জুন ০৭, ২০২৩ ১৫:৪০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৭ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিএনপির সঙ্গে সরকারের আলোচনার কোন সিদ্ধান্ত হয়নি: কাদের-ইত্তেফাক
  • সাধারণ মানুষের রক্ত চুষে তারা দিব্যি ভালো আছে: মির্জা ফখরুল-যুগান্তর
  • সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী -মানবজমিন
  • বিদ্যুৎ নিয়ে সংসদে আমি তো মিথ্যা কথা বলিনি : মমতাজ-কালের কণ্ঠ
  • সুপার স্পেশালাইজড হাসপাতাল জোড়াতালি দিয়ে চালুর চেষ্টা-প্রথম আলো
  • এই প্রথম টাকায় বৈদেশিক বিল পরিশোধ করল বাংলাদেশ-ডেইলি স্টার

কোলকাতার শিরোনাম:

  • রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় সিবিআই হানা-আনন্দবাজার পত্রিকা
  • ভারত-বন্দনা আমেরিকার, রাহুল গান্ধীকে ‘জোরালো থাপ্পড়’! খোঁচা বিজেপির-সংবাদ প্রতিদিন
  • নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সরকারের আলোচনার কোন সিদ্ধান্ত হয়নি: কাদের-ইত্তেফাকের এ শিরোনামের রাজনীতির খবরে লেখা হয়েছে, বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেইনি। আমাদের দেশে আমরা আলোচনা করবো, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করবো।ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে এমন কোন রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে মধ্যস্থতা করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে এরকম কোন সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি। 

সাধারণ মানুষের রক্ত চুষে তারা দিব্যি ভালো আছে: মির্জা ফখরুল-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিস্তারিত খবরে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি বছর কমপক্ষে দেড় লাখ কোটি টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে। বর্তমান বাংলাদেশে চারদিকে শুধু হাহাকার। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদপুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়। তারা সম্মিলিতভাবে সাধারণ মানুষের রক্ত চুষে দিব্যি ভালো আছে। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দেদারসে অর্থ লোপাট করছে। ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। আর অন্যদিকে গরিব আরও গরিব হচ্ছে। মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, করোনা উত্তরকালে প্রায় চার কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে। বিএনপির বাজেট প্রতিক্রিয়ায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এসব কথা বলেন।  

I

 

এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ চলমান থাকবে। সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সব কিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’বিদেশি রাষ্ট্রদূতরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। আগামী নির্বাচনে তাদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটি বলেছে সেটিই যথেষ্ট। তারাই মনিটরিং করছেন।’

আর নির্বাচন সম্পর্কিত খবরে দৈনিকটি লিখেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সম্পর্কিত খবরে দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯.৬৯ এবং মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। বাকি ৯০.৩১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

সুপার স্পেশালাইজড হাসপাতাল জোড়াতালি দিয়ে চালুর চেষ্টা-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক চিকিৎসাসেবা দিতে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ উদ্বোধনের আট মাস পেরিয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিশেষায়িত এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা তো দূরের কথা, একজন রোগীও ভর্তি করতে পারেনি।অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে দেড় হাজার কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৪৭ কোটি টাকা দক্ষিণ কোরিয়া সরকারের ঋণ। ৩৩৮ কোটি টাকা সরকারের সহায়তা এবং বাকি ১৭৫ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন।অভিযোগ উঠেছে, প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক চিকিৎসাসেবার যে কথা শোনানো হয়েছিল, বর্তমান বিএসএমএমইউর প্রশাসন তার সঙ্গে তাল মেলাতে পারছে না।

এই প্রথম টাকায় বৈদেশিক বিল পরিশোধ করল বাংলাদেশ- ডেইলি স্টার

প্রথমবারের মতো নিজস্ব মুদ্রা টাকায় বৈদেশিক বিল পরিশোধ করেছে বাংলাদেশ। বিদেশি মুদ্রার মজুদের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৬৫৩ কোটি টাকা (১০২ কোটি মার্কিন ডলার)। এই প্রকল্পের ৮৫ শতাংশ অর্থায়ন করছে চীন।যার সুদের হার ২ শতাংশ। ২০ বছরে ধাপে ধাপে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশ সরকারকে।এই প্রকল্পে বর্তমানে আড়াই শ চীনা নাগরিক ও এক হাজার বাংলাদেশি কাজ করছেন বলেও জানিয়েছেন শাহাবুদ্দিন।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পদ্ধতি কার্যকর থাকবে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ভারত-বন্দনা আমেরিকার, রাহুল গান্ধীকে ‘জোরালো থাপ্পড়’! খোঁচা বিজেপির-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ১০ দিনের মার্কিন সফরে মোদি সরকারকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিকে সামনেই মোদির আমেরিকা সফর। তার আগে হোয়াইট হাউস ভারতের গণতন্ত্রের সুখ্যাতি করেছে। আর এরপরই গেরুয়া শিবিরের খোঁচা,আমেরিকার এই প্রশংসা রাহুলের মুখে ‘জোরালো থাপ্পড়’।সোমবারই হোয়াইট হাউস ভারতীয় গণতন্ত্রের ভূয়সী প্রশংসা করেছে। এদেশের গণতন্ত্রকে ‘বর্ণময়’ হিসেবে বর্ণনা করে আমেরিকা জানিয়েছে নয়াদিল্লিতে গেলেই সেটা বোঝা যায়। ভারতের গণতন্ত্রের বিপণ্ণতা নিয়ে উদ্বেগকে উড়িয়ে হোয়াইট হাউসের এই বিবৃতিকেই রাহুলকে আক্রমণের ‘হাতিয়ার’ করছে বিজেপি।

জলের দিকে তাকালেই মনে হচ্ছে রক্ত! মানসিক ‘ট্রমায়’ করমণ্ডলের বহু উদ্ধারকারী –সংবাদ প্রতিদিন

করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) ভয়াবহ দুর্ঘটনায় এখনও শোকস্তব্ধ দেশ। দুর্ঘটনায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া বহু যাত্রীর দেহ, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা দেহাংশের ভিড়ের দৃশ্য হৃদয়বিদারক হয়ে উঠেছে। অক্লান্ত পরিশ্রমে এনডিআরএফের দল চালিয়ে গিয়েছে উদ্ধারকাজ। চোখের সামনে অসংখ্য মানুষের ওই পরিণতির ধাক্কায় দলের বহু সদস্যই চলে গিয়েছেন ‘ট্রমা’য়। মানসিক বিপর্যয় এমন অবস্থায় পৌঁছেছে, অনেকেরই দৃষ্টিবিভ্রম হচ্ছে। চোখের সামনে কেবলই রক্ত দেখতে পাচ্ছেন তাঁরা। এমনটাই জানাচ্ছেন এনডিআরএফ কর্তা।

নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা-গণশক্তি

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। নবান্নের পক্ষ থেকে রাজ্যপালের কাছে রাজীবের নাম নির্বাচন কমিশনার হিসাবে পাঠানো হয়েছিল। প্রথম দিকে রাজ্যপাল সেই সুপারিশে অনুমোদন না দিলেও পরে তা অনুমোদন করেছেন বলে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে।  গত ২৮ মে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে সৌরভের মেয়াদ শেষ হয়। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাত তৈরি হয়। তবে সলঘাতের আবহ তৈরি হলেও রাজীবের নামেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আর আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পঞ্চায়েত ভোট কবে? বুধে রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নিলেও উত্তর নেই রাজীব সিংহের কাছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭

ট্যাগ