সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ জানব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আলাপ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী= দৈনিক কালেরকণ্ঠ
  • এডিসি হারুনের ঘটনার সূত্রপাত বারডেমে, সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত হওয়া দরকার’- যুগান্তর
  • অপারেশন থিয়েটারে যৌন হয়রানি, ধর্ষণ: নারী সার্জনরা ভয়ে মুখ খোলেন না- মানবজমিন
  • স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে সরকার: মির্জা ফখরুল: - দৈনিক সমকাল
  • জামালপুরের ডিসি বললেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে-প্রথম আলো
  • আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৫০-নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • চাকরি ও দলের পদ বিক্রির অভিযোগ! সুভাষ সরকারকে ‘তালাবন্দি’ করে বিক্ষোভ BJP কর্মীদের- আজকাল
  • ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে’, সনাতন ধর্ম বিতর্কে তোপ বিজেপির- সংবাদ প্রতিদিন
  • লগ্নি আনতে বিদেশে মমতা, দুবাই ছুঁয়ে স্পেনে, সফরে দুই ‘প্রথম’, ফেরার পথে মরুদেশেও হবে লগ্নি-বৈঠক- আনন্দবাজার

কথাবার্তার প্রশ্ন (১২ সেপ্টেম্বর) 
১. সেলফিকাণ্ডে সরকারের বিপদ! একথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেলফি তোলা ও তা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ প্রকাশের বিষয়টিকে সামনে রেখে তিনি একথা বলেছেন। আপনারও কী মনে হয় সরকার বিপদে?
২. বিশ্বে বিরাট পরিবর্তন ঘটছে, নয়া শক্তির উত্থান হচ্ছে- একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আপনার পর্যবেক্ষণ কী?

জামালপুরের ডিসি বললেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে-প্রথম আলো

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। জামালপুরের মাদারগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামী নির্বাচনের পর মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা আজম। সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানও উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

​জামালপুরের নবনিযুক্ত ডিসি ইমরান আহমেদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইমরান আহমেদের দেওয়া বক্তব্যের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে।

জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ আলোচনা সভায় বক্তব্য দেওয়ার শুরুতেই স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘আমাদের মনে রাখাতে হবে, অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল আমাদের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এই সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। উন্নয়ন হতে থাকবে। এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি আশা করি, সামনের নির্বাচনের পর আমাদের সম্মানিত প্রধান অতিথি (মির্জা আজম) অবশ্যই একজন মন্ত্রী হিসেবে এই জেলায় আরও ব্যাপক উন্নয়ন করবেন। এটা আমি আশা করি এবং বিশ্বাস করি, এটা হবে, ইনশা আল্লাহ।’

এডিসি হারুনের ঘটনার সূত্রপাত বারডেমে, সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত হওয়া দরকার- যুগান্তর

শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও দুজনকে বদলির করা হয়েছে। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা দরকার। ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত হওয়া দরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই আগে বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা করেছিল, এমন তথ্য পাওয়া গেছে। সেটিও তদন্তে আসা উচিত।

​ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ 

এখানে উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

এর আগে শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

আহতরা হলেন— ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। 

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরেও হারুনের সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদেরকে পেটান। এরমধ্যে নাঈমের অবস্থা আশঙ্কাজনক। তার মুখমণ্ডল মারত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

অপারেশন থিয়েটারে যৌন হয়রানি, ধর্ষণ: নারী সার্জনরা ভয়ে মুখ খোলেন না- মানবজমিন

বৃটেনে নারী সার্জনরা অভিযোগ করেছেন তাদের যৌন হয়রান করা হয়। অবমাননা করা হয়। এমনকি সহকর্মীরা কখনো কখনো তাদেরকে ধর্ষণও করে। বৃটেনের ন্যাশনাল হেলথ স্কিমের (এনএইচএস) স্টাফদের ওপর বড় রকমের এক বিশ্লেষণে এসব তথ্য বেরিয়ে এসেছে। যেসব নারী অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালে এমন সব যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তার ওপর ভিত্তি করে দীর্ঘ একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। 

এ নিয়ে গবেষণার লেখকরা বলেছেন, সিনিয়র পুরুষ সার্জনদের দ্বারা যৌন নির্যাতনের ধারা চলছে ট্রেইনি নারী সার্জনদের ওপর। এ ঘটনা এখন এনএইচএসভুক্ত হাসপাতালগুলোতে ঘটছে। এ ঘটনাকে ‘সত্যিকার অর্থে হতাশাজনক’ বলে মন্তব্য করেছে রয়েল কলেজ অব সার্জনস। 

অভিযোগে বলা হয়েছে, সার্জারি করার সময় যৌন হয়রান, অবমাননা এবং ধর্ষণ এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। রিপোর্টে এর পরে যে বর্ণনা দেয়া হয়েছে, তা এখানে তুলে ধরা সমীচীন নয়। বলা হয়েছে, কোনো কোনো ট্রেইনিকে যৌনতার বিনিময়ে ক্যারিয়ার গড়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়। অযাচিতভাবে তাদের শরীরে সার্জনরা শরীর লাগিয়ে থাকেন। শরীর স্পর্শ করেন। 

এই গবেষণা করেছে ইউনিভার্সিটি অব এক্সেটার, ইউনিভার্সিটি অব সারে, ওয়ার্কিং পার্টি অব সেক্সুয়াল মিসকন্ডাক্ট ইন সার্জারি। তারা তাদের গবেষণা বিবিসির সঙ্গে শেয়ার করেছে। গবেষকদের সহযোগিতা করেছেন যেসব নারী সার্জন তাদের মধ্যে তিন ভাগের প্রায় দুই ভাগই বলেছেন, তাদের যৌন হয়রানির জন্য টার্গেট করা হয়। 

এক তৃতীয়াংশ বলেছেন, গত ৫ বছরে তারা সহকর্মীদের হাতে যৌন অবমাননার শিকারে পরিণত হয়েছেন। তারা এ বিষয়টিতে রিপোর্ট করার সাহস পান না। কারণ, তাতে তাদের ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। তাছাড়া এনএইচএস যে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে, তাতেও তাদের আস্থার ঘাটতি আছে।

বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আলাপ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী= দৈনিক কালেরকণ্ঠ 

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাচনার বিষয় কি ছিল? জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো ভালো আলাপ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জো বাইডেনকে বলেছেন, ‘আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি; পরিবারের সব লোককে হারিয়েছি। এখন বাংলাদেশের জনগণই আমরা পরিবার। তাদের মুখে দুবেলা ভাত, জীবনমানের উন্নয়নের জন্য আমি কাজ করছি। আমার এখন বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। তাদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা। ’শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন জানতে চাইতে তিনি বলেন, তিনি (বাইডেন) বলেছেন, ‘আমি জানি। ’ নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওগুলো নিয়ে আলাপ হয়নি।

আরেক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নেই। আমরা আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন। আর আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান বলেও মন্তব্য করেন তিনি।

স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে সরকার: মির্জা ফখরুল: - দৈনিক সমকাল

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।’ 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণের পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতারা দলীয় কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছেন সেখানেও চুরি করেছেন। তাদের প্রধান লক্ষ্যই চুরি করা।’  তিনি বলেন, ‘একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।’ 

আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৫০-নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, স্বঘোষিত `শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হন আইনজীবীরা। এরপর সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে পদযাত্রা শুরু হয়। ঢাকা বার ভবন থেকে আইনজীবীদের পদযাত্রা প্রধান সড়কে প্রবেশ কলে পুলিশ সদস্যরা আইনজীবীদের ওপর অতর্কিত লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীদের পদযাত্র ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয।

ইউএলএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের লাঠিচার্জে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, আইনজীবী দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মোঃ মহসীন, কাজী পনির, মু. কাইয়ুম, এস এম হুমায়ূন কবিরসহ কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছেন। আইনজীবী পুলিশের লাঠিচার্জে মাহবুবুর রহমান খানের পায়ের হাটুতে আঘাতের কারণে রক্ত বের হতে দেখা গেছে। এছাড়া আইনজীবী মু. কাইয়ুমের ডান হাত ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আহত আইনজীবীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

লগ্নি আনতে বিদেশে মমতা, দুবাই ছুঁয়ে স্পেনে, সফরে দুই প্রথম, ফেরার পথে মরুদেশেও হবে লগ্নি-বৈঠক- আনন্দবাজার

এ যাবৎ টানা ১২ বছরের মুখ্যমন্ত্রিত্বের কালে তিনি একাধিক বার বিদেশসফরে গিয়েছেন লগ্নি আনতে। শেষ গিয়েছেন সাড়ে চার বছর আগে। তার পর মঙ্গলবার আবার বিদেশসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে কলকাতা থেকে রওনা হয়ে আপাতত তিনি দুবাইয়ে। বুধবার ভোরে দুবাই থেকে তিনি রওনা দেবেন স্পেনের রাজধানী মাদ্রিদের পথে। বৃহস্পতিবার থেকে শুরু তাঁর ঠাসা কর্মসূচি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব। এসেছেন মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল। রাজ্যের প্রতিনিধিদলের সদস্য হয়ে এসেছেন একঝাঁক শিল্পপতিও।

গত ১২ বছরের শাসনকালে মমতা সিঙ্গাপুর, লন্ডন, স্কটল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং ইটালিতে গিয়েছেন। কিন্তু এই প্রথম তিনি স্পেনে যাচ্ছেন। স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা শহরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। মাদ্রিদ যাওয়ার পথে বিমানসূচির জন্য তাঁকে দুবাইয়ে থামতে হয়েছে। প্রসঙ্গত, এর আগেও যাওয়া-আসার পথে একাধিক বার দুবাই এসেছেন মমতা। কিন্তু এই প্রথম তাঁর দুবাইয়ে সরকারি কর্মসূচি রয়েছে। স্পেন থেকে কলকাতায় ফেরার পথে দুবাইয়ে প্রবাসী ভারতীয় এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হবে লগ্নি-বৈঠকও। এই হল মমতা-সফরে প্রথম ‘প্রথম’।

ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, সনাতন ধর্ম বিতর্কে তোপ বিজেপির- সংবাদ প্রতিদিন

সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। এহেন ঘৃণাভাষণকে কেন্দ্র করে তোলপাড় দেশ। তুঙ্গে বিজেপি বনাম বিরোধী তরজা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ফের আক্রমণ শানাল গেরুয়া শিবির। বিজেপি (BJP) সাংসদ রবিশংকর প্রসাদ মন্তব্য করলেন, ”ওরা কী ভাবে তা পরিষ্কার হয়ে গিয়েছে। ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল।”

ঠিক কী বলেছেন বর্ষীয়ান নেতা? তাঁর কথায়, ”ইংরেজিতে একটা কথা আছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ওরা কী ভাবে তা পরিষ্কার হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোট তৈরিই হয়েছে সনাতন ধর্মের বিরোধিতা করার জন্য, সনাতন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যের সময়ই ডিএমকে শিক্ষামন্ত্রীর মন্তব্যও প্রকাশ্যে এসেছে। সনাতন ধর্মের বিরোধিতা করে ওরা ভোট ব্যাংক রাজনীতি করেছে। আমি কংগ্রেস ও তাদের জোটসঙ্গীদের বলতে চাই, ওদের কি সাহস আছে অন্য ধর্মের দেবতাদের কটাক্ষ করার? সেই সাহস আছে? ওরা তো অন্য ধর্ম সম্পর্কে নীরব, কেবল সনাতন ধর্ম নিয়েই কথা বলতে পারে।’#

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।