জুন ১৩, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৩ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু বিষয়টি সেনসিটিভ, আর দেরি করবেন না: হাইকোর্ট-প্রথম আলো
  • বিএসএমএমইউতে চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি-মানবজমিন
  • পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল-ইত্তেফাক
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে ইইউতে চিঠি-যুগান্তর
  • নাইকো দুর্নীতির মামলা : পিছিয়েছে খালেদা জিয়ার আবেদনের শুনানি-কালের কণ্ঠ
  • দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • লুটেরাদের হটাতে হবে, বলছেন পরিযায়ী শ্রমিকরা-গণশক্তি
  • ‘ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক! দুই অভিযুক্ত কর্মরত ব্যারাকপুরে? চিন্তিত হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা
  • লখিমপুরের ছায়া কানপুরে! ফের যোগীরাজ্যে তিন কৃষককে পিষে দিল সরকারি কর্মীর গাড়ি-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে: প্রধানমন্ত্রী। এটি দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। কী বলবেন এই বক্তব্য সম্পর্কে?

২. ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে ১৯টি সহযোগিতা চুক্তি সই হয়েছে। এইসব চুক্তির আসল গুরুত্বটা কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু

বিষয়টি সেনসিটিভ, আর দেরি করবেন না: হাইকোর্ট-প্রথম আলো

র‍্যাব হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে আরও দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট

শুনানিকালে রাষ্ট্রপক্ষের উদ্দেশে আদালত বলেন, ‘বিষয়টি সেনসিটিভ। দুই মাস ক্রস করবেন না। দুই মাস কিন্তু দুই মাসই। আর দেরি করবেন না।’নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্ত চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

জেসমিনের মৃত্যুর পুরো ঘটনা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন হাইকোর্ট। কমিটিতে নওগাঁর জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করে ওই কমিটি গঠন করতে বলা হয়। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে।

পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল-ইত্তেফাক

পুলিশে বড় ধরনের রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একসঙ্গে পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসংক্রান্ত পৃথক পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন পুলিশের ৮ কর্মকর্তা। তাদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা রয়েছেন। 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে ইইউতে চিঠি-যুগান্তর

ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলকে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা জোসেপ বোরেলকে বলেছেন— বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। 

জানতে চাইলে ইইউ ঢাকা অফিসের একজন মুখপাত্র যুগান্তরকে বলেন, ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ব্যক্তিগতভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যুগান্তরের প্রশ্নের জবাবে বলেন, যার কাছে এ চিঠি পাঠানো হয়েছে, তিনি আমাদের এ ব্যাপারে কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে কীভাবে মন্তব্য করব? 

১২ জুন এই পত্র প্রেরণকারী ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্য হলেন— স্লোভাক প্রজাতন্ত্রেও ইভান স্টেফানেক, চেক প্রজাতন্ত্রের মাইকেলা সোজড্রোভা, বুলগেরিয়ার আন্দ্রে কোভাতচেভ, ডেনমার্কের কারেন মেলচিওর, স্পেনের জাভিয়ের নার্ট এবং ফিনল্যান্ডের হেইডি হাউটালা।

চিঠিতে তারা বলেন, আমরা সেখানে আসন্ন ১২তম সাধারণ নির্বাচনের ওপর ফোকাস করার গুরুত্বের ওপর জোর দিতে চাই, যা ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের মনে রাখতে হবে যে, জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনো বাকি। কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা যেহেতু কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি ১০ ও ১১তম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে।

যদিও দশম সাধারণ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ছিল না এবং ১১তম সংসদ নির্বাচন (মধ্যরাতের নির্বাচন নামে পরিচিত) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করেছে। ফলস্বরূপ সরকারের বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো বা সামান্য ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনে ব্যর্থ হয়েছে। সুতরাং ইইউকে শুধু বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মানবাধিকার বিষয়ে অবিরাম সংলাপে বসে থাকলেই হবে না।

বাস্তব ফলে কাজ করতে হবে। সম্ভাব্য ব্যবস্থা যেমন মানবাধিকারের জন্য দায়ী এবং জড়িতদের ইইএ জোনে প্রবেশের সীমাবদ্ধতা অথবা জিএসপি+ প্রণোদনার শর্তের নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে।

চিঠিতে তারা বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই চিঠির মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করতে চাই এবং আসন্ন নির্বাচন সামনে রেখে সেখানে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাই।

বিএসএমএমইউতে চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি-মানবজমিন

তিনদফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে বিক্ষোভ করেছেন পাঁচ শতাধিক চিকিৎসক। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভিসি ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি। মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। 

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। গত অর্থবছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জার বিষয়। রেসিডেন্টদের মতো নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা।

ভাতার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা আশ্বস্ত করলেও বিএসএমএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক! নজরে বারাকপুর ক্যাম্প-আনন্দবাজার পত্রিকা/ সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভারতীয় সেনায় (Indian Army) পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ! দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ করে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশ কলকাতা হাই কোর্টের।জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাক নাগরিকদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলার বারাকপুর ক্যাম্পেই দুই পাক নাগরিক কাজ করছে বলেও মামলাকারীর দাবি। কিন্তু কীভাবে নিয়োগ পেলেন তাঁরা?  রীতিমতো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এর পিছনে পুলিশ, প্রশাসনের একাংশের সহযোগিতা করেছে বলেও দাবি।মামলা গ্রহণের পর উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা। তাঁর পর্যবেক্ষেণ, “এটা মারাত্মক অভিযোগ।

লুটেরাদের হটাতে হবে, বলছেন পরিযায়ী শ্রমিকরা-গণশক্তি

বুথ সাজাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।প্রার্থী হলেন অনেকেই। মনোনয়ন জমাও দিলেন। সোমবার ঘাটাল ব্লক দপ্তর থেকে বেরিয়ে রাস্তায় মিছিল করলেন এক ঝাঁক তরুন পরিযায়ী তাদের বুথের প্রার্থীকে নিয়ে। মিছিলে স্লোগান তুললেন‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’।গ্রামের যুবক তাপস চক্রবর্তী বলে এক যুবক বললেন,‘‘চোরেদের কথায় আর যাবো না। ওরাই উসকে আমাদের বিপথে চালিত করিয়েছে।নোমিনেশন জমা করাটাই এখন বড় লড়াই। তারপর দেখা যাবে। গ্রামে আর উৎপাত করতে হবে না। মেয়েরাই ঝাড়ু মেরে বিস ছেড়ে দেবে ওদের’’।গ্রামের মানুষের একাটই দাবি ভোটটা শান্তিপূর্ণ হোক।

ডিএ আন্দোলনের সঙ্গেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মিছিল, সমাবেশ সরকারি কর্মীদের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মহার্ঘ ভাতার (ডিএ) নিয়ে আন্দোলন চলছিলই। এ বার পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সমাবেশের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার শহিদ মিনারের ধর্না মঞ্চে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন তাঁরা। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘এটা অত্যন্ত লজ্জার যে ন্যায্য অধিকার পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের ধর্না দিতে হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৩

ট্যাগ