মে ১০, ২০২৩ ১৬:৪৮ Asia/Dhaka
  • ফের ইতিবাচক ধারায় রিজার্ভ, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২০মে বুধবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপির দাবি নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি: ওবায়দুল কাদের: মানবজমিন
  • সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তিন চিন্তা, ইঙ্গিত মিলতে পারে আজ-দৈনিক প্রথম আলো
  • ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চায় এনএবি, ইমরান ইস্যুতে পাক সরকারকে যা বলল যুক্তরাষ্ট্র-ব্রিটেন–যুগান্তর।
  • ফের ইতিবাচক ধারায় রিজার্ভ, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল-কালের কণ্ঠ
  • দুদক ঠিকমতো কাজ করলে দুর্নীতি এতটা বাড়ত না : হাইকোর্ট-নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • আজ কর্ণাটকে ভোট গ্রহণ, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী-- দৈনিক পুবের কলম
  • অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক’, ইমরানের গ্রেপ্তারিতে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা- সংবাদ প্রতিদিন  
  • সিবিএসই দশম, দ্বাদশের ফল বৃহস্পতিবার? ভুয়ো খবর ছড়ানোয় বিভ্রান্তি পড়ুয়া, অভিভাবকদের-আনন্দবাজার পত্রিকা

 এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

বিএনপির দাবি নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি: ওবায়দুল কাদের- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? তিনি আজ সকালে রাজধানীর এক হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রুপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না। ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- এই তিন দাবি বিএনপির। বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোন চাপ বা প্রস্তাব দেয়নি।

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তিন চিন্তা, ইঙ্গিত মিলতে পারে আজ শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সার্বিক দিক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত নির্দেশনা পেতে আজ বুধবার সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষে গণভবনে নৈশভোজেরও আয়োজন রয়েছে। সরকারি কর্মচারীদের জন্য আগামী বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা উঠতে পারে। তা হতে পারে ১০, ১৫ বা ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নতুন বাজেটের সব দিক নিয়েই কথা বলবেন অর্থমন্ত্রী।

ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চায় এনএবি, ইমরান ইস্যুতে পাক সরকারকে যা বলল যুক্তরাষ্ট্র-ব্রিটেন- শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এন/এ/বি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে। এর আগে মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। খবরে বলা হয়েছে, ইমরান খানের আইনজীবীরা অবশ্য এনএবি’র আবেদনের বিরোধিতা করেছেন। তার আইনজীবী খাজা হারিস বলেছেন, পিটিআই প্রধান তদন্তে সহযোগিতা করবেন, তার শারীরিক রিমান্ডের প্রয়োজন নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রেক্ষাপটে দেশটির সরকারকে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ফের ইতিবাচক ধারায় রিজার্ভ, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বিশ্বব্যাংকের ঋণের ৫০৭ মিলিয়ন ডলার পাওয়ায় বাংলাদেশের রিজার্ভ ফের ইতিবাচক ধারায় ফিরেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমে বলেন, আগামী জুনের মধ্যে গ্রস রিজার্ভ আবার ৩২ বিলিয়ন ডলারের ওপরে উঠবে বলে আশা করা হচ্ছে।

দুদক ঠিকমতো কাজ করলে দুর্নীতি এতটা বাড়ত না: হাইকোর্ট-শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঠিকমতো কাজ করলে দুর্নীতি এত বাড়ত না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার কারাগারে ডাক্তার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। দেশে দুর্নীতির আলোচিত খাত স্বাস্থ্য বিভাগ। আজ শুনানিতে ‘স্বাস্থ্য খাতের সর্বস্তরে দুর্নীতি বিস্তার করছে’ বলে মন্তব্য করেন হাইকোর্ট।

শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

আজ কর্ণাটকে ভোট গ্রহণ, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, আজ, ১০ মে। কর্নাটকে চলছে ভোটগ্রহণ পর্ব। দক্ষিণ ভারতের এই একটি মাত্র রাজ্য, যেখানে শাসকদল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের বুথে এসে ভোট দিয়ে গণতন্ত্রের এই উৎসবকে সমৃদ্ধ করার বার্তা দিয়েছেন।

অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক, ইমরানের গ্রেপ্তারিতে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ইমরান খানের গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান। দেশটিতে ছড়িয়ে পড়েছে হিংসা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছ’জন। ঘটনার রেশ সীমান্ত পেরিয়ে কাশ্মীর উপত্যকায় আছড়ে পড়ার আশঙ্কায় পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এবার তা নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

ফারুক আবদুল্লা বলেন, “অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে। ফাঁসি কাঠে ঝুলতে হয় জুলফিকার আলি ভুট্টোকে। তাঁর মেয়ে বেনজির ভুট্টোকেও হত্যা করা হয়। সবমিলিয়ে দেশটির ইতিহাসে এহেন ঘটনার অভাব নেই।”

ফারুক আরও বলেন, “ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখতে স্থিতিশীল পাকিস্তান জরুরি। আর্থনৈতির বিপর্যয় ও প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বর্তনাম পরিস্থিতি খুব ভাল নয়।

সিবিএসই দশম, দ্বাদশের ফল বৃহস্পতিবার? ভুয়ো খবর ছড়ানোয় বিভ্রান্তি পড়ুয়া, অভিভাবকদের শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সি/বি/এস/ই)-র অধীন স্কুলগুলিতে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে বিভ্রান্তি। সমাজমাধ্যমে ওই ফল প্রকাশের দিন ঘোষণা করে ভুয়ো খবর ছড়িয়েছে। সিবিএসই-র তরফে খবরটিকে ভুয়ো বলে জানানো হয়েছে।

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ