকে গ্রেফতার করেছে এবং কারাগারে অমানবিক নির্যাতন শুরু করেছে। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এবং সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বন্দি বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সুচিকিৎসা প্রদানে সরকার ও কারাকর্তৃপক্ষের অবহেলায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠকধ কাতারের কাছে আরো ১ মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ- বণিকবার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে বছরে আরো এক মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন। স্থানীয় সময় রোববার (৫ মার্চ) কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ জ্বালানি চান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জ্বালানি দেয়ার আশ্বাস দিয়েছেন কাতারের আমির। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী: যুগান্তর

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি ‘বিবেকবান দেশপ্রেমিক মানুষকে হতবাক করেছে’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিবেকবর্জিত ও দেশের স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তি আদানি পাওয়ার গ্রুপের সঙ্গে করা হয়েছে। এই চুক্তি বাতিল করতে হবে।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

মুরগি খামারি পর্যায়ে কেজি ১৬০ টাকা, ঢাকায় ঢুকতেই ২৫০: কালেরকণ্ঠ

দুই মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়ে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও বাড়ছে পাল্লা দিয়ে। এ ধরনের মুরগি বিক্রি হচ্ছে কেজি ৩৫০ টাকায়।

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর পশ্চিমপাড়া গ্রামের খামারি সবুজ মণ্ডল জানান, গত ছয় মাসে ওষুধ ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় অনেকে খামার গুটিয়ে ফেলেছে। বর্তমানে সব মিলিয়ে ব্রয়লার মুরগির কেজিপ্রতি খরচ পড়ছে ১৬০ টাকা। গতকাল সন্ধ্যা পর্যন্ত শ্রীপুরে পাইকারি বাজারে মুরগির দাম ছিল ২১৭ টাকা। ওই হিসাবে কেজিপ্রতি ৫৭ টাকা লাভ থাকেই।

২ হাজার ঝুপড়ি পুড়িয়ে থামল রোহিঙ্গা ক্যাম্পের আগুন: দৈনিক বাংলা

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুনে ওই ক্যাম্পের দুই হাজারের বেশি অস্থায়ী ঝুপড়িঘর পুড়ে গেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে লাগা এই আগুনে আংশিক পুড়েছে ১০ ও ১২ নম্বর ক্যাম্পের কিছু অংশও।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। তার মধ্যে আছে ৩৫টি মসজিদ ও মাদ্রাসা। এ ছাড়া হাসপাতাল ও হেলথ সেন্টারসহ ১৫টি প্রতিষ্ঠান পুড়েছে কীভাবে আগুনের ঘটনা ঘটছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দিই আমরা, বেতন কাঠামোতেও তফাত, ডিএ নিয়ে পাল্টা যুক্তি মমতার: আনন্দবাজার

মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভ মঞ্চে গিয়ে সোমবার সমর্থন জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার পরেই বিধানসভায় এ নিয়ে মুখ খুললেন মমতা। টেনে আনলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ছুটির ফারাকের প্রসঙ্গ। বললেন দুই সরকারের কর্মচারীদের বেতন কাঠামোর ফারাকের কথাও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৯৯ শতাংশ ও ৬ শতাংশ মিলিয়ে রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।’’

বিরোধীদের রুখতে যোগী-মমতার মধ্যে ফারাক নেই: সেলিম

৫ মার্চ— উত্তর প্রদেশ, ত্রিপুরাতে বিজেপি যা করছে, পশ্চিমবঙ্গে তৃণমূলও সেই কাজই করছে। রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের একথা বলেছেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, কণ্ঠরোধ করতে উত্তর প্রদেশের যোগী সরকার যেভাবে সাংবাদিকদেরও জেলে পোরে, সেভাবেই পশ্চিমবঙ্গে আইনজীবীকেও গ্রেপ্তার করেছে তৃণমূলের পুলিশ। ভাঙরে তৃণমূল যেভাবে বিরোধীদের ঘরবাড়ি পুড়িয়ে সন্ত্রাস চালিয়েছে, সেভাবেই ত্রিপুরায় ঘরবাড়ি পুড়িয়ে বুলডোজারের রাজনীতি চালাচ্ছে বিজেপি। দুষ্কৃতী আর দুর্নীতিরাজের বিরুদ্ধে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, সাগরদিঘির উপনির্বাচন তারই প্রমাণ।

সরাসরি গরীবদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে ২.১৬ লক্ষ কোটি সাশ্রয় করেছে মোদী সরকার: হিন্দুস্তান টাইমস

সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানোর ফলে প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত ও দূর্নীতিমুক্ত হয়েছে। তার মাধ্যমে ভারতের প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সঞ্চয় হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.১৬ লক্ষ কোটি টাকারও বেশি।

১৪ দিনের জেল হেফাজত সিসোদিয়ার: পূবের কলম

আবগারি দুর্নীতি কাণ্ডে শ্রীঘরে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তাঁকে খুব সম্ভবত তিহার জেলে  পাঠানো হবে। ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজত হয়েছে তাঁর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ