মে ২৭, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka

রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশীদ এবং আমি আকতার জাহান।

আজকের আসরের শুরুতেই থাকবে একটি শালিক পাখির বাচ্চার গল্প। জিপিএস শিরোনামের গল্পটি লিখেছেন সহকর্মী নাসির মাহমুদ। এতে অভিনয় করেছেন সীমা কবির, মাহবুব মুকুল, জাইমা নুর, মাহির মাহমুদ এবং শাফি। চিত্রনাট্যটির আবহ সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু।

অডিও গল্পের পর থাকবে তেহরান প্রবাসী এক বাংলাদেশি বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।

অডিও অ্যানিমেশনটি দেখতে এই লিংকে ক্লিক করুন 

দু ভাই প্রতিদিনের মতো স্কেটিং করতে করতে পার্কে যায়। পার্কে গিয়ে তারা একটি পাখির বাচ্চা খুঁজে পায়। বাচ্চাটি গাছের উপর থেকে নীচে পড়ে গেছে। ওই পাখির বাচ্চাটির কথা বুঝতে পারে তাদের বোন। তারই নির্দেশনায় তারা পাখিটিকে নিয়ে যায় ন্যাশনাল পার্কে তার বাসার খোঁজে।

পাখির বাচ্চাটি বাসা খুঁজে পাওয়ার পর সবাইকে ধন্যবাদ জানায় এবং সবাইকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেয়। কী সেই পরামর্শ তা জানতে শোনো আজকের এই অডিও-অ্যানিমেশন: 'জি পি এস'।

বন্ধুরা, গল্পটি শুনলে। অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তেহরান প্রবাসী এক বাংলাদেশি বন্ধুকে।

শিশু-কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো আবারো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর। কথা হবে আবারো আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

 

 

ট্যাগ