জুলাই ০১, ২০২৩ ১৯:৫৩ Asia/Dhaka

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। হযরত ইমাম বাকের (আ.) বলেছেন, আলসেমি দ্বীন ও দুনিয়া উভয়ের জন্যই ক্ষতিকর।

আকতার জাহান: আমরা সবাই অলসতা পরিহার করে চলব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেইলের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে। আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

তিনি লিখেছেন, "সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন রেডিও তেহরানের শ্রোতাদেরকে রাজনীতির জটিল বিষয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়। অনেকসময় এ অনুষ্ঠানটি শ্রোতাদের অব্যক্ত কথাকে ভাষায় রূপ দেয়। তখন শ্রোতারা মনে করেন, অতিথি তার নিজের কথাই বলছেন। শ্রোতারা যে কথা বলতে চান, কিন্তু বলতে পারেন না, আলাপনের অতিথি সে কথাগুলোই বলেন। আর এ কারণে আলাপন অনেক শ্রোতার কাছে প্রিয় একটি অনুষ্ঠান। বিশেষ করে রাজনৈতিক সচেতন শ্রোতামহলের কাছে এর কদর অনেক বেশি।"

গাজী আব্দুর রশীদ: এরপর শাহাদত ভাই লিখেছেন, "১২ মে প্রচারিত আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন সিনিয়র সাংবাদিক এবং বাংলা ভিশনের সাবেক হেড অব নিউজ মোস্তফা ফিরোজ। শ্রোতাদের মধ্যে তার মতের সাথে সহমত বা দ্বিমত থাকতে পারে। তবে তার বিশ্লেষণের কৌশল ছিল আকর্ষণীয়। এবং সবশেষে তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছেন। আমার মনে হয়, অধিকাংশ শ্রোতার প্রত্যাশাও তাই।"

আশরাফুর রহমান: সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে সুন্দর মতামতের জন্য ভাই শাহাদত হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক দেবাশীষ গোপ।

তিনি লিখেছেন, "১৪ মে 'সোনালি সময়' অনুষ্ঠানে তারুণ্যের আবেগ ও বুদ্ধিমত্তা  নিয়ে সময়োচিত একটি বাস্তব ধারণার উপর আলোকপাত হৃদয় ছুঁয়ে গেল। আমি  কৈশোরের বয়স পেরিয়ে এলেও আমার আশেপাশের ছেলেমেয়েদের এ ব্যাপারে  আশ্বস্ত  করার ক্ষেত্রে আপনাদের অনুষ্ঠানকে কাজে লাগাতে পারছি।

একইদিন 'নারী : মানব ফুল' অনুষ্ঠানের বিশ্বে সেরা নারী হযরত ফাতিমার ইবাদত,  লজ্জাশীলতা, চারিত্রিক পবিত্রতা, দানশীলতা সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছি।"

আকতার জাহান: 'সোনালি সময়' ও 'নারী: মানব ফুল' অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। তো মতামতের জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া গ্রাম থেকে মিয়া মোহাম্মদ ছিদ্দিক পাঠিয়েছেন কয়েকটি মেইল। একটিতে তিনি লিখেছেন, "১১ই মে শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু আমার এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারব না। মজার বিষয় হচ্ছে- ওইদিন প্রচারিত কাক আর শিয়ালের গল্পটি আমার ৫ বছরের ছোট বাচ্চা শুনে অত্যন্ত মজা পেয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে রংধনু অনুষ্ঠানটি আমার বাচ্চাকে শোনাব এবং আমিসহ আমার ক্লাবের সকলে শোনার চেষ্টা করব। কারণ এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি সেইসাথে মজাও পাচ্ছি।"

গাজী আব্দুর রশীদ: রংধনু আসর থেকে শিক্ষণীয় ও আনন্দদায়ক তথ্য পাচ্ছেন জেনে ভালো লাগল। মতামত জানানোর জন্য মিয়া মোহাম্মদ ছিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদিরচর থেকে মোঃ সাগর মিয়া পাঠিয়েছেন এবারের মেইলটি।

আশরাফুর রহমান:  সাগর ভাই মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন।

গাজী আব্দুর রশীদ: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ঢাকায় যেদিন আইআরআইবি ফ্যান ক্লাবের যাত্রা শুরু হয় সেদিন সর্বশেষ মেইল পাঠিয়েছিলেন সাগর ভাই। যাইহোক, তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ছিলাম। এখন নিয়মিত শুনতে পারি না কর্মব্যস্ততার কারণে। তবে মাঝে মাঝে চেষ্টা করি। আবারো চেষ্টা করছি নিয়মিত হবার জন্য। আমার একমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট হল পাসটুডে যা ভিজিট না করলে আমার রাতে ঘুম হয় না। আমি সারাদিনে ৮ থেকে ১০ বার ভিজিট করি। পাসটুডে একটা বইয়ের মত।"

আকতার জাহান: কর্মব্যস্ততা সত্ত্বেও নিয়মিত পার্সটুডে ভিজিট করে যাচ্ছেন জেনে ভালো লাগল। ইমেইল পাঠিয়ে বিষয়টি জানানোয় সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফ ভাই, বেশকিছু চিঠির উত্তর তো দেওয়া হলো। এখন কোনো শ্রোতাবন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছে করছে। কেউ কি লাইনে আছেন?

আশরাফুর রহমান:  হ্যাঁ, টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন ভারতের এক শ্রোতাবন্ধু। প্রথমেই তার পরিচয় জানা যাক।

আশরাফুর রহমান:  বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে মোঃ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, আমার লেখা শিশুতোষ কবিতা/ছড়া রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে প্রেরণ করতে ইচ্ছুক।  অনুগ্রহপূর্বক অনুমতি দানে বাধিত করবেন।

গাজী আব্দুর রশীদ: শিশুদের উপযোগী ছড়া/কবিতা রংধনু আসরে প্রচার করা যেতে পারে। যদি সম্ভব হয় আপনার পরিচিত কোনো শিশুকে দিয়ে আবৃত্তি করে অডিও ফাইল পাঠাবেন তাহলে প্রচার করতে সুবিধা হবে। চিঠি লিখার জন্য আতাউর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন হিরামন সেখ।

তিনি লিখেছেন, "গত ২৩ মে বৃহস্পতিবার পুরো অনুষ্ঠান শুনেছি, খুব ভালো লাগলো। ওইদিনের রংধনু আসরে প্রচারিত কাক ও শিয়ারের গল্পটি ছিল শিক্ষনীয়। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আরেকটি বিষয় জানলাম যে, সব কাজ শক্তি দিয়ে হয় না; পৃথিবীতে কিছু কাজ আছে বুদ্ধি খাটিয়ে করতে হবে।"

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি পাঠানোয় ভাই হিরামন সেখ আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আজ পড়ে শোনানো হবে বাংলাদেশের নওগাঁ সদরের সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলামের লেখার কিছু অংশ। তিনি লিখেছেন,

আশরাফুর রহমান: "রেডিও তেহরান আমার অতি পছন্দের একটি আন্তর্জাতিক বেতার। আমরা মুসলিম, আমরা আমাদের আস্থার প্রতীক মনে করি এই রেডিও তেহরানকে। রেডিও তেহরান সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আশার সঞ্চার করছে আমাদের মননে। আজ এই বিশ্বায়নের যুগেও রেডিও তেহরানের ভূমিকাকে কিছুতেই ছোট করে দেখা যায় না। আজ তেহরান বেতারের বাংলা ওয়েব সাইট, বাংলা ফেসবুক পেজ, এদের লাইভ সম্প্রচার সবকিছুই নতুন নতুন দিগন্তের সূচনা করছে শ্রোতাদের সামনে বলে দৃঢভাবে বিশ্বাস করি। এখন বাংলাদেশে রেডিও তেহরান শ্রোতা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এদের মাধ্যমেও রেডিও তেহরান সম্পর্কে মাঝে মধ্যে অনেক বিষয়ে অবগত হতে পারছি।"

গাজী আব্দুর রশীদ: খোন্দকার রফিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান থেকে জামাল আহমেদ সুবর্ণ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানের পর্বগুলো থেকে ইসলাম সম্পর্কে হাজারো জ্ঞান লাভ করছি, জানছি বিশ্ব ও পৃথিবী সম্পর্কে। প্রতিনিয়ত অর্থসহ কুরআন তেলাওয়াত, সুন্দর জীবন এবং কুরআনের আলো এই পর্বগুলোতে কথামালার অর্থগুলো মুসলিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রশান্তিদায়ক। হয়তো এই পর্বগুলো ভিন্নধর্মীদের শরীরে জ্বালাপোড়া ধরায় কারণ ইসলাম ধর্ম শুধু শান্তির কথাই বলে আর এই পর্বগুলোও তার ব্যতিক্রম নয়। রংধনু আসর, কথাবার্তা, স্বাস্থ্যকথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আলাপন এবং চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন আমার কাছে ভীষণ প্রিয়। আর জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস পর্ব দুটি আমাকে বরাবরই মুগ্ধ এবং জ্ঞানান্বিত করে।"

আকতার জাহান: জামাল আহমেদ সুবর্ণ ভাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে সার্বিক মূল্যায়নের জন্য। আশা করি আবারো লিখবেন।

আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থেকে আর পাঠিয়েছেন সহিদুল ইসলাম।

রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর পর তিনি লিখেছেন, "বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সিনিয়র শ্রোতাবন্ধু আব্দুল কুদ্দুস মাস্টার মহাশয়ের একান্ত অনুপ্রেরণায় আমি ২০২২ সালের ডিসেম্বর মাসে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনা শুরু করি। রেডিও তেহরান শোনা শুরু করার মাত্র এক সপ্তাহের মধ্যে প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই আমাকে ফোন করে অনুষ্ঠানের বিষয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরে আমি অতি আনন্দিত হয়েছিলাম। আশরাফ ভাইয়ের আন্তরিকতায় আমি রেডিও তেহরান শুনতে ও চিঠি লিখতে উৎসাহিত হই। এছাড়া, নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রেডিও তেহরানের খবরের লিংক বিভিন্ন গ্রুপে শেয়ার করি ৷মাত্র চার মাস রেডিও তেহরানে একটানা যুক্ত থেকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় শ্রদ্ধেয় আশরাফ ভাই ও আব্দুল কুদ্দুস ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখন থেকে রেডিও তেহরানে নিয়মিত যুক্ত থেকে আগের চেয়ে বেশি বেশি করে মতামত জানানোর চেষ্টা করব।"

আশরাফুর রহমান: ভাই সহিদুল ইসলাম, নিয়মিত লেগে থাকার পুরস্কার আপনি পেয়েছেন। আশা করি আরও বড় পুরস্কারের জন্য নিজেকে রেডিও তেহরানের সঙ্গে সবসময় যুক্ত রাখবেন। মাসিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা অর্জন করায় প্রিয়জনের পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসূল (সা.)। 'বালাগাল উলা বি কামালিহি' শিরোনামের নাতটি লিখেছেন এবং সুর করেছেন লুৎফর হাসান। আর গেয়েছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি।

গাজী আব্দুর রশীদ: বন্ধুরা, আপনারা নাতটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

পার্সটুডে/আশরাফুর রহমান/গাজী আবদুর রশীদ/১

 

ট্যাগ