আগস্ট ১৫, ২০২৩ ২১:৩৪ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি গাজী আব্দুর রশীদ এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যখন তোমরা নামাজ আদায় করো, তখন সেটি এমনভাবে আদায় করো যেন এটিই তোমার শেষ নামাজ।"

গাজী আব্দুর রশীদ: নামাজে একাগ্রতা আনার উপায় সম্পর্কে চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা অনুসরণ করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে। আর পাঠিয়েছেন এ এস মাহমুদ।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান আমার কাছে একটি বিশ্বস্ত বিনোদনমূলক বেতার স্টেশন। বিশেষ কোনো কাজে ব্যস্ত না থাকলে প্রতিদিন আমি রেডিও তেহরান শুনি। এ বেতারের বিশ্বসংবাদ, 'নারী: মানব ফুল', প্রিয়জন, কথাবার্তা, রংধনু আসরসহ সবগুলো অনুষ্ঠানই শিক্ষণীয়। রেডিও তেহরানের কল্যাণে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রোতা ভাই-বোনদের সাথে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এজন্য রেডিও তেহরানের সকল পর্যায়ের অনুষ্ঠান নির্মাতা ও কলাকুশলীকে জানাই আন্তরিক অভিনন্দন।"    

নাসির মাহমুদ: শ্রোতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে রেডিও তেহরান তার প্রচেষ্টা অব্যাহত রাখে। তো ভাই এ এস মাহমুদ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মনীষা রায়।

তিনি লিখেছেন, "গত ১৩ জুলাই প্রচারিত রংধনু আসর অনুষ্ঠানটি খুবই মনোগ্রোহী ছিল। এই অনুষ্ঠানে প্রতিবেশীর প্রতি দায়িত্ব-কর্তব্য নিয়ে সুন্দর একটি গল্প পরিবেশিত হয়েছিল যা ছিল খুবই শিক্ষণীয়। এছাড়া মালয়েশিয়া প্রবাসী শিশু শিল্পী নাবিহা'র মধুময় কণ্ঠে কোরআন তেলাওয়াত, ছড়া আবৃত্তি এবং কথোপকথন আমার কাছে খুবই হৃদয়গ্রাহী লেগেছে।  সুন্দর এবং মনোগ্রোহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ।" 

আশরাফুর রহমান: বোন মনীষা রায়, প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রচাারিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদের শ্রম স্বার্থক মনে হলো। মতামত জানিয়ে চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর-এর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিপন পাঠিয়েছেন এবারের মেইলটি।

সালাম ও বৃষ্টিভেজা কদম ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরানের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। কর্মব্যস্ততার কারণে নিয়মিত লিখতে না পারলেও অনুষ্ঠান শুনতে মিস করি না। মেইলের জবাব পেলে নিয়মিত লিখব ইনশাআল্লাহ।"

গাজী আব্দুর রশীদ: ভাই জাহিদুল ইসলাম রিপন, আমার পেইল পড়ে শোনানো হলো। আশা করি এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থেকে। আর পাঠিয়েছেন সহিদুল ইসলাম।

তিনি লিখেছেন, "ইসলাম ও মুসলিম বিশ্বকে সঠিকভাবে জানা ও সুন্দর চরিত্র গঠনের জন্য রেডিও তেহরানের বিকল্প নেই। তাই রেডিও তেহরান আমার নিত্য দিনের সঙ্গী।"         

নাসির মাহমুদ: ছোট্ট লেখাটিতে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন সহিদুল ভাই। তো নিয়মিত ইমেইল পাঠানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বিভাগীয় শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল হক।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের পুরাতন শ্রোতা হলেও লেখক হিসেবে নতুন। রেডিও তেহরান এতো সুন্দর সংবাদ এবং ইসলামের কথা ও ইতিহাস প্রচার করে যা সত্যিই প্রশংসার দাবি রাখে। কোনো শ্রোতা এ বেতারের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনলে তার ইলম ও আমল যেমন বৃদ্ধি পাবে তেমনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।"

আশরাফুর রহমান: ভাই ফরিদুল হক, রেডিও তেহরান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতা ও বেতারশ্রোতা সংগঠকের সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন হিরামন সেখ। তিনি লিখেছেন, "গত ২৫ জুলাই ফেসবুক লাইভে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল অনুষ্ঠান শুনলাম। শোকাবহ মহররম উপলক্ষে বিশেষ আলোচনা উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেন। যা থেকে ইসলামের ইতিহাসের অনেককিছু জেনেছি। 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানে একজন অসহায় ব্যবসায়ীর গল্পটিও ছিল মজার ও শিক্ষণীয়।"

গাজী আব্দুর রশীদ: আমাদের একদিনের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে ইমেইল পাঠানোর জন্য ভাই হিরামন সেখ আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ১২ জুলাই যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে কুরআনের আলো অনুষ্ঠানটি ছিল অতুলনীয়। আসলে এটি শুধু নিছক একটি অনুষ্ঠান নয়, বরং একটি জীবন ব্যবস্থা। আল্লাহকে, মহানবীকে, ইসলামকে জানা ও বুঝার জন্য উত্তম অনুষ্ঠান এটি। কুরআনের আলো প্রতিটি মানুষের হৃদয়ে প্রজ্বলিত হোক- এ প্রত্যাশা করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতাবন্ধু।

নাসির মাহমুদ: পবিত্র কুরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কুরআনের আলো সম্পর্কে মতামত জানানোর জন্য শাহাদত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ৫ জুলাই বুধবার 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের সাক্ষাৎকারটি ছিল দারুণ উপভোগ্য।  ডায়াবেটিস সম্পর্কে সেদিনের আয়োজনটি স্মরণকালের সবচেয়ে উপকারী অনুষ্ঠান বলে মনে হয়েছে। প্রতি বুধবারের 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটির কারণে রেডিও তেহরান যেন পারিবারিক ডাক্তার হয়ে উঠেছে।"

আশরাফুর রহমান: স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য সোহেল রানা হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের পর আবারো ভারতের ইমেইল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে এটি পাঠিয়েছেন অজয় কুমার সরকার।

তিনি লিখেছেন, "১৪ জুলাই তারিখে 'সুন্দর জীবন' অনুষ্ঠানে স্বামী-স্ত্রী'র কথা বলার ধরন নিয়ে আলোচনা পরিবেশিত হয়। খুব সত্য যে, উভয়ের মধ্যে যদি সমঝোতা না থাকে, কথার মধ্যে যদি নমনীয়তা না থাকে তাহলে অবিলম্বে সে সংসার ভেঙ্গে যাবে।"

গাজী আব্দুর রশীদ: স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখায় উপায় সম্পর্কে চমৎকার মতামতটির জন্য অজয় কুমার সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর জেলার সভাপতি এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'নারী: মানব ফুল' শ্রোতাদের  হৃদয় কেড়ে নিয়েছে। অনুষ্ঠানটি থেকে নারীদের অতীত ইতিহাস, তাদের প্রতি অবজ্ঞা, অবমাননা, অত্যাচার ও নিপীড়ন সম্পর্কে জানা যায়। পাশাপাশি আমরা জানতে পারি যে, ইসলামে নারীদের অনেক সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে। তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রাপ্য মর্যাদা দেয়া উচিত; তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত।"  

নাসির মাহমুদ: 'নারী: মানব ফুল' অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আতাউর রহমান রঞ্জু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া থেকে। আর পাঠিয়েছেন মিয়া মোহাম্মদ ছিদ্দিক। 

তিনি লিখেছেন, "রেডিও তেহরান- সকল রেডিও'র সেরা। এতে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ  অনুষ্ঠান যা প্রত্যেক শ্রোতা ও অন্যান্য সর্বস্তরের মানুষকে আকর্ষণ করেছে। রংধনু আসর শিশু-কিশোর ও ছোট্টমনিদের এক মজার ও জ্ঞানবিষয়ক অনুষ্ঠান। এছাড়া চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জনে চিঠির ঝলক আর মনোমুগ্ধকর উপস্থাপনা সকলের মন জুড়ে যায়।"

আশরাফুর রহমান: আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করার জন্য মিয়া মোহাম্মদ ছিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে কয়েকটি চিঠির প্রাপ্তিস্বীকার করছি।  

  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল ও দেবাশীষ গোপ
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এস নাজিম উদ্দিন
  • বাংলাদেশের রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম পীরজাবাদ থেকে মোঃ আলিফ
  • নীলফামারির ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে আজিনুর রহমান লিমন
  • এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার বাঁশখুর থেকে মোঃ জাকির হাসান শোভন

গাজী আব্দুর রশীদ: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময় প্রায় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে থাকছে পবিত্র কুরআনের মর্যাদা নিয়ে একটি গান। গানের কথা, সুর ও কণ্ঠশিল্প নকুল কুমার বিশ্বাস।  

নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

 

 

 

 

ট্যাগ