আগস্ট ০১, ২০২৩ ১৯:১১ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবারের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো কিন্তু নিজেদের অন্তরে প্রকৃত বিশ্বাস জাগ্রত করতে ব্যর্থ হয়েছো, তারা অপর কোনো মুসলমান সম্পর্কে কটু কথা বলো না কিংবা তাদের দোষত্রুটি খুঁজে বেড়িও না। যে ব্যক্তি অপরের দোষ খুঁজে বেড়ায় আল্লাহও তার সাথে অনুরূপ আচরণ করবেন। ফলে সে সমাজে হেয় প্রতিপন্ন হবে, নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেও সে আত্মরক্ষা করতে পারবে না।"

আকতার জাহান: আমরা সবাই অন্যের দোষ-ত্রুটি গোপন রাখার চেষ্টা করব- এ কামনা করে নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠির দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার চরঝাকালিকা গ্রাম থেকে। আর পাঠিয়েছেন কটিয়াদী বেতার বন্ধু পরিষদের সভাপতি মিয়া মোহাম্মদ ছিদ্দিক। 

তিনি লিখেছেন, “৬ জুন রেডিও তেহরানের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল, গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। যা আমিসহ আমার ক্লাবের সকলের মন কেড়েছে। ওইদিন কথাবার্তা অনূষ্ঠানে সিরাজুল ইসলামের সংবাদ বিশ্লেষণ ছিল প্রশংসনীয়। এছাড়া, ‘গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠানটি আকতার জাহান ও সোহেল আহম্মেদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী হয়ে ওঠে।”

নাসির মাহমুদ: আমাদের একদিনের পুরো অনুষ্ঠান শোনার পর মতামত জানানোর জন্য মিয়া মোহাম্মদ ছিদ্দিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ

পাঠিয়েছেন এবারের মেইলটি।

ইসলামের ইতিহাস জানার জন্য রেডিও তেহরানের বিকল্প কোনো বেতার নেই মন্তব্য করে তিনি লিখেছেন,গত ৩১ মে বুধবার প্রচারিত অনুষ্ঠান ফেসবুক লাইভে মনোযোগ সহকারে শুনছিলাম। সেদিন ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানটি থেকে জানতে পারলাম যে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:)'র পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদায়ী নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ। অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা (আ:) রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজেল বা গুণধর, মু'মিনদের চোখের প্রশান্তি বা আলো এবং কাফির বা অবিশ্বাসীদের ক্ষোভের উৎ ইত্যাদি উপাধির অধিকারী হয়েছিলেন। তবে ইমাম রেজা (আ.)'র একটি বড় উপাধি হল আলেমে আ'লে মুহাম্মাদ' তথা মুহাম্মাদ (সা.)'র আহলে বাইতের জ্ঞানী। ইসলামের ইতিহাসের এই চমৎকার অনুষ্ঠানটি শ্রোতাদেরকে উপহার দেওযার জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুর রহমান: ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল।নিয়মিত মতামত পাঠানোর জন্য ভাই হিরামন সেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, ২৮ মে রোববার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল ও উপভোগ্য। বিশেষ করে সোনালী সময় ও ‘নারী : মানব ফুল’ অনুষ্ঠান দুটি ছিল চমৎকার।

নাসির মাহমুদ: এরপর শাহাদত ভাই লিখেছেন, “সোনালী সময় রেডিও তেহরানের অসাধারণ এক শিক্ষামূলক অনুষ্ঠান। মানুষ তার জীবনের সোনালী সময়টাকে যেন সঠিকভাবে কাজে লাগাতে পারে সে পরামর্শই দেয়া হয় এ অনুষ্ঠানে।

অন্যদিকে ‘নারী : মানব ফুল’ রেডিও তেহরানের অপর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।  এ অনুষ্ঠানটি শ্রবণের মাধ্যমে নারীরা যেমন উপকৃত হবেন, তেমনি পুরুষরাও উপকৃত হবেন। নারীদের পাশাপাশি পুরুষরাও বুঝতে পারবেন নারীকে কিভাবে সম্মান দেখাতে হয়, কিভাবে তাদেরকে সুখী করতে হয়, কিভাবে তাদের কাছ থেকে সম্মান পেতে হয়।”

আশরাফুর রহমান: সোনালী সময় ও ‘নারী : মানব ফুল’ অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য শাহাদত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খন্দকার রাবিবা ইয়াসমিনের লেখার কিছু অংশ আপনাদের পড়ে শোনাব। ওই শ্রোতাবোনের বাড়ি   বাংলাদেশে রাজশাহীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রাম। তিনি লিখেছেন-

আকতার জাহান: “রেডিও তেহরানের সাথে আমার আনন্দময় পথচলা শুরু হয়েছিল ২০২১ সালে ইরানবিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। তখনও আমি রেডিও তেহরানের শ্রোতা ছিলাম না। কিন্তু প্রতিযোগিতার ফলাফল জানার জন্য ওয়েবসাইট ও ফ্যান গ্রুপগুলোয় নিয়মিত যেতাম। সেখানে অসংখ্য বেতার শ্রোতার মুগ্ধতা আমাকে রেডিও তেহরান সম্পর্কে আগ্রহী করে তুলে। এরপর একদিন এলো সেই কাঙ্ক্ষিত ফলাফল। প্রতিযোগিতায় আমি পেলাম প্রথম স্থান! পুরস্কারের অনুপ্রেরণা আমাকে অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করল। শোনা শুরু করলাম রেডিও তেহরান। আমি মনে করি, রেডিও তেহরান শুধুমাত্র একটি বেতার চ্যানেল নয়, বরং সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নিয়ামক। এখানে সঠিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যায়। তাই পৃথিবীকে জানার জন্য রেডিও তেহরান ও পার্সটুডে আমার বিশ্বস্ত সঙ্গী।”

নাসির মাহমুদ: রেডিও তেহরান ও পার্সটুডেকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় খন্দকার রাবিবা ইয়াসমিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি মাঝেমধ্যে লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী মিলন সংঘের সভাপতি হাফিজুর রহমানও অংশ নিয়েছিলেন আইআরআইবি ফ্যান ক্লাবের প্রবন্ধ প্রতিযোগিতায়। রেডিও তেহরান সম্পর্কে তার লেখার কিছু অংশ তুলে ধরছি: হাফিজুর রহমান ভাই লিখেছেন,

আশরাফুর রহমান: “রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক। নব্বইয়ের দশকের প্রথম থেকে প্রতিদিন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত একটি ঘণ্টা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোনো একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারি না। যদিও পারিবারিক আর কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য নিরলস প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছে বার বার। তবুও অভিন্ন হৃদয়ের পরম বন্ধু হিসাবে বারবার রেডিও তেহরানের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি। বিশ্ব তথা আমাদের স্বপ্নের ভূমি ইরান সমন্ধে আমাদের যেটুকু জ্ঞানলাভ ও জানা-শোনা হয়েছে,তা কেবল রেডিও তেহরান নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে। তাই রেডিও তেহরানের কাছে আমাদের অশেষ ঋণ।”

আকতার জাহান: রেডিও তেহরান সম্পর্কে সুন্দর মূল্যায়নের জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত ছয় মাসে রেডিও তেহরানের নতুন অনুষ্ঠান ও শ্রোতাবান্ধব কর্মকাণ্ড নিয়ে একটি অডিও বার্তা শুনব। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সিনিয়র শ্রোতা ও ডিএক্সার এস এম নাজিমউদ্দিন।

Image Caption

নাসির মাহমুদ: নাজিমউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ অডিও বার্তাটির জন্য।আশা করি নিয়মিত আপনার চিঠি অথবা ভয়েজ বার্তা পাব।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। আর পাঠিয়েছেন তানজিলুর রহমান। তিনি লিখেছেন, পারস্যের প্রতিভা অনুষ্ঠানে শাহনামা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

আশরাফুর রহমান: ভাই তানজিলুর রহমান, পারস্যের প্রতিভা, বিশ্বের গর্ব অনুষ্ঠানটির সম্প্রচার অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই সেই অনুষ্ঠানে মহাকবি ফেরদৌসির বিখ্যাত কাব্যগ্রন্থ শাহনামা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে শাহনামার সংক্ষিপ্ত পরিচিতি আজকের আসরেই তুলে ধরা হচ্ছে।

আকতার জাহান: হাকিম আবুল কাশেম ফেরদৌসী তুসি যিনি ফেরদৌসী নামেই বেশি পরিচিত তিনি ছিলেন পারস্য তথা ইরানের এক মহাকবি। এক হাজার বছরেরও বেশী সময় ধরে ক্ষণ-জন্মা এই কবির কালোত্তীর্ণ কাব্য শাহনামা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন কাব্য হিসেবে সমাদৃত হয়ে আসছে। ৯৭৭ সালের দিকে তিনি শাহনামা লেখা শুরু করেন এবং দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইরানের বিভিন্ন শাসক ও শাহদের কাহিনী তুলে ধরেন। ফেরদৌসীর শাহনামা বা বুক অব কিংস` নামের এই মহাকাব্য আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ কবিতা বলে ধরে নেওয়া হয়। নাসির মাহমুদ: তবে শাহনামা কেবল দীর্ঘ কবিতাই নয়, পারস্যের ইতিহাস ঐতিহ্য,প্রকৃতি, রাজনীতি, অর্থনীতি ও সামাজিকতার একটি দলিলও বটে।

নয় খণ্ডে বিভক্ত বইয়ে আছে ৯৯০টি অধ্যায়, ৬২টি কাহিনি। পুরো শাহনামায় আছে ষাট হাজার শ্লোক। এত শ্লোক লিখতে তার কাগজ লেগেছে মোট দুই হাজার চুরাশি পৃষ্ঠা! উল্লেখ্য, শাহনামা বাংলাভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।

আশরাফুর রহমান: আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।   

তিনি লিখেছেন,  "রেডিও তেহরান শুনলে জীবনবোধ, ধর্মীয় শিক্ষালাভ, জ্ঞানার্জন ও সুন্দর জীবনশৈলী গড়ে  ওঠে। জীবনের  মানে  খুঁজে  পাওয়া যায় এবং পরকালে  বেহেশতের  পথ  সুগম  হয়। জীবন গড়ার  প্রকৃত সময় শৈশব থেকে যুবা বয়স  পর্যন্ত। এ বিষয়ে সোনালী  সময়  ও  রংধনু আসর খুবই  উপকারী  দুটি  অনুষ্ঠান। এ দুটি অনুষ্ঠানের মাধ্যমে তেহরান বাংলা অল্প বয়সীদের নৈতিক ও আধ্যাত্মিক   চেতনায়  উদ্বুদ্ধ করে।"

আকতার জাহান: ভাই দেবাশীষ গোপ, জীবন গঠনের উপাদান রেডিও তেহরান থেকে পাচ্ছেন জেনে ভালো লাগল। আশা করি নিয়মিত মতামত দেবেন।

তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরটিও শেষ করব একটি নজরুল সঙ্গীত শুনিয়ে। 'দাও শৌর্য, দাও ধৈর্য্য' শিরোনামের গানটির পরিবেশন করেছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর শিল্পীবৃন্দ। 

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, আপনারা  গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/এআর/জিএআর/২৮

 

 

ট্যাগ